31/12/2025
✨ নতুন বছর, নতুন দিন ✨
পুরোনো কষ্টগুলোকে বিদায় জানিয়ে,
নতুন স্বপ্ন আর নতুন আশার পথে হাঁটা শুরু।
আজকের এই নতুন দিন হোক শান্তির,
আর নতুন বছর হোক সফলতার, ভালোবাসার আর রহমতের।
যা হারিয়েছি তা থেকে শিক্ষা,
আর যা পাবো তা হোক আল্লাহর পক্ষ থেকে বরকত।
নতুন সূর্যের আলোয়
জীবন আবার নতুন করে রঙিন হোক।
🌅 শুভ নতুন বছর ও নতুন দিনের শুভেচ্ছা 🌅
🤲 দোয়া করি—সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক।