
10/07/2023
মানবতার এক অবিস্মরণীয় দৃষ্টান্ত স্হাপন করে পরপারে পারি জমালো ভাটির এই শুদ্ধ বাংলায় কথা বলতে না পারা, মানবতার এক ফেরিওয়ালা।
জানি এই মৃত্যু কাদালেও আদমপুর বাসী গর্ব করে বলার মত দৃষ্টান্ত পেলো।
হয়তো পরিবার, সমাজ তোমাকে ভুলে যাবে, কিন্তু যুগ যুগ ধরে তোমার এই মহান আত্মত্যাগ সারাজীবন মনে রাখবে মানবতা,
মানবিকতা যখনই অধঃপতন হবে
তোমার এই মানবতার উদাহরণ দিয়ে নিজে উজ্জীবিত করবে আদমপুর বাসী।
আল্লাহ পাক তোমার এই মৃত্যু শহীদি কাফেলায় মর্যাদা দিবে, এই দোয়া করি।
ভাল থেকো পরপারে মানবতার এই সুন্দর মানুষ