Kamal Hossan

Kamal Hossan ১. সেই ব্যক্তিই অভিশপ্ত যে মরে যায় অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায়।

২. নিশ্চয়ই আল্লাহ তা'আলা তাঁকে নিরবে ডেকে যাওয়া বান্দাদের হতাশ করেন না।

৯ বছরে মেয়ের সাথে বিয়ে হওয়ায় রাগে দেশ ছেড়েছিল আরিফ।আজ ১৫ বছর পড় সেই মেয়ে সাথে দেখা হলো বিদেশের মাটিতে। তাও আরিফ ভার্সিটি...
23/09/2025

৯ বছরে মেয়ের সাথে বিয়ে হওয়ায় রাগে দেশ ছেড়েছিল আরিফ।আজ ১৫ বছর পড় সেই মেয়ে সাথে দেখা হলো বিদেশের মাটিতে। তাও আরিফ ভার্সিটির প্রফেসর সেই ভার্সিটির স্টুডেন্ট হিসেবে।১৫ বছর দেখা হলো প্রথম দেখায় তার একে অপরকে চিনতে পারলো। কারন তারা চাচাতো ভাই বোন যোগাযোগ না থাকলেই একে অপরের ছবি তার বহুবার দেখেছে।

আরিফ যখন ক্লাস এ ঢুকলো ক্লাডের স্টুডেন্টদের দিকে নজর নিলে ক্লাসের এক কোনে তার দৃষ্টি থেমে যায়।সে বুঝতে পারে না সে যাকে দেখসে সে কও সত্যি এখানে উপস্থিত আছে?আরিফ হতভম্ব হয়ে তাকিয়ে থাকে মায়ার দিকে। মায়াও তার দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। মায়াও নিজের টিচার হিসেবে আরিফকে আশাকে করেনি।আরিফের তো মায়াকে দেখে হার্ট অ্যাটাক করার উপক্রম। মায়াও তার ঘোর কাটিয়ে উঠতে পারলো না।

আরিফ যথা সম্ভব নিজেকে শান্ত রেখে ক্লাস নিলো। ক্লাস শেষে ক্লাস রুম থেকে বের হওয়ায় আগে আরিফ মায়াকে উদ্দেশ্য করে বললো..

-."Miss Maya, meet me in the office room."(মিস মায়া, আমার সাথে অফিস রুমে দেখা করুন)

আরিফ কথাটা বলে ক্লাস রুম থেকে বের হতেই ক্লাসের সকল স্টুডেন্ট এক সাথে চিৎকার করে উঠলো...

-"ohhhhhhh...wwhhhh..ohhhh...ohhhh.....whhhhhhhhh"

এই ভার্সিটির প্রায় ৭০% মেয়ের ক্রাস প্রফেসর আরিফ।তাকে এই ভার্সিটির সবচেয়ে হ্যান্ডসাম()ও রুড প্রফেসর। সকল মেয়ে তার জন্য পাগল।সেই প্রফেসর একটা মেয়ে নিজে সাথে দেখা করতো বললো এটা নিয়ে ক্লাডেী ছেলেরা মজা নিতা লাগলো। আর কিছু মেয়ের বুকে আগুন জলে উঠলো।

------
ক্লাস শেষ হলে মায়া এলো আরিফের অফিস রুমে। অফিস কক্ষের সামনে এসে মায়া নক করলো দরজায়...

-"May I come in sir? "

অফিস রুমের ভিতর থেকে গম্ভীর কণ্ঠে আওয়াজ এলো..

-"yes, come in"

ভাইয়া অফিস রুমে প্রবেশ করে দাঁড়িয়ে থাকলে আরিফ তাকে বসতে বলে..

-"sit down "

মায়া বসে চেয়ারে। ভিষন অসস্তি হচ্ছে। কি জানে কি বলে এখন অপমান করবে?আরিফ নিজের চশমা টৈবিলের উপর খুলে রেখে বলে..

"এখানে এসেছিছ কেন?"

মায়া অসস্তিতে কিছু উত্তর দিতে পারে না।এতে রেগে যায় আরিফ। টেবিলের উপর নিজের হাত জড়ে রেখে প্রশ্ন করে..

-"Why did you come here?"

টেবিলের উপর আরিফের হাত রাখার শব্দে ভয় কেঁপে ওঠে মায়া। ভিতু গলায় বলে..

-"ই..ই..ইউনিভার্সিটির জন্য.. আমি স্কলারশিপ পেয়েছি"

-"তোর সাথে আর কে আসছে?"

-"আমি একায়"

-"কোথায় থাকিস?'

-"ইউনিভার্সিটি হোস্টেলে। "

-"আজ থেকে আমার বাসায় থাকবি।নিজের সব জামা কাপর প্যাক করে নিয়ে আই হোস্টেল থেকে যা। "

আরিফের এমন কথায় হিতা হিত জ্ঞান শূন্য হয়ে পড়ে যায় মায়া।যে লোক তার জন্য বাড়ি ছেড়েছে সে কিনা বলছে তার বাসায় থাকবে মায়া। এ যেন কিছুতেই মানতে পারছি না মায়া। মায়া হা করে তাকিয়ে থাকে আইফের দিকে।মায়ার কোন প্রতিক্রিয়া না দেখেরেগে যায় আরিফ । রেগে গিয়ে উচ্ছ স্বরে বলে..


চলবে..

পর্ব সংখ্যা ১

Address

Al Nadim Riyadh
Gazipur
11564

Telephone

+8801837730369

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kamal Hossan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kamal Hossan:

Share

Category