05/10/2025
অনেকেই হয়তো ভাবে, আমি বুঝি চেষ্টা কম করেছি। কিন্তু শুধু আমিই জানি, কতটা রক্ত পানি করে এই স্বপ্নের পেছনে ছুটেছি। নির্ঘুম রাত, না খেয়ে থাকা দিন... হিসেব নেই। নিজের সবটুকু দিয়েছি, সবটুকু উজাড় করে চেষ্টা করেছি, যাতে আমার সেই একমাত্র স্বপ্নটা পূরণ হয়।"🫠