Jhony's diary

Jhony's diary Welcome To my Page:-jhony's diary
(5)

সংসদ নির্বাচনে ভোট দেয়ার জন্য কাল থেকে প্রবাসী বাংলাদেশি ভোটারদের নিবন্ধন শুরু হচ্ছে
18/11/2025

সংসদ নির্বাচনে ভোট দেয়ার জন্য কাল থেকে প্রবাসী বাংলাদেশি ভোটারদের নিবন্ধন শুরু হচ্ছে

সৌদি প্রবাসী যাদের BMET স্মার্ট কার্ড যারা পাননি এই লিংকে নিজের কার্ড নিজে বের করুন|  https://raims.oep.gov.bd/agencies/...
08/11/2025

সৌদি প্রবাসী যাদের BMET স্মার্ট কার্ড যারা পাননি এই লিংকে নিজের কার্ড নিজে বের করুন|
https://raims.oep.gov.bd/agencies/ec -card-check











খালেদ মহিউদ্দিন, যিনি বিভিন্ন টকশোতে বসে বুক ফুলিয়ে ‘জুলাই আন্দোলন’ নিয়ে বিশ্লেষণ করেন। হাসিনার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ত...
27/10/2025

খালেদ মহিউদ্দিন, যিনি বিভিন্ন টকশোতে বসে বুক ফুলিয়ে ‘জুলাই আন্দোলন’ নিয়ে বিশ্লেষণ করেন। হাসিনার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তিনি কথার ফুলঝুরি ছোটান, ছাত্রদের নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ হন। ‘ঠিকানা’র ইউটিউব চ্যানেলে পর্যন্ত তিনি এই আন্দোলনের উপর ভিত্তি করে অনুষ্ঠান চালান। কিন্তু বাস্তবে, আন্দোলনের সময় তার ভূমিকা ছিল কী?

২২ জুলাই ২০২৪—বাংলাদেশে হাজার হাজার ছাত্র যখন রাজপথে প্রাণ দিচ্ছিল, তখন দেশে ইন্টারনেট ব্ল্যাকআউটের ফলে আমরা প্রবাসীরা ভীষণ উৎকণ্ঠায় ভুগছিলাম। এমন প্রেক্ষাপটে আমরা জার্মান প্রবাসী বাংলাদেশিরা Bonn শহরের Gronau এলাকায় একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করি। এটি এমন একটি জায়গা, যার ৫০০ মিটারের আশেপাশে অবস্থিত:
1. United Nations Regional Office
2. World Conference Center Bonn
3. DHL Headquarters
4. Deutsche Welle Headquarters
5. দুটি নামী জার্মান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস

এই গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান বেছে নেওয়ার উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করা যে হাসিনা সরকার কি গণহত্যা বাংলাদেশে করছেন।

এটা ছিল এমন এক প্রতিবাদ, যেখানে জার্মানির ব্যস্ততম জীবনের মাঝে মানুষ জীবিকা, পরিবার, দায়িত্ব ফেলে এসেছিলেন। Cologne, Düsseldorf, Duisburg, Koblenz, এমনকি Frankfurt-এর মতো দূরবর্তী শহর থেকে প্রায় ২০০-৩০০ প্রবাসী ভাই ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এটি ছিল সাহস, দেশপ্রেম ও দায়িত্ববোধের এক অনন্য উদাহরণ।

আমরাই খালিদ মুহিউদ্দিনকে আমন্ত্রণ জানাই এই প্রতিবাদে উপস্থিত থাকার জন্য। আমরা মনে করেছিলাম, একজন অভিজ্ঞ ও কথিত ‘আন্দোলনপন্থী’ সাংবাদিক হিসেবে তার উপস্থিতি আমাদের প্রতিবাদকে আরও শক্তিশালী করবে।
কিন্তু আমরা হতবাক হয়ে লক্ষ্য করি—তিনি সরাসরি আমাদের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। বলেন, তিনি আসবেন না। তার অফিস Deutsche Welle থেকে সমাবেশস্থল মাত্র ১ মিনিট হাঁটার পথ! তবু তিনি এলেন না! তিনি আসবেন না, এতে নাকি ‘সমস্যা’ হতে পারে। শত অনুরোধেও তাকে টলানো গেল না। তার অফিসের সামনেই আমাদের প্রতিবাদ—তবু তিনি অনুপস্থিত।

প্রশ্ন জাগে—২২ জুলাই কি তার ছুটি ছিল? সেদিন কি তিনি চাইলে এক মিনিটের পথ হেঁটে আসতে পারতেন না? সমাবেশস্থল কি তার কাছে চাঁদের দূরত্বে ছিল? আসলে আসল কারণটা ছিল অন্য জায়গায়—ভয়, সুবিধা হারানোর আতঙ্ক, এবং রাজনৈতিক চাপের কাছে নতজানু আত্মা।

তিনি পরে টকশোতে বলেন, তখন তিনি ‘ছুটিতে’ ছিলেন, ‘ক্রোয়েশিয়াতে’।হাস্যকর যুক্তি! অথচ সেইদিন চাইলেই সেখানে সে সমাবেশস্থলে আসতে পারতো।

তবে আজ যখন এই আন্দোলন ইতিহাস সৃষ্টি করেছে, তখন তিনি টকশোতে বসে নিজেকে মুক্তিযোদ্ধার উত্তরসূরি সাজিয়ে বড় বড় বুলি আওড়াচ্ছেন। এটা নিতান্তই একধরনের ধৃষ্টতা ও ভণ্ডামি।এটা নিছক ভণ্ডামিও নয়, সুপরিকল্পিত সুবিধাবাদিতা, এবং নৈতিক দেউলিয়াপনা।

জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স এর গনতান্ত্রিক এক কর্মসূচি কে তারা মব বলে আখ্যায়িত করছে। সাংবাদিকদের সবকিছু করার লাইসেন্স দিচ্ছেন। দিচ্ছেন এই কারনে যে দালালদের বিতাড়িত করতে তাদের পক্ষে ন্যারেটিভ তৈরি করার মত কেউ থাকবে।তার শেষ প্রোগ্রামটি দেখার পর তার উপর থেকে জুলাইয়ের পর যতটুকু সম্মানবোধ ছিলো সেটাও চলে গেছে।

আমি এই লেখাটি লিখছি, যাতে সবাই জানে—এই খালিদ মাহিউদ্দিনদের আসল চেহারা কী। তারা মুখে যতই মুক্তচিন্তা আর স্বাধীনতার কথা বলুক, বাস্তবে তারা সুবিধাবাদী, ভীতু, এবং আন্দোলনের সময় নিরব দর্শক হয়ে বসে থাকা সুশীল।

জার্মানি থেকে লিখেছেন :
শাহরিয়ার আলম পিয়াস

সমস্যা: আমি ভিডিও বানাতে পছন্দ করি নাসমাধান: Vheer.comসমস্যা: আমি ছবি এডিট করতে জানি নাসমাধান: Gemini.google.comসমস্যা: ...
16/10/2025

সমস্যা: আমি ভিডিও বানাতে পছন্দ করি না
সমাধান: Vheer.com

সমস্যা: আমি ছবি এডিট করতে জানি না
সমাধান: Gemini.google.com

সমস্যা: ভাইরাল পোস্ট আইডিয়া মাথায় আসে না
সমাধান: Threadmaster.ai

সমস্যা: আমার ওয়েবসাইট গুগলে র‍্যাঙ্ক করতে পারছে না
সমাধান: Ranked.ai

সমস্যা: আমি Cold ইমেইল লিখতে পছন্দ করি না
সমাধান: Instantly.ai

সমস্যা: আমার কোনো প্রফেশনাল হেডশট নেই
সমাধান: FastPhoto.io

সমস্যা: প্রেজেন্টেশন বানাতে ফরম্যাটিংয়ে অনেক সময় নষ্ট হয়
সমাধান: SlidesAI.io

সমস্যা: আমি আমার ব্র্যান্ডের জন্য AI Avatar বানাতে চাই
সমাধান: Heygen.com

সমস্যা: ছোট ভিডিও এডিট করতে অনেক সময় চলে যায়
সমাধান: Submagic.co

সমস্যা: আমি কোড করতে জানি না
সমাধান: Manus.im

Submagic makes your short-form videos captivating with AI captions, b-rolls, and smart edits. Save time and grow your social media reach effortlessly.

এখন থেকে ইউরোপের শেনজেন ভুক্ত দেশ বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্...
28/09/2025

এখন থেকে ইউরোপের শেনজেন ভুক্ত দেশ বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া এবং সুইডেন ভিসা আবেদন করা যাবে ঢাকার সুইডেন এম্বাসি থেকে।
অনলাইনে আবেদনের লিংক 👇কমেন্টে


25/09/2025

_যারা ক্রিকেট খেলা বোঝেনা তারা এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে সুখী মানুষ😞💔

মমতাময়ী মা মারা গেছে কিন্তু লাশ নিয়ে যাবার মত এম্বুলেন্স নাই।তাই মমতাময়ী মায়ের লা. শের হা.ত.পা ভেঙে বাবার সাথে বস্তায় ভ...
23/09/2025

মমতাময়ী মা মারা গেছে কিন্তু লাশ নিয়ে যাবার মত এম্বুলেন্স নাই।

তাই মমতাময়ী মায়ের লা. শের হা.ত.পা ভেঙে বাবার সাথে বস্তায় ভরে সহজে পরিবহন করে শশ্মানে নিয়ে পোড়ানো হবে!

ইসলাম মানুষকে কী শিক্ষা দিয়েছে তা এই একটা ছবি নিয়ে গভীরভাবে চিন্তা করলেই সহজে বুঝতে পারবেন।

আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আপনি আমি মুসলমান । আমাদের আগমনটাও সুন্দর ভাবে হয় এই দুনিয়া থেকে যাওয়াটাও এই জন্য হলেও একশত বার পড়ুন
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম।

আলহামদুলিল্লাহ ❤️

আমার ধর্মীয় সংস্কৃতি অনেক উন্নত, অনেক মানবিক।

(ছবিটা ভারতের উড়িষ্যা রাজ্যের এক হাসপাতালের)

সংগ্রহীত

✍️ মুতলুব মানেই মামলা! আর এই মামলায় ফেঁসে শেষ হয়ে গেছে বহু প্রবাসীর জীবন।সৌদিতে মামলা খেলে করণীয় কি❓বেশিরভাগ প্রবাসী বিন...
22/09/2025

✍️ মুতলুব মানেই মামলা! আর এই মামলায় ফেঁসে শেষ হয়ে গেছে বহু প্রবাসীর জীবন।

সৌদিতে মামলা খেলে করণীয় কি❓
বেশিরভাগ প্রবাসী বিনা কারণেই মামলার শিকার হন। তাই সতর্ক থাকা অত্যন্ত জরুরি।

🔴 প্রথমে জেনে নিন মামলা হলে কি হয়
➡️ মামলা হলে সবচেয়ে আগে সৌদি থেকে বাহিরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়।
➡️ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দেশে যাওয়া সম্ভব নয়।



✅ কোনোভাবেই যা করবেন না
• ভুলেও কোনো সাদা কাগজে বা আরবি লেখা না বুঝে সই/টিপসই করবেন না।
• আপনার আবশির OTP / কোড কাউকে দেবেন না।
• Nafath অ্যাপের কোড কাউকে না দিয়ে সাবধানে ব্যবহার করবেন।
• বেতন বা চুক্তির নামে কোনো জালিয়াতিতে সই এড়িয়ে চলবেন।
• যত্রতত্র সিম কিনবেন না।
• নিজের আবশির সবসময় লক করে রাখুন, ইকামার ছবি শেয়ার করবেন না।



🟢 সমাধান ও করণীয়
1. প্রথমে মামলাকারী ও মামলার কারণ জানুন।
2. মামলা কোথায় রুজু হয়েছে ও মামলা নম্বর আবশির ওয়েব বা najiz.sa-এ চেক করুন।
3. প্রয়োজনে মুতলুব প্রিন্ট বের করে নিন।
4. সম্ভব হলে শুরুতেই মামলাকারীর সাথে সমঝোতায় আসুন।
5. সমঝোতা না হলে অবশ্যই একজন উকিলের সাহায্য নিন।
6. মামলা কোথায় হয়েছে না বুঝতে পারলে নিকটস্থ মাহকামা নিয়ামাতে যান।
7. রায় হয়ে গেলে আপিল করুন, সম্ভব না হলে সমঝোতাই একমাত্র উপায়।
8. প্রয়োজনে দূতাবাসের আইন বিষয়ক সহায়কের সাথে যোগাযোগ করুন।

Address

Al Rabowah
Riyadh

Telephone

+966505793144

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jhony's diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jhony's diary:

Share