Jhony's diary

Jhony's diary Welcome To my Page:-jhony's diary
(5)

এখন থেকে ইউরোপের শেনজেন ভুক্ত দেশ বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্...
28/09/2025

এখন থেকে ইউরোপের শেনজেন ভুক্ত দেশ বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া এবং সুইডেন ভিসা আবেদন করা যাবে ঢাকার সুইডেন এম্বাসি থেকে।
অনলাইনে আবেদনের লিংক 👇কমেন্টে


25/09/2025

_যারা ক্রিকেট খেলা বোঝেনা তারা এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে সুখী মানুষ😞💔

মমতাময়ী মা মারা গেছে কিন্তু লাশ নিয়ে যাবার মত এম্বুলেন্স নাই।তাই মমতাময়ী মায়ের লা. শের হা.ত.পা ভেঙে বাবার সাথে বস্তায় ভ...
23/09/2025

মমতাময়ী মা মারা গেছে কিন্তু লাশ নিয়ে যাবার মত এম্বুলেন্স নাই।

তাই মমতাময়ী মায়ের লা. শের হা.ত.পা ভেঙে বাবার সাথে বস্তায় ভরে সহজে পরিবহন করে শশ্মানে নিয়ে পোড়ানো হবে!

ইসলাম মানুষকে কী শিক্ষা দিয়েছে তা এই একটা ছবি নিয়ে গভীরভাবে চিন্তা করলেই সহজে বুঝতে পারবেন।

আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আপনি আমি মুসলমান । আমাদের আগমনটাও সুন্দর ভাবে হয় এই দুনিয়া থেকে যাওয়াটাও এই জন্য হলেও একশত বার পড়ুন
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম।

আলহামদুলিল্লাহ ❤️

আমার ধর্মীয় সংস্কৃতি অনেক উন্নত, অনেক মানবিক।

(ছবিটা ভারতের উড়িষ্যা রাজ্যের এক হাসপাতালের)

সংগ্রহীত

✍️ মুতলুব মানেই মামলা! আর এই মামলায় ফেঁসে শেষ হয়ে গেছে বহু প্রবাসীর জীবন।সৌদিতে মামলা খেলে করণীয় কি❓বেশিরভাগ প্রবাসী বিন...
22/09/2025

✍️ মুতলুব মানেই মামলা! আর এই মামলায় ফেঁসে শেষ হয়ে গেছে বহু প্রবাসীর জীবন।

সৌদিতে মামলা খেলে করণীয় কি❓
বেশিরভাগ প্রবাসী বিনা কারণেই মামলার শিকার হন। তাই সতর্ক থাকা অত্যন্ত জরুরি।

🔴 প্রথমে জেনে নিন মামলা হলে কি হয়
➡️ মামলা হলে সবচেয়ে আগে সৌদি থেকে বাহিরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়।
➡️ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দেশে যাওয়া সম্ভব নয়।



✅ কোনোভাবেই যা করবেন না
• ভুলেও কোনো সাদা কাগজে বা আরবি লেখা না বুঝে সই/টিপসই করবেন না।
• আপনার আবশির OTP / কোড কাউকে দেবেন না।
• Nafath অ্যাপের কোড কাউকে না দিয়ে সাবধানে ব্যবহার করবেন।
• বেতন বা চুক্তির নামে কোনো জালিয়াতিতে সই এড়িয়ে চলবেন।
• যত্রতত্র সিম কিনবেন না।
• নিজের আবশির সবসময় লক করে রাখুন, ইকামার ছবি শেয়ার করবেন না।



🟢 সমাধান ও করণীয়
1. প্রথমে মামলাকারী ও মামলার কারণ জানুন।
2. মামলা কোথায় রুজু হয়েছে ও মামলা নম্বর আবশির ওয়েব বা najiz.sa-এ চেক করুন।
3. প্রয়োজনে মুতলুব প্রিন্ট বের করে নিন।
4. সম্ভব হলে শুরুতেই মামলাকারীর সাথে সমঝোতায় আসুন।
5. সমঝোতা না হলে অবশ্যই একজন উকিলের সাহায্য নিন।
6. মামলা কোথায় হয়েছে না বুঝতে পারলে নিকটস্থ মাহকামা নিয়ামাতে যান।
7. রায় হয়ে গেলে আপিল করুন, সম্ভব না হলে সমঝোতাই একমাত্র উপায়।
8. প্রয়োজনে দূতাবাসের আইন বিষয়ক সহায়কের সাথে যোগাযোগ করুন।

আপনি আমার মতো ছবি বানাতে পারবেন এআই দিয়ে। এজন্য Google Gemini খুলে নিজের চেহারার একটা ছবি আপলোড করে নিচের এই Prompt কপি ...
18/09/2025

আপনি আমার মতো ছবি বানাতে পারবেন এআই দিয়ে। এজন্য Google Gemini খুলে নিজের চেহারার একটা ছবি আপলোড করে নিচের এই Prompt কপি করে পেস্ট করলেই ছেলেদের এরকম ছবি বানিয়ে দিবে।
Prompt first comment

How to make this in Google Nano Banana-Open Gemini (Nano Banana)-Upload your Photo-Paste this PromptFigurine Details: A ...
09/09/2025

How to make this in Google Nano Banana
-Open Gemini (Nano Banana)
-Upload your Photo
-Paste this Prompt

Figurine Details: A 1/7 scale figurine of a character from an unspecified “picture,” rendered in a realistic style, made of PVC, and placed on a computer desk. It should have a round, transparent acrylic base without text.
Environment Details: The background should be indoors, and the computer screen should display the brush modeling process of the figurine.
Packaging Details: A BANDAI-style toy packaging box with original artwork and two-dimensional flat illustrations should be placed next to the computer screen. A model packaging box with the character printed on it should be behind the figurine.

“ভাই, মরিচ কত করে?”--“ভাই, মরিচ এইগুলি বেচুম না।”স্টেশনের প্ল্যাটফর্মটা তখনও অনেকটাই ফাঁকা। ট্রেন আসতে আরো কিছুটা সময় বা...
27/08/2025

“ভাই, মরিচ কত করে?”
--“ভাই, মরিচ এইগুলি বেচুম না।”

স্টেশনের প্ল্যাটফর্মটা তখনও অনেকটাই ফাঁকা। ট্রেন আসতে আরো কিছুটা সময় বাকি। ঘড়ির কাঁটা তখন সবে আটটা ছুঁই ছুঁই। হঠাৎ চোখে পড়লো, একজন লোক, পরনে টি-শার্ট আর লুঙ্গি, মলিন তার পায়ের স্যান্ডেল, বসে আছেন রেললাইনের উপর, পাশে একটা বড় পলিথিনের ব্যাগ। ব্যাগ ভর্তি লাল আর সবুজ বোম্বাই মরিচ।

কৌতূহল বসত জিজ্ঞেস করলাম, “ভাই, মরিচ কত করে?”
জিজ্ঞেস করতেই লোকটি মাথা নিচু করে বলল, “ভাই, মরিচ এইগুলি বেচুম না।”

আমার কৌতূহল বেড়ে গেল।
ব্যাগ ভর্তি মরিচ নিয়ে বসে আছেন, অথচ বলছেন বেচবেন না? আমি হেসে বললাম, “মরিচ নিয়ে বসে আছেন আর বলছেন বেচবেন না! কাহিনী কী ভাই?”

লোকটি মাথা নিচু করে ছিল, মুখ তুলতেই বুঝতে পারলাম এতক্ষন কান্না করছিলো। চোখে পানি আর কান্না জড়ানো কণ্ঠে লোকটি যা বললো শুনে আঁতকে উঠলাম।
ঠোঁট কাঁপছিলো তার, কণ্ঠে অসহায়ত্ব আর কান্নার মিশ্র ধ্বনি।

“এই মরিচগুলা আমি আমার মাইয়ার জন্য আনছিলাম, ভাই, কিন্তু আমার মাইয়াটা আর নাই, আর আমার নিজের কিছুই নাই।”

আমি চুপ করে গেলাম। আমার মনে হল সময় থেমে গেছে।
আমি বসে পড়লাম তার পাশে, রেললাইনে। বললাম, “মেয়ের জন্য মরিচ আনছিলেন কেন? আর মেয়ে নাই মানে, কি হইছে আপনার মেয়ের?”

আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল লোকটি । একটু সময় নিলো-
আমার বাড়ি কালীগঞ্জ আড়িখোলা, ছোড একটা জমি আছে, তাতেই ক্ষেত খামারি করতাম।
আমার একটাই মাইয়া, নাম রাখছিলাম রুহি। ফুটফুইট্টা মাইয়াডা আমার সারাক্ষন খালি হাসতো। বকলেও হাসতো, মারলেও হাসতো। জন্মের সময় ওর মায় মইরা গেছিলো। এই একটা মাইয়ার মুখের দিকে চাইয়াই বাইচা আছিলাম।

রুহির বয়স এহন সাত, তিন মাস ধইরা জ্বর, ওষুধেও জ্বর কমে না । গেরামে ডাক্তার দেখাইলাম, কইলো নরমাল জ্বর, সাইরা যাইবো।
কিন্তু জ্বর কমে না, মাইয়াডা আমার আর হাসে না, খালি চাইয়া থাকে, কি জানি কইতে চায়, বুকের মইদ্দে তার কত কতা জইম্মা আছে কিন্তু মুখ ফুইট্টা কইতে পারে না।
শহরে নিয়ে আইলাম, ডাক্তার পরীক্ষা কইরা কইলো, লিউকেমিয়া।

খালি দেখলাম মাইয়াডা কেমন হুগায়া যাইতাছে, চুলডি সব পইড়া যাইতাছে, আর দিনে দিনে চোক দুইডা কেমন ঘোলা হইয়া যাইতাছে।
রুহি একদিন কইলো, “আব্বা, আমি মরতাম চাই না। আমি স্কুলে যামু, ডাক্তার হমু , তোমার লাইগা টাকা কামাই করমু।”

জমিডা বেইচা দিলাম, একটা দুধের গরু আছিলো, হেইডাও বেইচা দিচ্ছি, তাও টেহা কম পরে।
চক্ষে মুখে আন্ধার দেহি, একটা মাত্র মাইয়া আমার, তারে কি বাচাইতে পারুম না?

একদিন রুহি কইলো, “আব্বা, তুমি বাড়িত গেলে আমার লিগ্গা লাল-সবুজ রঙ্গের বোম্বাই মরিচ আনবা।”
আমি কইছিলাম, “ব্যাগ ভইরা তোর লাইগা বোম্বাই মরিচ আনমু মা।”

শুইন্না হেইদিন কি সুন্দর হাসি সে দিছিলো, কেডায় জানতো ওই আমার মায়ের শেষ হাসি।

গতকাল কেমোথেরাপি দেওনের পর বাড়িত গেছিলাম, কয়ডা টেহা ধার করেনের লেইগ্গা। আইজকা সকালে ট্রেনে কইরা আহনের সময় হাসপাতাল থন ছোড বাই ফোন দিয়া কইলো আমার রুহি আর নাই।

টেরেনের মইদ্দে হাজার হাজার মানুষ, দুনিয়াডা জুইড়া কোটি কোটি মানুষ, কিন্তু আমার এই দুনিয়াতে আর কেউ নাই, আমার আর কিছুই নাই এই এক ব্যাগ লাল-সবুজ বোম্বাই মরিচ ছাড়া. আমি এই মরিচ কাউরে দিমু না বাই, কাউরে না।

আমার ট্রেন চলে এসেছে, কিন্তু আমার পা জোড়া এতটাই ভারী হয়ে গিয়েছিলো যে সেখান থেকে উঠে আমার ট্রেন পর্যন্ত যাওয়ার শক্তি ছিল না।

আমি কিছু বলার মতো শব্দ খুঁজে পাচ্ছিলাম না। চারপাশে শহরের কোলাহল, ট্রেন প্লাটফর্ম থেকে বের হয়ে গেলো বাঁশি বাজিয়ে, এর সবই যেন এক অসহায় বাবার কান্নায় মিশে যাচ্ছিলো।

গলার কাছে কান্না টা দলা পাকিয়ে উঠেছিল আমার। কি শান্তনা তাকে আমি দিবো, কোন ভাষায় তাকে আমি ভোলাব সে আমার জানা ছিল না।

অনেক কষ্টে বললাম, “হাসপাতালে যান, মেয়েকে নিয়ে বাড়িতে যান. আপনার মেয়ের শেষ ইচ্ছা ছিল বোম্বাই মরিচ খাওয়ার। তার কবরে অনেক গুলো বোম্বাই মরিচের গাছ লাগিয়ে দিবেন।
আর দোয়া করি আল্লাহ আপনাকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দিন।“

পকেট থেকে কিছু টাকা বের করে তার হাতে দিতেই সে বললো, “বাই আমার টেহার দরকার নাই আর”, আমার রুহি নাই, টেহা দিয়া আমি আর কি করমু”?
এই দুনিয়াতে আমার কষ্টের কথা শোনার আর কেউ নাই, আপনি শুনছেন, এটুকুই যথেষ্ট।

তার হাতটা শক্ত করে ধরলাম। বললাম, “রুহির নামে আমিও একটা বোম্বাই মরিচের গাছ লাগাবো, আরও যারা রুহির কথা জানবে সবাইকে বলবো একটা করে গাছ রুহির নামে লাগাতে, রুহি আমাদের মাঝে বেঁচে থাকবে”।

চোখ থেকে তার তখন অনবরত পানি পড়ছিলো, ঠোঁট কাঁপছিলো, শুধু হাতটা শক্ত করে ধরে রাখা ছাড়া আর কিছুই বলতে পারছিলো না ।

আমার ট্রেন আসে, জীবিকার প্রয়োজনে আমাকে তার হাত ছাড়িয়ে ছুটতে হয় ট্রেন ধরবার জন্য। সবার গন্তব্য আছে, তাড়া আছে, রুহির বাবার কোনো গন্তব্য নেই, আর কোনো তাড়া নেই। মেয়ের ওষুধ কিনবার জন্য তাকে আর ছুটতে হবে না, চিকিৎসার টাকা জোগাড় করবার জন্য আর এর ওর কাছে হাত পাততে হবে না। রুহির কথা আমরা হয়তো ভুলে যাবো, ছোট্ট রুহি যে জীবনের শেষ আবদারে তার বাবার কাছে বোম্বাই মরিচ খেতে চেয়েছিলো । আমাদের সন্তানের মাঝে ছায়া হয়ে রুহি বেঁচে থাকুক। ❤️❤️❤️

লেখা ও পিক: কায়েস হোসেন

21/07/2025

বিমান দুর্ঘটনার পর রহস্যময় ফেসবুক পোস্ট ভাইরাল বিস্তারিত কমেন্টে…..🤔🤔

16/07/2025

কিভাবে সৌদি পুলিশ ক্লিয়ারেন্স করবেন || how to get saudi police clearance ||

Address

Al Rabowah
Riyadh

Telephone

+966505793144

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jhony's diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jhony's diary:

Share