ইচ্ছে-wish 2

ইচ্ছে-wish 2 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ইচ্ছে-wish 2, Digital creator, GGXH+WJF Tuwaiq, Riyadh.

🤲 Alhamdulillah for everything 🤲

****যদি তুমি টাকা চাও ****
****তাহলে আমি শুন্য, ****
* ***যদি তুমি বিশ্বাস চাও****
*** আমি পরিপূর্ণ,,,�****

সৌদি প্রবাসী রুবিনা। দেশে রেখে যাওয়া অসুস্থ বাচ্চার অপারেশন করাতে বৃহস্পতিবার সকাল ঢাকায় পৌঁছান। এয়ারপোর্ট থেকে বের হয়ে ...
06/07/2025

সৌদি প্রবাসী রুবিনা। দেশে রেখে যাওয়া অসুস্থ বাচ্চার অপারেশন করাতে বৃহস্পতিবার সকাল ঢাকায় পৌঁছান। এয়ারপোর্ট থেকে বের হয়ে পার্কিং এরিয়ায় ঢুকতেই..
- বইন কই যাবা?
- জয়পুর হাট
- আরে কও কি বইন! আমার বাড়ি দিনাজপুরের হিলি! আমিও ঐ দিক যামু
- এয়ারপোর্টে কেনো আসছেন?
- একমাত্র বইনকে এট্টু আগে দুবাইতে পাঠাইয়া দিলাম। পরানডা ছিঁ&%ড়া যাইতাছে বইন 🙁
কাছাকাছি এলাকার অপরিচিত তাজুলকে পেয়ে রুবিনা মনে জোর পেলেন। একসাথে বাসে উঠে গাবতলীর উদ্দেশ্যে রওয়ানা হলেন। পথিমধ্যে ভাই-বোন অনেক সুখ-দুঃখের গল্পও করলেন। স্বামীর সাথে ডিভোর্স, একমাত্র বাচ্চার মায়া ছেড়ে বাচ্চার ভবিষ্যত গড়তেই বিদেশ গমন, আরও কতকি!
ফার্মগেটে বাস পরিবর্তন। রুবিনার ক্ষুধা পেয়েছে। ভাই তাজুল চট করে পাউরুটি আর পানি কিনে নিয়ে আসলেন। রুবিনা টাকা দিতে চাইলে তাজুল দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, "তুমি সত্যই আমার বোন হলে আজ এমন করে টাকা দিতে চাইতে না। আসলে পর কখনো আপন হয় না 🙁"
বাস গাবতলীর পথে। রুবিনা পাউরুটি খেয়ে বোতলের মুখে পানি খেতে গিয়ে একটু পানি মুখ বেয়ে পড়ছিলো। ভাই তাজুল নিজের রুমাল বের করে সযত্নে পানি মুছে দিলেন।
রুবিনা বুঝতে পারছে, রুমালের ছোঁয়ায় তার সেন্স কমে আসছে, চোখ বন্ধ হয়ে আসছে। ভাই সাহেব রুবিনার ভ্যানিটি ব্যাগ খুলে সবগুলো টাকা পকেটে ঢুকাচ্ছেন। রুবিনা চেয়ে চেয়ে দেখছেন, কিন্তু কিছুই বলতে পারছেন না। রুমালের জাদুতে হ্যাং হয়ে স্ট্যাচু বনে গেছেন।
তাজুল টাকা মোবাইলসহ দামী জিনিষপত্র নিয়ে ভাইয়ের আদরে রুবিনার মাথায় হাত বুলিয়ে নেমে পড়লেন। মিনিট পাঁচেক পর রুবিনার হাতমুখ সচল হলেও কান্না ছাড়া কোনও গতি নেই।
বাচ্চার হা&%র্নিয়ার অপারেশন করতে আনা সবগুলো টাকা উধাও। বাস ভাড়া দেয়ার টাকাও নেই। পাশের এক ভদ্রলোক এক'শ টাকা দিয়ে সাহায্য করলেন।
রুবিনা ঘুরে দাঁড়ালেন। বাস থেকে নেমে ভ্যানিটি ব্যাগ ঘেটে ঢাকায় শম্পার বাসার ঠিকানা লেখা কাগজটা বের করলেন। শম্পা তার সাথে সৌদিতে কাজ করে। সাত আট দিন আগে দেশে আসছে।
শম্পার বাসা থেকে রুবিনা পরপর তিনদিন এয়ারপোর্ট এলাকায় চি&%রুনি অভিযানে আসেন। আজ চতুর্থ দিন তিনি সফল, ভাই তাজুল তার চোখ এড়াতে পারেননি।
ঠিক একই জায়গায় আজ তাজুল আরেক বিদেশ ফেরত পুরুষ যাত্রিকে বলছিলেন, "একটু আগে ছোট ভাইটারে বিদেশ পাঠাইলাম 🙁 পরানডা.."
'পরানডা ছিঁ&%ড়ার' আগেই বাঘিনীর মত ক্ষীপ্র বেগে রুবিনা তার কলার ধরে উত্তম ম&%ধ্যম দেয়া শুরু করেন। এরপর...যা হবার তাই হলো
বি:দ্র: এইরকম প্রতারক থেকে সাবধান। কপি পোস্ট

আলহামদুলিল্লাহইতিহাসে লেখা থাকবে! যখন ইহুদিদের ভয়ে মুসলিম দেশের শাসকরা চুপ হয়ে আছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়ে চুপসে আছ...
19/06/2025

আলহামদুলিল্লাহ
ইতিহাসে লেখা থাকবে! যখন ইহুদিদের ভয়ে মুসলিম দেশের শাসকরা চুপ হয়ে আছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়ে চুপসে আছে বিশ্ব।
তখনি এই ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ্ আল খামেনি মাথা নত না করে
একাই লড়াই করে যাচ্ছেন দখলদার অশুভ শক্তির বারুদ ইজরাইল ইহুদি বাহিনীর বিরুদ্ধে!

মহান আল্লাহ্ আপনার প্রতি সহায় হোক। আমিন।

With ইচ্ছে-wish 2 – I'm on a streak! I've been a top fan for 12 months in a row. 🎉
15/06/2025

With ইচ্ছে-wish 2 – I'm on a streak! I've been a top fan for 12 months in a row. 🎉

এটা ডাক্তার সাহেব এর চেম্বার এর দরজা। এরা রোগি নয়, তবে রোগিকে মারার জন্য ডাক্তার কে ব্যাবহার করতে লাইন ধরে অপেক্ষায়। হাস...
15/06/2025

এটা ডাক্তার সাহেব এর চেম্বার এর দরজা। এরা রোগি নয়, তবে রোগিকে মারার জন্য ডাক্তার কে ব্যাবহার করতে লাইন ধরে অপেক্ষায়।

হাসপাতালগুলোতে যেখানে রুগীর সিরিয়াল থাকার কথা, সেখানে দেখা যায় ঔষধ কোম্পানীর রিপ্রেজেন্টটেটিভদের সিরিয়াল।

আর ডাক্তার সাহেবরা যত ঔষধ লিখবে তত বেশি কমিশন। যেখানে রুগীরে এক রকমের ঔষধ দিলে ভালো হয়ে যাবে সেখানে দেওয়া হচ্ছে কয়েক রকমের ঔষধ। এ যেন এক মহামারি ব্যবসা,,,,,,

আলহামদুলিল্লাহ
14/06/2025

আলহামদুলিল্লাহ

অহংকার ছাড়া একজন মানুষ হামজা চৌধুরী  ভাইয়ের সাথে❤️MD NazmulMD Nazmul
12/06/2025

অহংকার ছাড়া একজন মানুষ হামজা চৌধুরী ভাইয়ের সাথে❤️
MD NazmulMD Nazmul

11/06/2025

সে আর সেই..💔
ফিলিস্তিনের কারো পরিবারের এক টুকরা জান্নাত😊

হে যুবক ! ঊত্তাল তরঙ্গে তরঙ্গায়িত যুবতির রুপ যৌবনের প্রদীপ একদিন অক্কা পাবে, তুমি সেই ক্ষনিকের স্বাদ উপভোগের জন্য তার পি...
02/06/2025

হে যুবক ! ঊত্তাল তরঙ্গে তরঙ্গায়িত যুবতির রুপ যৌবনের প্রদীপ একদিন অক্কা পাবে, তুমি সেই ক্ষনিকের স্বাদ উপভোগের জন্য তার পিছে পড়ে সুন্দর কে অসুন্দর করো না।

কপালে সুখ লেখা না থাকলে,সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই।এতে হয়ত কপাল যথেষ্টই ফোলে,কিন্তু ভাগ্য একটুও ফোলে না।
30/05/2025

কপালে সুখ লেখা না থাকলে,সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই।এতে হয়ত কপাল যথেষ্টই ফোলে,
কিন্তু ভাগ্য একটুও ফোলে না।

29/05/2025

অন্ধ সে নয় যে দেখতে পায় না চোখে। অন্ধ তো সেই, যে নিজের দোষকে লুকায়।

Address

GGXH+WJF Tuwaiq
Riyadh
14933

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইচ্ছে-wish 2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share