18/05/2025
বর্তমানে সৌদি আরবে সবচেয়ে স্কিলফুল বা দক্ষতাভিত্তিক কাজগুলোর চাহিদা অনেক বেড়েছে, বিশেষ করে ভিশন 2030 অনুযায়ী দেশটির অর্থনৈতিক বৈচিত্র্য আনতে নানা খাতে উন্নয়ন চলছে। নিচে কিছু জনপ্রিয় ও বেশি চাহিদাসম্পন্ন স্কিলফুল কাজের তালিকা দেওয়া হলো:
🛠️ ১. আইটি এবং টেকনোলজি সেক্টর
সফটওয়্যার ডেভেলপার
সাইবার সিকিউরিটি এক্সপার্ট
ক্লাউড কম্পিউটিং স্পেশালিস্ট
ডেটা অ্যানালিস্ট ও ডেটা সায়েন্টিস্ট
নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার
🏗️ ২. ইঞ্জিনিয়ারিং সেক্টর
ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার
মেকানিক্যাল ইঞ্জিনিয়ার
সিভিল ইঞ্জিনিয়ার
HVAC টেকনিশিয়ান
অটোক্যাড/ডিজাইন ইঞ্জিনিয়ার
⚙️ ৩. টেকনিক্যাল ও ভোকেশনাল কাজ
ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান
ওয়েল্ডার (বিশেষ করে আর্ক ও টিগ ওয়েল্ডার)
মেশিন অপারেটর
CNC মেশিন অপারেটর
প্লাম্বার
🚗 ৪. অটোমোটিভ ও মেকানিক্যাল সার্ভিস
গাড়ির ইঞ্জিন মেকানিক
অটোমোবাইল ইলেকট্রিশিয়ান
গাড়ির এয়ারকন্ডিশনিং এক্সপার্ট
🧰 ৫. বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স সার্ভিস
ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান
ইলেকট্রনিক রিপেয়ার এক্সপার্ট (যেমন: মোবাইল, টিভি, ফ্রিজ)
🏥 ৬. হেলথ কেয়ার সেক্টর
নার্স (বিশেষ করে ফিলিপাইনের নার্সদের ব্যাপক চাহিদা)
ফার্মাসিস্ট
ল্যাব টেকনিশিয়ান
এক্স-রে টেকনিশিয়ান
📊 ৭. অ্যাকাউন্টিং ও ফাইনান্স
অ্যাকাউন্টেন্ট (সৌদি আইন অনুযায়ী SOCPA সার্টিফিকেশন থাকলে অগ্রাধিকার)
অডিটর
ফিনান্স অ্যানালিস্ট
📱 ৮. ডিজিটাল মার্কেটিং ও কনটেন্ট ক্রিয়েশন
সোশ্যাল মিডিয়া ম্যানেজার
গ্রাফিক ডিজাইনার
ভিডিও এডিটর
ইউটিউব/টিকটক কনটেন্ট এক্সপার্ট