AJRSH

AJRSH ABDUR RAHMAN

15/06/2025
বন্ধু
26/05/2025

বন্ধু

20/04/2025

ইউনিভার্সিটি ক্যাম্পাসে একটা ছেলে হাসছিল আর সিঙ্গারা খাচ্ছিল।

পাশ দিয়ে যাওয়া দুটো মেয়ের মনে হলো, ছেলেটা মেয়ে দুটোকে টিজ করেছে। মেয়েদের খুব ইগোতে লাগল। তারা প্রক্টরের কাছে বিচার দিলো। প্রক্টর ডেকে ছেলেটাকে বকাঝকা করল৷ ছেলেটা মেয়ে দুটোকে স্যরিও বলল।

কিন্তু, মেয়ে দুটোর ক্ষোভ মিটল না। তারা তাদের বয়ফ্রেন্ডকে গিয়ে ছেলেটার ব্যাপারে নালিশ দিলো। ছেলে দুটো ওই এলাকার গুণ্ডাদের খবর দিলো। গুণ্ডার দল এসে, ক্যাম্পাসের মধ্যে একটা ছেলেকে নৃসংসভাবে Ku pi য়ে গেল এবং ছেলেটা মারা গেল।

কী সাবলীলভাবে বলে গেলাম, তাই না? যেন একটা নাটক সিনেমার স্ক্রিপ্ট, একটার পর একটা দৃশ্য সাজানো।

এই যে একটা ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র, একেবারে বিনা কারণে, তুচ্ছতম ঘটনাতে প্রাণ হারাল, তার বাবা মা’র কাছে, তার ভাই আর বোনের কাছে কী জবাব দেবে এই রাষ্ট্র? এই বিশ্ববিদ্যালয় প্রশাসন?

আর, ইন্টেরিম সরকার?

ঘটনার সিসিটিভি ফুটেজ আছে৷ প্রক্টর মেয়ে দুটোকে চেনেও। মেয়ে দুটোকে ধরলে তাদের বয়ফ্রেন্ডদের ধরা যাবে। তাদের বয়ফ্রেন্ডদের ধরলে গুন্ডাদের টানা যাবে। উক্ত ঘটনা অনেকগুলো লোকের সামনেই ঘটল। অথচ, চব্বিশ ঘণ্টা পার হতে চলল, কিন্তু এখনও একটা অপরাধীকেও তারা গ্রেফতার করতে পারল না!!

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহতের ঘটনা সরকারে, মিডিয়ায়, টকশোতে, আইনে আর আদালতে জায়গা পাচ্ছে না, আমি আর আপনি, আম জনতার তাহলে কী অবস্থা হবে বুঝুন একবার!

✍️ #আরিফ_আজাদ

এইডা ইডিট
14/04/2025

এইডা ইডিট

13/04/2025

lyricsat-كلمات اغاني

يحبك قلبي
نادر الشراري
كلمات اغنية يحبك قلبي نادر الشراري
يحبك قلبي والاعجب
احبك كثر ماحبك
تخيّل من كبر حبّك
توزّع بيني وبينه

وروحي يابعد روحي
هناها صارت بجنبك
وعمري يابعد عمري
فداك لاخر سنينه

انا ماعدت ابد اهنا
اذا ما صرت انا قربك
واذا تبعد حبيبك ما
تفارق دمعته عينه

تمنّيتك ولا ودّي
ولا اطمح سوا قلبك
يعرف اني تحت امره
وامري صار بيدينه
يحبك قلبي

يحبك قلبي والاعجب
احبك كثر ماحبك
تخيّل من كبر حبّك
توزّع بيني وبينه

وروحي يابعد روحي
هناها صارت بجنبك
وعمري يابعد عمري
فداك لاخر سنينه

حبيبي والخطا منك
غفرته وان كبر ذنبك
بقول الذنب اصلاً يا
حبيبي ما اذكره وينه

انا المعمي عن عيوبك
واصدق صدقك وكذبك
اشوفك في عتم عمري
ضياه وكل تلوينه

حبيبي سهل في حبك
ولكن بالوصل صعبك
تعدّا قدرتي ومثلي
يبيك بوقته وحينه

اشوف اني انا الابدا
في ضيقت وقتك ورحبك
وحجم الحب لك والله
ابعجز كيف تدوينه
يحبك قلبي

يحبك قلبي والاعجب
احبك كثر ماحبك
تخيّل من كبر حبّك
توزّع بيني وبينه

وروحي يابعد روحي
هناها صارت بجنبك
وعمري يابعد عمري
فداك لاخر سنينه

08/04/2025

একদিন আমি শেরওয়ানী পড়ে নতুন বর সাজবো,আর তুমি পড়বে নীল শাড়ী,যদিও বিয়েতে সবাই লাল শাড়ী পড়ে থাকে,কিন্তু যানো তো আমার না লাল শাড়ী তেমন একটা পছন্দ না,তায় আমি তোমাকে নীল শাড়ী পড়তেই বলবো,আর গহনা তুমি তোমার ইচ্ছে মত পড়েনিও।
জানো আমাদের পূনর্বিবাহ তে আমি টিক করেছি, তেমন বড় করে কোন আয়োজন করবোনা,গোঠাকয়েক লোক থাকবে,শুধু আমাদের পরিবারের,আমার আবার এত ঝামেলা ভালো লাগেনা,বিয়েতে এতলোকের হট্টগোল আমি তা নিতে পারিনা,তবে আল্লাহ তাওফিক দিলে,আমাদের পূনর্বিবাহতে বেএএএশ বড়করে একটা খাওয়ার আয়োজন করবো,যাতে মেনু থাকবে অত্যাধুনিক,অসংখ্য মানুষকে দাওয়াত দেওয়া হবে,তখন কাছথেকে মানুষের ভীড় দেখবো,আর আমার হাতটা থরথর করে কাপতে কাপতে তোমার চামড়া মুড়ে যাওয়া হাতের মধ্যে আলতো করে ধরে বলবো,দেখ বলেছিলাম রানী করে রাখবো,পারিনি তবে চেষ্টায় কোন কমতি রাখিনি। আর তুমি বলবে তোমাকে আমাদের বিয়ের পরে বলেছিলাম না বিয়ের যারা এখন আমাদের নিয়ে উপহাস করছে,তারা একদিন আমাদের ভালাবাসা দেখে হিংসা করবে।দেখ দেখ চেয়ে দেখ ভালো করে ওই যে তারা, তারাই তো আমাদের কে মেনে নিতে চায়নি।দুজনের দীর্ঘস্বাস

31/03/2025

আত্মীয় স্বজনদের কবর যিয়ারত করবেন,গরিব মানুষদের খোঁজ খবর নিবেন,তাদের ভবিষ্যৎ ভালো করার চিন্তা করবেন,নিজের সন্তানদের সাথে তাদের পরিচয় করিয়ে দিবেন।
শুনেছি ডঃ মুহাম্মদ ইউনুছ স্যারের মুখ থেকে।

নাটকবাজ
10/03/2025

নাটকবাজ

10/03/2025

ধর্ষকের সর্বোচ্চ সাস্তি হওক

12/02/2025

কফি দা নাটক কম কর পিও,এ দেশের মানুষ এত বোকা না।
কোনটা অভিনয় আর কোনটা রিয়েল সবাই বুঝে।

Address

Riyadh

Alerts

Be the first to know and let us send you an email when AJRSH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AJRSH:

Share