HASO KENO 97

HASO KENO 97 ALHAMDULILLAH FOR EVERYTHING ��

With M.Kamrul Hasan  – I just got recognized as one of their top fans! 🎉
02/07/2025

With M.Kamrul Hasan – I just got recognized as one of their top fans! 🎉

Follow M.Kamrul Hasan  page
17/06/2025

Follow M.Kamrul Hasan page

29/05/2025
17/12/2024
24/12/2023

আপু যখন প্রেমে ছ্যাখা খায় 🤣🤣

24/12/2023

টিকটকার মানুনের দিন শেষ বিডি ইমরানের বাংলাদেশে🤣🤣

12/12/2023

আজকে কান্না করে করে নিজের স্বামীর নামে অপবাদ দিচ্ছে🥺
কাল যখন সব ঠিক হয়ে যাবে আগের মত করে অপবাদ দেয়া সেই স্বামীটাই হবে সবার সেরা 🥀

এরই নাম বেডী মানুষ

09/12/2023

লাইক, কমেন্ট শেয়ার দিয়ে KENO 97 এর পাশেই থাকুন।

07/12/2023

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন লোগো থেকে ‘হে প্রভু তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও’ কুরআনিক বাক্যটি সরিয়ে দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে এদেশের ধর্মপ্রাণ মানুষেরা যে ভীষণভাবে মর্মাহত ও সংক্ষুব্ধ হয়েছে, বলার অপেক্ষা রাখে না।

আমরা অনেকেই ধর্মকে উন্নতি ও অগ্রগতির পথে বাধা মনে করছি। অথচ মালয়েশিয়া-সহ পৃথিবীর বহু মুসলিম দেশের রন্ধ্রে রন্ধ্রে ইসলামি মূল্যবোধ ও আদর্শ বহাল থাকার পরও তারা উন্নতির চরম শিখরে পৌঁছেছে।

শুধু তাই নয়, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, ডেনমার্ক-সহ অনেক খ্রিষ্টান প্রধান দেশের জাতীয় পতাকায় খোচিত আছে তাদের ধর্মীয় নিদর্শন ক্রুশের চিহ্ন। পৃথিবীর বহু দেশের জাতীয় সংগীতে উজ্জ্বল হয়ে আছে তাদের ধর্মের অনুষঙ্গ।

এমনকি যাদেরকে আমরা উন্নয়নের রোল মডেল মনে করি, যাদের উন্নতি দেখে আমরা দিবারাত্র ঈর্ষা করি, সেই তাদের ডলারের গায়ে লেখা আছে IN GOD WE TRUST।

ধর্ম তাদের উন্নতি ও অগ্রগতির পথে বাধা হলো না, অথচ উন্নতির দোহাই দিয়ে আমরা নানাভাবে ধর্মীয় অনুষঙ্গ ছাঁটাই করে চলেছি। এটা করে আমরা কতটুকু উন্নত হতে পেরেছি তা উল্লিখিত দেশগুলোর সাথে নিজেদের তুলনা করলেই স্পষ্ট হয়ে যায়।

পৃথিবীর প্রায় সকল সভ্যতা ধর্মীয় বিশ্বাসের ওপর নির্ভর করে গড়ে উঠেছে। এ কারণে ধর্মের কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। যারা উন্নয়নের দোহাই দিয়ে ধর্ম ত্যাগ করছে, তারা মূলত বিশ্বসভ্যতার সাথে বিশ্বাসঘাতকতা করছে।

আজ একটি জাতীয় প্রতিষ্ঠানের লোগো থেকে কুরআনিক বাক্য সরিয়ে দেওয়া হলো। কাল অন্য জায়গা থেকে যে সরিয়ে দেওয়া হবে না, তার কোনো নিশ্চয়তা নেই। এভাবে চলতে থাকলে একদিন মুসলিম নামটাই আমাদের কাছে লজ্জার কারণ হয়ে উঠবে।

সুত্র:- শায়েখ আহমাদুল্লাহ (র)

07/12/2023

মন খুলে হাসতে চাইলে ভিডিও টা দেখুন 🤣🤣

আলহামদুলিল্লাহসুম্মাহ আলহামদুলিল্লাহ... ❤️🤲মুফতি আমির হামজা ভাই এখন মুক্ত বাতাসে।দীর্ঘ ৯২৫ দিন কারাভোগের পর কিছুক্ষণ পূর...
07/12/2023

আলহামদুলিল্লাহ
সুম্মাহ আলহামদুলিল্লাহ... ❤️🤲
মুফতি আমির হামজা ভাই এখন মুক্ত বাতাসে।
দীর্ঘ ৯২৫ দিন কারাভোগের পর কিছুক্ষণ পূর্বে কাশিমপুর কারাগার থেকে এখন তিনি মুক্ত আকাশে।
আল্লাহ উনাকে হেফাজত করুক,,, আমিন।

ইসলামের বিজয় হবেই হবে ইনশা আল্লাহ ✌️✌️

05/12/2023

কান্ড দেখুন আর হাসুন 🤣🤣

Address


Alerts

Be the first to know and let us send you an email when HASO KENO 97 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share