15/09/2025
🛫 আপনি কি বিদেশ আসতে চাচ্ছেন? তাহলে পোস্টটা আপনার জন্য!
প্রবাসে আসা যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটাই ভয়াবহ 😔
সবচেয়ে বড় ভুল হলো কোনো কাজ না জেনে বিদেশ আসা।
👉 কাজ না জানলে কী হয় জানেন?
🔴 প্রথমেই কাজ পাওয়া কঠিন হয়ে যায়।
অনেকে মাসের পর মাস বেকার ঘুরে বেড়ায়, শেষমেশ ভিজিট ভিসার মেয়াদ ফুরিয়ে যায়।
🔴 কফা (কাফালা) হওয়া সহজ হয় না।
কাজ না জানলে স্পন্সর নিতে চায় না, আর নিলেও টিকিয়ে রাখে না।
🔴 মানসিক চাপ ভয়াবহ।
কাজ না জানলে কফিলের বকাঝকা, সহকর্মীদের তাচ্ছিল্য, খাবার-ঘুম সব কিছু কষ্টের হয়ে দাঁড়ায়।
🔴 “কিছুদিন কষ্ট করলে ঠিক হয়ে যাবে”—এই ভাবনা ভুল।
বাস্তবতা হলো প্রতিদিনই নতুন ধাক্কা, নতুন সংগ্রাম। কাজ না জানা মানুষকে প্রবাসে বেঁচে থাকার লড়াই প্রতিদিন করতে হয়।
👉 তাই বিদেশে আসার আগে হাতের কাজ শিখে আসুন।
ড্রাইভিং, ইলেকট্রিশিয়ান, প্লাম্বিং, ওয়েল্ডিং, কাঠমিস্ত্রি বা মোবাইল/কম্পিউটার সার্ভিস—যে কোনো দক্ষতা আপনার জীবন বাঁচাতে পারে।
দক্ষতা থাকলে কাজ আছে, সম্মান আছে, ভালো বেতন আছে।
দক্ষতা না থাকলে প্রবাস কষ্টের নয়—ভয়াবহ হয়ে যায়। ✊
#প্রবাসজীবন #প্রবাসেরবাস্তবতা #বিদেশযাত্রা #দক্ষতাইশক্তি #বিদেশে_কাজ #বিদেশে_চাকরি #প্রবাসীর_ডায়েরি #প্রবাস #বাংলাদেশি_প্রবাসী #প্রবাসের_কথা #বিদেশজীবন #প্রবাসেরকষ্ট #কাজশেখো #শ্রমিকজীবন #সৌদি_প্রবাসী #প্রবাসীর_জীবন #বাংলাদেশ