
29/08/2024
গত কয়েকদিন ধরে ঢাকা যেন দাবি আদায়ের আন্দোলনের শহর। চাকরিজীবী, পেশাজীবী, ব্যবসায়ী, রিকশা চালক সবাই দাবি আদায়ের চেষ্টায় তৎপর। শাহবাগ এখন বিভিন্ন দাবি-দাওয়া জানানোর বড় কেন্দ্রে পরিণত হয়েছে। সেখানে প্রতিদিনই কোনো-না-কোনো গ্রুপ তাদের দাবি নিয়ে সমবেত হচ্ছে।
#কৃষিখাত ゚ #বন্যাপরিস্থিতি ゚viralシ2024fyp ゚ #জামাত