Rofiqul islam Robi

Rofiqul islam Robi personal blogs,traveler

07/04/2024

সাকিব প্লেয়ার থেকে ব্যবসায়ী হইছে।দু হাতে টাকা কামাইছে।টাকার পাহাড় বানানোর পর সে নেতা হইছে।

মাশরাফি প্লেয়ার থেকে এমপি হইছে।এখন নাকি হুইপ হইছে।

এরা দু জন ছোট বেলা থেকেই বড় হবার স্বপ্ন দেখেছে। মেট্রিক পাশ নেতার পিছনে ছুটে নাই। যদি ছুটতো তাহলে আজকে এমপি হত না। এলাকার ছ্যাচড়া মেম্বার হত পারতো কিনা তাও সন্দেহ।

আরে ভাই,ব্যারিস্টার সুমন আগে লন্ডন গেছে। পড়াশোনা করছে। ব্যারিস্টার হইছে। এলাকার জন্য কাজ করছে। হেই ব্যাডায় রানিং এমপিরে নাকানি চুবানি খাওয়াইছে গত ইলেকশনে।

আর তুমি বাপের খাইয়া মারটা পইড়া সাত বার ফেইল নেতার পা চাট।
বাপ মার খবর নাই।আবার ফেইসবুকে পোস্ট মারাও - প্রিয় অভিভাবক।

প্রিয় অভিভাবকদের জন্যই একদিন এলাকার মেম্বারও হইতে পারবা না। আজীবন ছ্যাচড়ামি কইরা খাওয়া লাগবে।

সিএনজি স্টেশনের চাঁদা তুলে খাওয়া লাগবে।
অটোরিকশা থেকে চাঁদা তুলে খেতে হবে।
আর মাইনষের অভিশাপ কামাবে।

বলদামি না কইরা লেখাপড়া কর। ব্যবসা কর। বিদেশ যাও। লাগলে গরু পাল। তাও নেতার পা চাটা বন্ধ কর। নিজে বড় হইলে নেতা তোমার পায়ের সামনে এসে বসে থাকবে।

তুমি কেন মাইনষের পিছনে ঘুরবে?
যোগ্য হলে তো মানুষই তোমার পিছনে ঘুরবে।

নিজের দেখা বহুত নেতা রাতে বড়বড় ব্যবসায়ীদের পায়ের নিচে এসে বসে থাকে। আর বহুনেতা রাতে ক্লাবে পইড়া থাকে।
Cradit:- shoaib mahmood

04/04/2024
04/04/2024

Hard work

সুখবর 😂
03/04/2024

সুখবর 😂

মাবুদ তোমার সঠিক সময়ের অপেক্ষায় আছি।
30/03/2024

মাবুদ তোমার সঠিক সময়ের অপেক্ষায় আছি।

30/03/2024
30/03/2024

Is it real 😮

Address

Exit 8 Khalid Bin Al Walid Road
Riyadh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rofiqul islam Robi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share