Md Emran khan

Md Emran khan "Lā ilāha illā Allāh Muhammadur Rasūlullāh. ✨ My heart finds its deepest peace in the remembrance of the Almighty.

In a world full of noise, His love is my silent, constant anchor. ⚓️ Every breath is a gift, every challenge Alhamdulillāh for everything.💖

🫶🏻🕋কাবা ঘরের দেয়ালে স্থাপিত কালো পাথরটিকে 'হাজরে আসওয়াদ' বলা হয়। এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হলো:​নাম...
22/10/2025

🫶🏻🕋কাবা ঘরের দেয়ালে স্থাপিত কালো পাথরটিকে 'হাজরে আসওয়াদ' বলা হয়। এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হলো:
​নামের অর্থ: আরবিতে 'হাজর' শব্দের অর্থ পাথর এবং 'আসওয়াদ' শব্দের অর্থ কালো। অর্থাৎ, 'হাজরে আসওয়াদ' মানে কালো পাথর।
​স্থান: এটি পবিত্র কাবা শরীফের দক্ষিণ-পূর্ব কোণে মাটি থেকে প্রায় দেড় মিটার (প্রায় ৫ ফুট) উঁচুতে স্থাপিত। এই কোণটিকেই 'রোকনে হাজরে আসওয়াদ' বলা হয়।
​তাওয়াফের সূচনা: হজ ও ওমরাহ পালনকারীরা এই পাথর থেকেই কাবা শরীফের চারপাশে তাওয়াফ (প্রদক্ষিণ) শুরু ও শেষ করেন।
​জান্নাতি পাথর: ইসলামি বিশ্বাস অনুযায়ী, এটি জান্নাত (বেহেশত) থেকে পৃথিবীতে এসেছে।
​রঙ পরিবর্তন: হাদিস অনুযায়ী, হাজরে আসওয়াদ প্রথমে দুধের চেয়েও বেশি সাদা এবং আলোকোজ্জ্বল ছিল। কিন্তু মানবজাতির পাপের কারণে এটি ধীরে ধীরে কালো বর্ণ ধারণ করেছে।
​চুম্বন ও স্পর্শ: তাওয়াফের সময় হাজিদের জন্য সরাসরি বা ভিড়ের কারণে সম্ভব না হলে ইশারার মাধ্যমে এই পাথরে চুম্বন বা স্পর্শ করা সুন্নাত।
​সুরক্ষা: এটি বর্তমানে রূপার ফ্রেমে আটকানো অবস্থায় কাবার সাথে সংযুক্ত রয়েছে।
​কিয়ামতের দিন: হাদিসে বলা হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এটিকে পুনরুত্থিত করবেন এবং এটি যারা একে সততার সঙ্গে স্পর্শ করেছেন, তাদের পক্ষে সাক্ষ্য দেবে।
​স্থাপন: ইসলামি বর্ণনা অনুযায়ী, মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) নবুয়ত লাভের আগে ৬০০ খ্রিস্টাব্দে এটি কাবার দেয়ালে স্থাপন করেছিলেন।🤲🥰

11/10/2025

゚viralシviralシfypシ゚viralシalシ ゚viralシfypシ゚viralシ 🇸🇦 ☕🍮

11/10/2025


゚viralシfypシ゚viralシ ゚viralシviralシfypシ゚viralシalシ

16/05/2023

অতীতে কি হয়েছে ভুলে যান ,তওবা করুন।
ফিরে আসুন রবের কাছে 🤍

أسْتَغْفِرُ اللهَ الَّذِي لا إلَهَ إلا هُوَ الحَيُّ القَيُومُ وَأتُوبُ إلَيهِ

"আস্তাগফিরুল্লাহ্-হাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাহি, লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযী'ম"-💚

ছিঁড়ে ফেলুন অতীতে করা সকল পাপের অধ্যায়,আর ফিরে আসুন আপনার রবের ভালোবাসায়!🦋💫

Address

Riyadh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Emran khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Emran khan:

Share

Category