Arif Hossain Ghazi

Arif Hossain Ghazi Assalamu Alaikum . Welcome to my page�

07/03/2025

Follow our guidance to finish the registration and win 10 credits. Use our credits to play with Fotor AI tools.

05/08/2024

জরুরী বার্তা দিলেন সমন্বয়ক সারজিস আলম ---------------------------------------------------------------------------------...

05/08/2024

ধর্মীয় কারণে কারও ওপর প্রতিহিংসাপরায়ণ হবেন না: তারেক রহমান | Tarique Rahman | BNP | Jamuna TV Fair Use Notice:This channel may utilize certain copyrighted ma...

05/08/2024

রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা প্রতিটি নাগরিকের ইমানি দায়িত্ব। যেহেতু এটা রাষ্ট্রীয় সম্পদ, তাই এটা দেশের আপামর জনগণের হক। এ সম্পদ দেশের মানুষের কাছে আমানত। কোনোভাবেই তা নষ্ট ও অপচয় করার সুযোগ নেই। যে বা যারা এটা নষ্ট ও অপচয় করবে, এর সঙ্গে কোনোভাবে জড়িত থাকবে যা প্রত্যেকেই পাপের ভাগিদার হবে। পবিত্র কুরআনে বারবার নির্দেশনা প্রদান করা হয়েছে আমানত রক্ষার জন্য। সরকারি সম্পদ জনগণ ও দায়িত্বশীলদের কাছে আমানত। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে, ‘তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ-সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধন-সম্পদের কিয়দংশ জেনেশুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে তা বিচারকের কাছে পেশ করো না।’-সূরা আল বাকারা : ১৮৮।

01/05/2024
01/05/2024

তোমরা শ্রমিককে তার শরীরের ঘাম শুকানোর পূর্বেই পারিশ্রমিক দিয়ে দাও।

সুনানে ইবনে মাজাহ: ২৯৮৭

Arif Hossain 7

পল্লী বিদ্যুৎ এর প্রতি মাসে ডিমান্ড চার্জ ও ভ্যাট চার্জ আদায় বন্ধ চাই, করতে হবে। একমত হলে শেয়ার করুন।আমারডিমান্ড চার্জ ৮...
29/04/2024

পল্লী বিদ্যুৎ এর প্রতি মাসে ডিমান্ড চার্জ ও ভ্যাট চার্জ আদায় বন্ধ চাই, করতে হবে। একমত হলে শেয়ার করুন।
আমার
ডিমান্ড চার্জ ৮৪ টাকা
ভ্যাট চার্জ ৬৯ টাকা
মোট টাকা ১৫৩ টাকা
এভাবেই হাজার হাজার পরিবারের কাছ থেকে টাকা নিতেছে!!!
#উন্নয়ন #বিদ্যুৎ

এটা বরিশালের সি এন্ড বি রোড, উপরের ছবিটা ২০২১ এ তোলা। এই রোডটা শহরের ভিতর থেকে ঢাকা টু কুয়াকাটা মহাসড়কের সাথে সংযুক্ত।...
29/04/2024

এটা বরিশালের সি এন্ড বি রোড, উপরের ছবিটা ২০২১ এ তোলা। এই রোডটা শহরের ভিতর থেকে ঢাকা টু কুয়াকাটা মহাসড়কের সাথে সংযুক্ত। খুব সুন্দরভাবে প্লানড করা ছিল। চার লেনের রাস্তা ছিল, যার মাঝখানের দুই লেন মহাসড়ক হিসেবে ব্যবহৃত হত আর দুই দিকের দুই লেন শহরের গাড়ি চলাচলের জন্য ব্যবহৃত হত। প্রতিটা রোড ডিভাইডারে বড় বড় গাছ ছিল, নতুন ডিভাইডারে আরো গাছ লাগানো ছিল।
এবার আসি ২০২৪ এ। দেখেন কি অবস্থা করছে। কোনো দরকারই ছিল না এটা করার। জাস্ট দেখেন কি গাড়লের মত কাজ করছে। গাছ কেটে ডিভাইডার উঠিয়ে ঐখানে দাগ দিয়ে দিছে।
আগে এই রাস্তাটায় গেলে শীতল অনুভূত হইতো, এখন আপনি দুই মিনিট দাঁড়াতে পারবেন না। ডিরেক্ট রোদে আর রাস্তার তাপে পুড়ে যাবেন। আরও যেটা মারাত্মক সমস্যা হইছে সেটা হইলো এক্সিডেন্ট বাইড়া গেছে।
এরকম একটা সিস্টেম ফেইলড রাষ্ট্র আর তার হর্তাকর্তারা বারবার আপনাকেই দোষারোপ করবে আর আপনার মাথার উপরেই কাঁঠাল ভাইঙ্গা খাবে। আর বলবে গাছ লাগান, পরিবেশ বাঁচান।

দুর্নীতির জন্য সড়কের পিচ গলছে, তাপমাত্রার জন্য নয়❗বিটুমিনের রাস্তা ৯০ ডিগ্রী সেলসিয়াসেও গলবে না। মুলত বিটুমিনের পরিবর্তে...
29/04/2024

দুর্নীতির জন্য সড়কের পিচ গলছে, তাপমাত্রার জন্য নয়❗

বিটুমিনের রাস্তা ৯০ ডিগ্রী সেলসিয়াসেও গলবে না। মুলত বিটুমিনের পরিবর্তে কমদামী টার ব্যবহার করলে; গরমে রাস্তার পিচ গলে যায়। কারণ টারের গলনাংক মাত্র ৪০ডিগ্রী সেলসিয়াস। কিন্তু বিটুমিনের গলনাংক ১০০ডিগ্রী সেলসিয়াস। তাই বায়ুর তাপমাত্রা যতই হোক; বিটুমিন রাস্তার পিচ গলবে না, পিচ গলে যায় কমদামী টার ব্যবহারের কারণে।

৪০-৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাস্তার পিচ গলার কোন চান্স নাই। যদি বিটুমিন ব্যবহার না করে তাহলে গলার চাঞ্চ আছে। কারণ, বিটুমিন ১০০ ডিগ্রি তাপমাত্রাতেও গলে না। যদি বিটুমিনের পরিবর্তে 'টার' ব্যবহার করে তবেই এরকম ঘটনা ঘটতে পারে, কারণ 'টার' ৪০ ডিগ্রিতেই গলতে পারে।

সৌদি আরব কাতার কুয়েতে প্রায় ৪৯/৫০/৫১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। অনেক সময় ৫২-৫৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও হয়ে থাকে সেখানে রাস্তার পিচ গলেনা কারণ তারা সড়কে ১০০% বিটুমিন ব্যবহার করে থাকে। এখন প্রশ্ন হলো আমাদের রাস্তায় বিটুমিনের পরিবর্তে কি ব্যবহার করা হচ্ছে।

আপনারা নিশ্চয়ই জানেন 'সৌদি, কাতার দুবাই, ইউরোপ, আমেরিকার চেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল খরচে বাংলাদেশে সড়ক নির্মাণ ও মেরামত হয়ে থাকে।
মূর্খ/কম জানা/না জানা লোকজন বলছে রাস্তার পিচ গলছে! আসলে তাপমাত্রা চোখে আংগুল দিয়ে দূর্ণীতিকে দেখিয়ে দিচ্ছে! এখন আপনি বলুন এটা কী?
সংগৃহীত।

Address

Khadeejah Bint Khuwaylid
Riyadh
1999

Alerts

Be the first to know and let us send you an email when Arif Hossain Ghazi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arif Hossain Ghazi:

Share