
07/10/2025
🌸 জীবনের কিছু অনুভব 🌸
জীবনে অনেক কিছুই আমরা চাই, কিন্তু সব কিছু পাই না।
কখনো মানুষ বদলায়, কখনো সময়।
কিছু সম্পর্কের শেষ হয় কষ্ট দিয়ে,
আবার কিছু শুরুই হয় ভুল সময়ের কারণে।
তবুও আমরা বাঁচি…
হাসার চেষ্টা করি…
ভালো থাকার অভিনয় করি…
কারণ এই সমাজ কষ্ট বোঝে না, শুধু প্রশ্ন করে।
তাই আজ আর কাউকে কিছু বলি না…
চুপচাপ থাকি…
আর মনে মনে বলি —
"আল্লাহ আছেন, তিনিই যথেষ্ট।"
Shuvo Bhuiyan ゚viralシfypシ゚viralシalシ