shuvo Bhuiyan

shuvo Bhuiyan আমার সোনা বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি
আমার প্রিয় জম্মভুমি খুব বেশী মিস করি কারন আমি প্রবাসী

01/12/2025

বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা কালীন শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানাইতেছি,সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করি।

আমি যতটুকু রাজনীতি দেখেছি, গোটা সময় জুড়ে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া দলমতের উর্ধ্বে সব বাংলাদেশপন্থী ও মূল্যবোধপন্থী...
28/11/2025

আমি যতটুকু রাজনীতি দেখেছি, গোটা সময় জুড়ে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া দলমতের উর্ধ্বে সব বাংলাদেশপন্থী ও মূল্যবোধপন্থী মানুষের অবিসংবাদিত নেত্রী ছিলেন। আমাদের মধ্যে ভিন্ন দলমত ছিল, কিন্তু খালেদা জিয়ার প্রশ্নে আমরা কখনো কোনো দলমতে ভাগ হই নাই। বিএনপি না করেও খালেদা জিয়াকে বাংলাদেশের অভিভাবক মেনে নিতে কোনো দ্বিধা আমাদের মধ্যে কোনো সময় কাজ করে নাই। দেশের এই ক্রান্তিকালে বিভক্তির এই সময়ে তার অভিভাবকতুল্য ছায়া বাংলাদেশের খুবই প্রয়োজন।

হে আরশের মালিক! আপনার কাছে মিনতি করছি- বেগম খালেদা জিয়াকে আপনি সুস্থতার পূর্ণ নিয়ামত দান করুন, তাকে নেক হায়াত দান করুন।
Bhuiyan Faruk Mirza Ashraful Rhman Nishat #বাংলাদেশরাজনীতি

আল্লাহুম্মা রাব্বান নাস, আযহিবিল বাস, ইশফি আনতাশ শাফি, লা শিফায়া ইল্লা শিফাউক, শিফাআন লা ইউগাদিরু সাকামা।

আমার বন্দর,আমার মা’ স্লোগান দিচ্ছে চট্টগ্রামের সেই রাজনৈতিক টোকাই গ্রুপ—যারা একসময় ‘আমার নেত্রী, আমার মা—বন্দি হতে দেব ন...
21/11/2025

আমার বন্দর,আমার মা’ স্লোগান দিচ্ছে চট্টগ্রামের সেই রাজনৈতিক টোকাই গ্রুপ—যারা একসময় ‘আমার নেত্রী, আমার মা—বন্দি হতে দেব না’ বলে স্লোগান দিয়েই বেগম জিয়াকে জেলে পাঠাতে সহায়তা করেছিল।যা পারবে না, সেটা বলে জনগণকে বিভ্রান্ত করার কি দরকার?

আমরা বিদেশে থাকি—বিশ্বের অন্যান্য দেশ কীভাবে বন্দর পরিচালনা করে, সেটা খুব ভালোই জানি। বন্দর ব্যবস্থাপনা অন্য কোনো দেশকে দায়িত্ব দিলে সমস্যা কোথায়? বরং দুর্নীতি কমবে, দক্ষতা বাড়বে, আর চাঁদাবাজি–ধান্দাবাজি করা টোকাইরাজনীতির দিন শেষ হবে।

দেশটাই তো আজ ধান্দাবাজদের হাতে জিম্মি—কখনো কখনো মনে হয়, পুরো ব্যবস্থাটাই লিজ দিয়ে দিলে অন্তত accountability তে আসবে।
# following #বাংলাদেশরাজনীতি #ফেনী Arab

জাগবে এবার চাষাভুষা, জাগবে মাঝিমাল্লা,সৎ লোকের শাসন হবে, জিতবে দাঁড়িপাল্লা। # following  ゚viralシfypシ゚viralシ  #বাংলাদেশরা...
20/11/2025

জাগবে এবার চাষাভুষা, জাগবে মাঝিমাল্লা,
সৎ লোকের শাসন হবে, জিতবে দাঁড়িপাল্লা।
# following ゚viralシfypシ゚viralシ #বাংলাদেশরাজনীতি

১) শীর্ষ নেতা বিদেশে পলা'তক২) পরিবারের বাইরে দলের নেতা বানায় না।৩) অগণিত খু'ন, চাঁ'দাবাজি, ধর্ষ'ণের সাথে জড়িত।৪) ক্ষ'ম...
19/11/2025

১) শীর্ষ নেতা বিদেশে পলা'তক

২) পরিবারের বাইরে দলের নেতা বানায় না।

৩) অগণিত খু'ন, চাঁ'দাবাজি, ধর্ষ'ণের সাথে জড়িত।

৪) ক্ষ'মতায় আসলে 'দেইখা নিমু' টাইপের হুমকি দেয়।

৫) "উন্নয়ন হলে ভোট না হইলেও চলে" কিংবা "আলুর ন্যায্যমূল্য থাকলে গণভোট দরকার কি"; এই ধরণের বয়ানে বিশ্বাস করে।

দুইটা দলের মধ্যে আমি আসলে কোন দলের কথা বললাম ঘোলায়ে ফেলতেসেন? জ্বী এটাই এখন বাংলাদেশের রাজনীতির বাস্তবতা। সুতরাং, নিজের বিবেকের সাথে কথা বলে আগামীর ভোটের সিদ্ধান্ত নিন।

মনে রাখবেন, ভোট একটা পবিত্র আমানত।
#বাংলাদেশরাজনীতি #বাংলাদেশী

বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে .. আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর
17/11/2025

বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে ..

আলহামদুলিল্লাহ
আল্লাহু আকবর

অনেকেই এই সামাজিক ঐক্যের কথা বলে, তারাই অনলাইন অফলাইনে গ্রুপিং সৃষ্টিকারী, তারাই সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে...
14/11/2025

অনেকেই এই সামাজিক ঐক্যের কথা বলে, তারাই অনলাইন অফলাইনে গ্রুপিং সৃষ্টিকারী, তারাই সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে তাদের দ্বারা সমাজে উপকারের চাইতে ক্ষতি বেশি হয়েছে, সমাজের দ্বিখন্ডিত হয়েছে, সমাজের আরো দূর গতি অপেক্ষা করছে তাদের জন্য, ভেবেছিলাম সমাজেও ঐক্য করা সম্ভব হবে এখন দেখছি 100 বছরের ঐক্য সম্ভব না, কারণ হিসেবে বলতে চাই গুঠিবাজ, ক্রিলিকবাজ, কুরসি হরণের চেষ্টা কারীদের জন্য, নিজেকে জাহির করার জন্য কতটুকু নিচে নামতে পারে সেটা নিজের চোখে না দেখলে বুঝা মুশকিল, এদের থেকে একশো হাত দূরে থাকতে হবে, সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন।

ধরুন, গণভোট ঘোষণা হলো। বিএনপি, আওয়ামী লীগ ও বাম দলগুলোর ঐক্যজোট  ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। অন্যদিকে দেখবেন, জু...
29/10/2025

ধরুন, গণভোট ঘোষণা হলো। বিএনপি, আওয়ামী লীগ ও বাম দলগুলোর ঐক্যজোট ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। অন্যদিকে দেখবেন, জুলাইয়ের বাকি দলগুলো নামবে ‘হ্যাঁ’-এর পক্ষে। ডাকসু, জাকসু, চাকসু, রাকসুর প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ে ঢেউ তুলবে। যেসব বাচ্চারা কচি হাতে সেদিন জুলাইয়ের গ্রাফিতি এঁকেছিল দেয়ালে দেয়ালে, তারা হ্যাঁ এর পক্ষে স্লোগান দেবে। কৃষক,মজুর,শ্রমিক,গৃহিনীরা নামবে। সারা দেশে ‘হ্যাঁ’-এর পক্ষে বঞ্চিত মানুষের এক অভূতপূর্ব গণজাগরণ সৃষ্টি হবে ইনশাআল্লাহ।

আপনি নিশ্চিত থাকুন, দেশপ্রেমিক বেগম জিয়ার নির্দেশে শেষ মুহূর্তে হলেও বিএনপি ‘হ্যাঁ’-এর পক্ষে আসবে।
©
゚viralシfypシ゚viralシalシ Shuvo Bhuiyan Dr. Shafiqur Rahman Tarique Rahman

সারা দেশে গুজব ছড়িয়ে পড়েছে যে আপা বেঁচে নেই!এই মিথ্যাচার ডিবাং করতে লীগের প্রতি আমাদের পরামর্শ একটাই প্লিজ আপনারা আপার র...
28/10/2025

সারা দেশে গুজব ছড়িয়ে পড়েছে যে আপা বেঁচে নেই!
এই মিথ্যাচার ডিবাং করতে লীগের প্রতি আমাদের পরামর্শ একটাই প্লিজ আপনারা আপার রিসেন্ট একটা ছবি আপলোড দিয়ে প্রমান করে দেন যে উনি মরেন নাই 😑

দীর্ঘদিন হইলো আপাকে দেখিনা 🙂

 #আজ (২৭/১০/২০২৫)  ফেনী জেলার নতুন জেলা  প্রশাসক(ডিসি) মহোদয় মনিরা হক  স্যার যোগদান করবেন। অভিনন্দন ও শুভেচ্ছা রইল।   ゚v...
27/10/2025

#আজ (২৭/১০/২০২৫) ফেনী জেলার নতুন জেলা প্রশাসক(ডিসি) মহোদয় মনিরা হক স্যার যোগদান করবেন।
অভিনন্দন ও শুভেচ্ছা রইল। ゚viralシfypシ゚viralシalシ #ফেনীজেলার
゚viralシviralシfypシ゚viralシalシ

18/10/2025

゚viralシfypシ゚viralシalシ fans

Don’t try to please others or make an impression - you are not a product in the market 🌸🌸🌸Simply be yourself, even if so...
16/10/2025

Don’t try to please others or make an impression - you are not a product in the market 🌸🌸🌸
Simply be yourself, even if some people think you’re foolish or awkward, it doesn’t matter; you can’t please everyone.
You don’t need to be “perfect” for anyone, only be honest and true before God, your family and yourself💞💞💞
Then God will reward you with the right people - those who don’t seek approval, but simply live sincerely, enjoy life, and give thanks to God for everything 🤲🩷
God bless you ✨✨✨

অন্যদের খুশি করার বা ছাপ ফেলার চেষ্টা করো না - তুমি বাজারে কোন পণ্য নও 🌸🌸🌸
কেবল নিজের মতো থাকো, এমনকি যদি কিছু লোক তোমাকে বোকা বা অস্বস্তিকর মনে করে, তাতে কিছু যায় আসে না; তুমি সবাইকে খুশি করতে পারো না।
তোমার কারো জন্য "নিখুঁত" হওয়ার দরকার নেই, শুধু আল্লাহ , আপনার পরিবার এবং নিজের সামনে সৎ এবং সত্যবাদী হও💞💞💞
তাহলে আল্লাহ তোমাকে সঠিক মানুষ দিয়ে পুরস্কৃত করবেন - যারা অনুমোদন খোঁজে না, বরং কেবল আন্তরিকভাবে জীবনযাপন করে, জীবন উপভোগ করে এবং সবকিছুর জন্য আল্লাহকে ধন্যবাদ জানায় 🤲🩷
আল্লাহ তোমার মঙ্গল করুন ✨✨✨

Address

Also Rawdah
Riyadh
12563

Website

Alerts

Be the first to know and let us send you an email when shuvo Bhuiyan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share