shuvo Bhuiyan

shuvo Bhuiyan আমার সোনা বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি
আমার প্রিয় জম্মভুমি খুব বেশী মিস করি কারন আমি প্রবাসী

বিএনপি-জামায়াতের মধ্যে দ্বন্দ্ব লাগাতে আওয়ামী লীগ কৌশলে সর্বোচ্চ সফল হয়েছে। এটা ছিল প্রথম ধাপ।এবার দ্বিতীয় ধাপ "আগেরটাই ...
14/07/2025

বিএনপি-জামায়াতের মধ্যে দ্বন্দ্ব লাগাতে আওয়ামী লীগ কৌশলে সর্বোচ্চ সফল হয়েছে। এটা ছিল প্রথম ধাপ।

এবার দ্বিতীয় ধাপ "আগেরটাই ভালো ছিলো" এই বোধটা জনগণের মনে গেঁথে দেওয়া। বিরোধীদের দ্বন্দ্ব আর লীগের তুলনামূলক স্থিতিশীলতা দেখিয়ে, মানুষকে মনে করিয়ে দেওয়া হবে, আগেরটাই ছিলো ভালো 🗣️🥀✍️

13/07/2025

দেশের রাজনীতি এক ভয়ংকর ব্যাধিতে আক্রান্ত- চাঁদাবাজির রাজনীতি। রাজনীতিকে যারা জনগণের সেবা নয়, বরং অবৈধ অর্থ উপার্জনের মাধ্যম বানিয়েছে, তারা জাতির শত্রু।

এখান থেকে বের হতে হলে চাঁদাবাজদের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় বন্ধ করতে হবে। ছাত্র, যুব বা পেশাজীবী যেই হোক, চাঁদাবাজ মানেই অপরাধী। দলমত নির্বিশেষে চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। নেতৃত্বকে হতে হবে জবাবদিহিমূলক, পরিচ্ছন্ন ও জনসম্পৃক্ত।

চাঁদাবাজির রাজনীতি মানেই দুর্নীতির খাতা। এই খাতা ছিঁড়ে ফেলতেই হবে। এখনই।

এবার বিতাড়িত হাসিনার চুন্নী কন‍্যার পতন!দুর্নীতির অভিযোগ পাওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অফিসের আঞ্চলি...
12/07/2025

এবার বিতাড়িত হাসিনার চুন্নী কন‍্যার পতন!
দুর্নীতির অভিযোগ পাওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অফিসের আঞ্চলিক পরিচালক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে।
সংস্থাটির পরিচালক টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস স্টাফদের একটি ইমেইল বার্তায় জানিয়েছেন, শুক্রবার (১১ জুলাই) থেকে তার ছুটি কার্যকর হয়েছে। এর আগে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুটি মামলা দায়ের করে।

11/07/2025

“চাঁদাবাজের কোনো দল নেই”—এটা মিথ্যা কথা।
দল অবশ্যই আছে, দলের ‘বড় ভাইয়ের’ শেল্টার আছে। আর সেই শেল্টার আছে বলেই চাঁদাবাজির সাহস পায়!

এমন কোনো লোক বা এলাকা দেখান, যেখানে দলীয় ব্যানার ছাড়া কেউ চাঁদাবাজি করছে!
যদি চাঁদাবাজি শূন্যের কোঠায় চলে আসে, আমি চ্যালেঞ্জ করে বলছি এই সমস্ত গনতান্ত্রিক দলগুলো —কেউ করতে চাইবে না!
অতএব, যদি পূর্নাঙ্গ সমাধান চান,!
(সত্য লোকের শাসন চাই আল্লাহ আইন চাই )

11/07/2025

বিএনপির নেতৃত্বের কাছে জিজ্ঞাসা:
(১) কেন বলেন না ৩১ তারিখের মধ্যে জুলাই ঘোষণা দিতে হবে? (২) জুলাই মাসেই জুলাই চার্টার চাই? (৩) কেন এনসিপির নেতাদের তাচ্ছিল্য করে কথা বলেন? ভেবে দেখবেন।

জরুরী প্রয়োজনে ৫ নং কাজিরবাগ ইউনিয়নের, বাংলাদেশ জামাতে ইসলামী  আপনাদের পাশে আছে , ইনশাআল্লাহ । #ফেনী  #রুহিতিয়া  #৫নংক...
09/07/2025

জরুরী প্রয়োজনে ৫ নং কাজিরবাগ ইউনিয়নের, বাংলাদেশ জামাতে ইসলামী আপনাদের পাশে আছে , ইনশাআল্লাহ ।
#ফেনী #রুহিতিয়া #৫নংকাজিরবাজইউনিয়ান

❝ ত্রাণ নয় টেকসই বেড়িবাঁধ চাই ❞ ফেনী জেলার বাসিন্দা প্রধান উপদেষ্টা   এবং সরকারের কাছে  আওয়াজ তুলুন।  Adviser  GOB
09/07/2025

❝ ত্রাণ নয় টেকসই বেড়িবাঁধ চাই ❞ ফেনী জেলার বাসিন্দা প্রধান উপদেষ্টা এবং সরকারের কাছে আওয়াজ তুলুন। Adviser GOB

09/07/2025

জরুরী আপডেট ‼️
জিএমহাট,শ্রীচন্দ্রপুরের বেঁড়িবাঁধটি আর রক্ষা করা গেলো নাহ। ভেঙে গেলো আরো একটি বাঁধ,এর পানি জিএমহাট,পাঠাননগর হয়ে রানীরহাট কাজিরবাগের দিকে আসবে। শহরবাসীর জন্য এটি শেষ সতর্কতা প্রয়োজনীয় জিনিসগুলো সংরক্ষণ করুন নিজের এবং চারপাশের মানুষের খেয়াল রাখুন...

08/07/2025

ছাত্রশিবির পরশুরাম উপজেলা এর বন্যা রেসপন্স টিমঃ-
যোগাযোগ নাম্বার
জরুরি প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করুন,,
পরশুরাম পৌরসভা-
১.আশ্রাফ হোসেন: 01639111730
২.আবু সুফিয়ান -01881981934.
৩.অনুপম-01818-224951.
৪.বোরহান-01815177636.
৫.মাহফুজ-01825-188085.
৬.ফয়সাল-+880 1893-908121.
৭.মোঃ রিদওয়ান-01887237752.
৮.আরিফ-01868-030537.
৯.কাদের-01842-576344.
১০.কাইয়ুৃম-01644873282

১১.মিরাজ হোসেন
-01824-252051.
-চিথলীয়া ইউনিয়ন

১২.এনামুল ইসলাম
-01612153920
-বক্সমাহমুদ ইউনিয়ন

১৩.সাদ্দাম হোসেন
-01892-435473.
-মির্জানগর ইউনিয়ন.

08/07/2025

আবার তলিয়ে যাচ্ছে আমাদের শহর, প্রিয় ফেনী। ২৪ না নামুক এ জনপদের বুকে।

জুলাই ঘোষণাপত্র কখন হবে?আজ রংপুরে ১০টি শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ হয়েছে। তাদের অধিকাংশের প্রশ্ন— জুলাই ঘোষণাপত্র কখন হবে...
05/07/2025

জুলাই ঘোষণাপত্র কখন হবে?

আজ রংপুরে ১০টি শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ হয়েছে। তাদের অধিকাংশের প্রশ্ন— জুলাই ঘোষণাপত্র কখন হবে?

“আমাদের স্বামী, সন্তান, ভাইদের রক্তের ওপর আপনারা ক্ষমতায় আছেন, সামনে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, সারা দেশে মুক্তভাবে আনন্দের সাথে সভা-সমাবেশ, জনসংযোগ ও পদযাত্রা করে বেড়াচ্ছেন। কিন্তু ঘোষণাপত্র হয় না কেন? শহীদের রক্তের কিংবা শহীদ পরিবারের দাবির কোনো মূল্য কি আপনাদের কাছে নেই?”

লজ্জায় মাথা নিচু করে থাকলাম, কিছুই বলতে পারলাম না।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ছাত্রদের প্রতিনিধি খ্যাত দুই জন উপদেষ্টার নিকট শহীদ পরিবারের পক্ষ থেকে আমাদের প্রশ্ন—
“জুলাই ঘোষণাপত্র কখন হবে? কোন অদৃশ্য শক্তির কারণে জুলাই ঘোষণাপত্র হচ্ছে না?”

আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে শহীদ পরিবারের এই প্রশ্নের জবাব দিবেন।
অন্যথায় শহীদ পরিবারের সদস্যদের সাথে নিয়ে আপনাদের অফিসে গিয়ে জবাব নেওয়া হবে, ইনশাআল্লাহ।

Jahidul Islam
কেন্দ্রীয় সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রফতানী কা‌লে কিন্তু গো মাতা‌কে হত‌্যা করা কোন অপরাধ হয় না। কারন এ সময় যে চকচ‌কে ডলার পাওয়া যায়!
04/07/2025

রফতানী কা‌লে কিন্তু গো মাতা‌কে হত‌্যা করা কোন অপরাধ হয় না। কারন এ সময় যে চকচ‌কে ডলার পাওয়া যায়!

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque shuvo Bhuiyan publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager