সব সমস্যার সমাধান কোরআন

সব সমস্যার সমাধান কোরআন কোরআন এর আলো ঘরে ঘরে জ্বালো॥

22/09/2025

রাসুল (সাঃ) বলেছেন, দেহে একটি মাংসপিণ্ড আছে, যদি তা ভালো হয়, তাহলে পুরো দেহ ভালো হয়, আর যদি তা খারাপ হয়, তাহলে পুরো দেহ খারাপ হয়, তা হল অন্তর..!
(সহি বুখারি ও মুসলিম)
তাই অন্তরকে আল্লাহর জিকিরে জীবন্ত রাখুন,
পবিত্র আন্তরিক ভালো মানুষের অনেক মানুষের আসল পরিচয়..!

18/09/2025
Big thanks to আল্লাহ গোলাম, Mohabbat Ali Sumon, Ahobib Hasanfor all of your support! Congrats for being top fans on a st...
18/09/2025

Big thanks to আল্লাহ গোলাম, Mohabbat Ali Sumon, Ahobib Hasan

for all of your support! Congrats for being top fans on a streak 🔥!

18/09/2025

🌟প্রশ্নঃ🌟
কোন নবী মহাপ্রলয়ের প্রথম সিঙ্গার ফুৎকারের সময় সজ্ঞান অবস্থায় থাকবেন...!

18/09/2025

তুমি এমন বড়লোক হও, পাশে বসা গরিব লোকটা যাতে বুঝতে না পারে তুমি বড়লোক...!

15/09/2025

জীবনে একটা জিনিস সবসময়ই খেয়াল করছি।

আপনি যেটা নিয়ে সবচেয়ে বেশি অহংকার করবেন, আল্লাহ আপনাকে ঐটা দিয়েই সবচেয়ে বেশি বেইজ্জতি করবেন।

হাসিনা অহংকার করতো পালানো নিয়ে। শেখ হাসিনা পালায় না।

অথচ আল্লাহ এমন একটা পরিস্থিতিতে ওরে ফেলল যে পালাতেই হইলো।

দেখেন, হাসিনা কিন্তু মরেও যাইতে পারত। আল্লাহ মারে নাই।

আল্লাহ ওরে পালাতে বাধ্য করার মাধ্যমে ওরে সবার সামনে অপমানিত করে ফেলছে।

সাদিক কায়েম আর হাসনাত আবদুল্লাহ ভাইয়ের বিরুদ্ধে ছাত্রদলের পোলাপান খুবই জঘন্য একটা প্রোপাগাণ্ডা ছড়াইছিল।

যে উনারা নাকি ছাত্রলীগ করত।

অথচ, আমি সাদিক ভাই বা হাসনাত ভাইরে সরাসরিই জিগাইসি। উনারা বলছে যে ভাই, আমরা আমাদের জীবনে একদিনের জন্যও ছাত্রলীগ করি নাই।

অথচ এই দুইটা মানুষরে গুপ্ত টুপ্ত বলে এক বছর ধরে নাজেহাল করা হইতেছে।

আজ কী হইলো?

আজ ছাত্রদলের একেকটা হল কমিটি থেকে ১০-১২ জন করে গুপ্ত বের হইতেছে।

সেই গুপ্ত ধরার জন্য কিছুক্ষণ আগে একটা তদন্ত কমিটি করছে।

মজার ব্যাপার হইলো, যেই তদন্ত কমিটিকে গুপ্ত খোজার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই কমিটিতেই গুপ্ত লীগ ঢুইকা বসে আছে।

এর চাইতে গজব বেইজ্জতি আর কী হইতে পারে একটা দলের জন্য?

পোলাপান ট্রল করতেছে।

আর আমার মাথায় ঘুরতেছে, অহংকার। এই ছাত্রদল গত এক বছর সবচেয়ে বেশি জুলুম করছে এরে ওরে গুপ্ত বলে। ইভেন আমাকে এরা গুপ্ত বলে।

অথচ আজ আল্লাহ ওদেরকেই এই গুপ্ত দিয়েই এই বেইজ্জতিটা করলো।

অহংকার পাপটাকে আমি খুব ভয় পাই।

কারন, এই একটা পাপ, যার বিচার আখিরাতে না, যার বিচার আল্লাহ দুনিয়াতেই করেন।

-কপি পোস্ট

15/09/2025

নিশ্চয় যারা তাদের পালনকর্তাকে না দেখে ভয় করে, তাদের জন্যে রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার।
(সূরা মূলক, ৬৭/১২)

14/09/2025

প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে 😢

13/09/2025

🌟প্রশ্নঃ🌟
হাসরের ময়দানে সর্ব প্রথম কিসের হিসাব নেওয়া হবে..?

12/09/2025

🌟প্রশ্নঃ🌟
হযরত ইউসুফ (আঃ) কত বছর বয়সে ইন্তেকাল করেন...?

Address

Riyadh
1340

Telephone

+8801729904898

Website

Alerts

Be the first to know and let us send you an email when সব সমস্যার সমাধান কোরআন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সব সমস্যার সমাধান কোরআন:

Share