15/09/2025
জীবনে একটা জিনিস সবসময়ই খেয়াল করছি।
আপনি যেটা নিয়ে সবচেয়ে বেশি অহংকার করবেন, আল্লাহ আপনাকে ঐটা দিয়েই সবচেয়ে বেশি বেইজ্জতি করবেন।
হাসিনা অহংকার করতো পালানো নিয়ে। শেখ হাসিনা পালায় না।
অথচ আল্লাহ এমন একটা পরিস্থিতিতে ওরে ফেলল যে পালাতেই হইলো।
দেখেন, হাসিনা কিন্তু মরেও যাইতে পারত। আল্লাহ মারে নাই।
আল্লাহ ওরে পালাতে বাধ্য করার মাধ্যমে ওরে সবার সামনে অপমানিত করে ফেলছে।
সাদিক কায়েম আর হাসনাত আবদুল্লাহ ভাইয়ের বিরুদ্ধে ছাত্রদলের পোলাপান খুবই জঘন্য একটা প্রোপাগাণ্ডা ছড়াইছিল।
যে উনারা নাকি ছাত্রলীগ করত।
অথচ, আমি সাদিক ভাই বা হাসনাত ভাইরে সরাসরিই জিগাইসি। উনারা বলছে যে ভাই, আমরা আমাদের জীবনে একদিনের জন্যও ছাত্রলীগ করি নাই।
অথচ এই দুইটা মানুষরে গুপ্ত টুপ্ত বলে এক বছর ধরে নাজেহাল করা হইতেছে।
আজ কী হইলো?
আজ ছাত্রদলের একেকটা হল কমিটি থেকে ১০-১২ জন করে গুপ্ত বের হইতেছে।
সেই গুপ্ত ধরার জন্য কিছুক্ষণ আগে একটা তদন্ত কমিটি করছে।
মজার ব্যাপার হইলো, যেই তদন্ত কমিটিকে গুপ্ত খোজার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই কমিটিতেই গুপ্ত লীগ ঢুইকা বসে আছে।
এর চাইতে গজব বেইজ্জতি আর কী হইতে পারে একটা দলের জন্য?
পোলাপান ট্রল করতেছে।
আর আমার মাথায় ঘুরতেছে, অহংকার। এই ছাত্রদল গত এক বছর সবচেয়ে বেশি জুলুম করছে এরে ওরে গুপ্ত বলে। ইভেন আমাকে এরা গুপ্ত বলে।
অথচ আজ আল্লাহ ওদেরকেই এই গুপ্ত দিয়েই এই বেইজ্জতিটা করলো।
অহংকার পাপটাকে আমি খুব ভয় পাই।
কারন, এই একটা পাপ, যার বিচার আখিরাতে না, যার বিচার আল্লাহ দুনিয়াতেই করেন।
-কপি পোস্ট