15/08/2025
আপনার যদি এমন কোনো পেরেশানি থাকে যা দূর করা সম্ভব হচ্ছে না, তাহলে অর্থ বুঝে দুরুদে ইব্রাহিম পাঠ করতে থাকুন...!! আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা অলৌকিকভাবে সাহায্য করবেন, পেরেশানি দূর করে দিবেন (ইনশা-আল্লাহ), আপনার যদি এমন কোনো চাওয়া থাকে যা কোনোভাবেই পূরণ হচ্ছে না, তাহলে দুরুদে ইব্রাহিম পড়ুন বেশি বেশি...!!
দুরুদের আমল এমন একটি আমল, যে আমলে একই সাথে রহমত লাভ করা যায়, নেকি হাসিল হয়, গুনাহ মাফ হয়, দুনিয়া ও আখিরাতের সকল পেরেশানি দূর হয়, দু'আ কবুল হয়...!! আর দুরুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দুরুদ হচ্ছে দুরুদে ইব্রাহিম, তাই চেষ্টা করবেন অর্থ বুঝে দুরুদে ইব্রাহিম পড়ার, তাছাড়াও হাদিসে বর্নিত যেকোনো ছোট দুরুদও পড়তে পারেন...!!
(সংগৃহীত ও পরিমার্জিত)