Mollah Rasel

Mollah Rasel আসসালামু আলাইকুম
আমার ফেইজে আপনাকে স্বাগতম

কৃষ্ণচূড়ার রাঙা ফুলের আঙ্গিনায়।
23/05/2025

কৃষ্ণচূড়ার রাঙা ফুলের আঙ্গিনায়।

ভোট হয়ে যাক
07/04/2025

ভোট হয়ে যাক

05/04/2025

মুতালিব কাইল্লা পাঠা কট 🤭🤣 Wait for and 🤣

তাওয়াল্লুদ শরীফ এর দলিল
মনা তুমি আর কিছুদিন অপেক্ষা কর আরো কট খাইবা 😒

⇨এ লেখা টি সকল আলেমদের পড়া উচিত যারা বারাকাতান মিলাদে মুস্তফায় তাওাল্লুদ পাঠ করে থাকেন। বিশেষ করে মুতালিব সালেহী সাহেব অবশ্যই পড়বেন
ولما تم من حمله

মিলাদে মুস্তফার (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাওয়াল্লুদ কোথায় আছে মৌলভী সাহেব খুঁজে পান না। উনি নাকি পৃথিবীর সব কিতাব তন্ন তন্ন করে দেখে ফেলছেন। হাদিসও খুজেছেন পান নাই।
এগুলো বানোয়াট এজন্য উনি খুঁজে পান না। নাউজুবিল্লাহ
উনি নাকি বোর্ড স্ট্যান্ড করা জগত বিখ্যাত মুহাদ্দিস,সবসময় নিজের বাহাদুরি করেই যাচ্ছেন আর ফেতনা প্রসব করে যাচ্ছেন। নাবীর শান-মানের আলোচনা কি শুধু হাদিস আর নির্ভরযোগ্য কিতাবেই থাকবে আর কোথাও থাকবে না? হুজুর change your maind change your view
আপনার চোখের কালো চশমা ফেলে দেন,আপনার ভিতর-বাহির কালো হয়ে গিয়েছে তাই এ অবস্থা।
আপনাকে আমি বের করে দিচ্ছি কোথায়
ولما تم من حمله
আছে দেখুন শিখুন,নাবীজীর শান-মানের আলোচনার সমালোচনা থেকে ফিরে আসুন না হয় জিল্লতির তখত গলায় নিতে হবে। দেখুন
عَقْدُ الْجَوْهَرِ فِيْ مَوْلِدِ النَّبِيِّ الْأَزْهَرِ المشهور بــ

مَولد البَرْزَنْجِي
আমাদের দেশে এমনকি আল-আযহার বিশ্ববিদ্যালয়ের বড়-বড় উস্তায বা অধ্যাপক গন যে তাওয়াল্লুদ বা নাবাজী صلي الله عليه وسلم
এর মিলাদুন্নাবীর বৃত্তান্ত-ঘটনা পাঠ করেন সেটি হলো উপরে আরবি ইবারতে কিতাবটির নাম উল্লেখ করা হয়েছে।
"ই'কদুল জাওহার ফি মাওলিদিন্নাবিয়্যিল আযহার" সংক্ষেপে এ কিতাবটি কে আমরা
"মাওলিদুল বারজান্জি" বলি। এ কিতাবটি তে এত সুন্দর ভাবে নাবীজীর মিলাদের আলোচনা হয়েছে যা নাবীর আশিকদের দিলের খোরাক।উক্ত কিতাবের ৮ পৃষ্ঠায় হুবহু ولما تم من حمله
ইবারতে তাওয়াল্লুদ শরীফ টি রয়েছে। আমি ওয়ার্ড ফাইল কমেন্ট বক্সে দিব।
এর আগে জেনে নেওয়া দরকার ঐ কিতাবটি কে লিখেছেন আরবি ইবারতটি উল্লেখ করছি এরপরে বাংলায় সংক্ষেপে অনুবাদ করে দিচ্ছি

هو الشيخ العلامة السيّد جعفر بن حسن بن عبد الكريم بن محمد بن عبد الرسول البرزنجي الحسيني المدني.

ولادته ونشأته:

ولد بـ"المدينة المنوّرة" سنة ١١٢٨ﻫ الموافق ١٧١٦م. نشأ بها وحفظ القرآن الكريم وشرع في طلب العلوم على علماء المسجد النبويّ الشريف ولمّا تمهّر فيها جلس للتدريس في المسجد النبويّ وعمره أحدى وثلاثين سنة ثمّ صار مفتي السادة الشافعيّة وخطيباً في المسجد النبوي وكان فرداً من أفراد عصره، أنيقاً وسيماً وجيهاً جميل الصورة جهوري الصوت فخم الهيئة، يأخذون الناس عنه لعلمه وفضله.

مؤلفاته: له عدة مؤلفات فمنها: (١) مولده الذي بين أيدينا المعروف بــ"مولد البرزنجي" واسمه الأصليّ "عقد الجوهر في مولد النبيّ الأزهر" وهي أشهر مؤلّفاته (٢) مختصر الضوء الوهاج في قصه الإسراء والمعراج (٣) الغصن الوردي في أخبار السيّد المهدي (٤) جالية الكرب بأخبار سيّد العجم والعرب (٥) الجني الداني في مناقب الشيخ عبد القادر الجيلاني.

وفاته: توفي سنة ١١٧٧ﻫ الموافق ١٧٦٣م في المدينة المنوّرة ودفن في البقيع.
শায়েখ আল্লামা সায়্যিদ জা'ফর ইবনে হাসান ইবনে আব্দুল কারিম ইবনে মুহাম্মদ ইবনে আব্দুর রাসূল আল বারজান্জি আল হুসাইনি আল-মাদানী।
১১২৮ হিজরি,১৭১৬ সালে মাদীনাতুল মুনাওয়ারায় জন্ম গ্রহণ করেছেন।
সর্বপ্রথম কুরআন হিফয সম্পন্ন করেন এরপর মসজিদে নববীর জগত বিখ্যাত ওলামাদের কাছ থেকে ইলম অর্জন করেন।
ইলমের জগতে প্রসিদ্ধ আলিম হিসেবে পরিচিত হলে ৩১ বছর বয়সে মসজিদে নববীতে দারস প্রদান করা শুরু করেন।অতপর শাফেয়ী মাজহাবের সকলের কাছে গ্র্যান্ড মুফতি ও মসজিদে নববীর খতিব নির্বাচিত হলেন।
উনি উনার সময়ের অনেক প্রসিদ্ধ আলিমদের একজন ছিলেন।
মনোরম সুন্দর চেহারা ও অপরুপ অবয়বের অধিকারী,স্পষ্ট ভাষী ও মর্যাদাবান ব্যক্তি ছিলেন। উনার লিখিত কিতাবের আলোচনা রয়েছে সেগুলো হলো
১.আমাদের আলোচিত কিতাব
عَقْدُ الْجَوْهَرِ فِيْ مَوْلِدِ النَّبِيِّ الْأَزْهَرِ المشهور بــ

مَولد البَرْزَنْجِي
২.مختصر الضوء الوهاج في قصة الإسراء والمعراج
৩.الغصن الوردي في أخبار السيّد المهدي
৪.جالية الكرب بأخبار سيّد العجم والعرب
৫.الجني الداني في مناقب الشيخ عبد القادر الجيلاني

ইন্তেকাল :১১৭৭ হিজরি ১৭৬৩ সালে মদিনা শরীফে। জান্নাতুল বাকিতে দাফন করা হয়।
আপনি ও আপনার শায়েখ পড়বেন মুসান্নিফ رحمه الله
কত বড় মাপের আলেম ছিলেন একটু মুরাকাবা করবেন।
আর শুনুন এ তাওয়াল্লুদের আলোচনা হাদিসে খুজতে যাবেন না।এটি বোকামি হ্যাঁ হাদিসে আছে সংক্ষেপে বুখারী খুলুন باب مبعث النبي صلي الله عليه وسلم
এ নাবীজীর নসব নামার আলোচনা রয়েছে।
মোল্লা রাসেল সিধুচী

ঈদ মোবারক 💚❤️🇸🇦🇧🇩
30/03/2025

ঈদ মোবারক 💚❤️🇸🇦🇧🇩

24/03/2025

মাক্কাতুল মোকাররামা❤️❤️🇸🇦🇧🇩🤲🤲

মাক্কাতুল মোকারামা ২২ তম তারাবিহ পড়ে তৃপ্তি পেলাম বলার মতো নয় তাও আবার প্রিয় রাহবার এর পাশে দাড়িয়ে আলহামদুলিল্লাহ এখন মদ...
21/03/2025

মাক্কাতুল মোকারামা ২২ তম তারাবিহ পড়ে তৃপ্তি পেলাম বলার মতো নয় তাও আবার প্রিয় রাহবার এর পাশে দাড়িয়ে আলহামদুলিল্লাহ
এখন মদিনাতুল মোনাওয়ার যাচ্ছি
আল্লাহ আমার এই সফরে কামিয়াবি দিও মাবুদ 🤲🤲🇸🇦🇧🇩

আমার সবচেয়ে নতুন সেরা ফ্যানদের অনেক ধন্যবাদ! 💎 সিধুচী প্রবাসী কল্যাণ সোসাইটিআমাদের কমিউনিটিতে তাদের স্বাগত জানাতে কমেন্...
16/03/2025

আমার সবচেয়ে নতুন সেরা ফ্যানদের অনেক ধন্যবাদ! 💎 সিধুচী প্রবাসী কল্যাণ সোসাইটি

আমাদের কমিউনিটিতে তাদের স্বাগত জানাতে কমেন্ট করুন, @সেরা ফ্যান

Address

Al Malaz

Alerts

Be the first to know and let us send you an email when Mollah Rasel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share