
21/07/2025
ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় কেন বিমান প্রশিক্ষণের ঝুঁকি নিতে হবে?
বারবার এই প্রশ্নটাই ঘুরে ফিরে আসে মাথায়। এই শহরে যেখানে প্রতিটি জায়গায় গাদাগাদি করে মানুষ বাঁচে, সেখানে আকাশপথের ভুল এক নিমিষে নিভিয়ে দিতে পারে কত শত প্রাণের আলো।
সবচেয়ে বেশি ভেঙে পড়েছি ওই স্কুলের শিশুদের কথা ভেবে।
নিরাপদ স্কুল ভবনে বসেও তারা জানত না, কয়েক সেকেন্ড পর তাদের জীবন এক ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হবে।
আমাদের সবারই এখন সময় এসেছে প্রশ্ন তোলার—
➤ নিরাপত্তা ব্যবস্থা কী যথেষ্ট?
➤ উড্ডয়নের আগে কি প্রতিবার সঠিক পরীক্ষা হয়?
➤ ভুলের দায় কেউ নেয় কি?
শুধু তদন্ত কমিটি গঠন করলেই দায়িত্ব শেষ হয় না। এখন দরকার জবাবদিহি, সতর্কতা এবং সত্যিকার পরিবর্তন।