Naim Vlog

Naim Vlog naim evan

06/08/2025

ধন্যবাদ GTV ❤️

 #ব্রেকিং  এই মাত্র রিয়াদ শিফাতে অপ/হরণ  এবং ছিন/তাই করতে এসে গণধোলাই  অতঃপর  পুলিশের হাতে সোপার্দ ৪ বাংলাদেশী  অপ/হ/বরণ...
02/08/2025

#ব্রেকিং
এই মাত্র রিয়াদ শিফাতে অপ/হরণ এবং ছিন/তাই করতে এসে গণধোলাই অতঃপর পুলিশের হাতে সোপার্দ ৪ বাংলাদেশী অপ/হ/বরণকারী। বিস্তারিত আসছে ভিডিওতে....

বিঃদ্রঃ তাদের সাথে থাকা দুটি গাড়ি জব্দ করা হয়েছে গাড়িগুলো দেখুন আবার আপনাদের কারো কিনা।

রিয়াদে বলদিয়া কোম্পানির একজন কর্মীকে অপ/হরণ করে এই গ্রুপের ৮ জন।  তাদের অবস্থান টের পেয়ে সেখানে তাদের ঘেরাও করে সে কর্মী...
01/08/2025

রিয়াদে বলদিয়া কোম্পানির একজন কর্মীকে অপ/হরণ করে এই গ্রুপের ৮ জন। তাদের অবস্থান টের পেয়ে সেখানে তাদের ঘেরাও করে সে কর্মীকে উদ্ধার করা হয় এবং এই অপহ/রণ/কারী চক্রের ২ জনকে আটক করে পুলিশে দেয়া হয়। বাকিরা পালিয়ে যায়। আটককৃতদের মধ্যে একজনের ছবি আমাদের হাতে এসেছে।

একটি পাসপোর্ট পাওয়া গিয়াছে। নাম , Md Junaeed bhuiyanপিতা, Zkair hossainগ্রাম ,মাসিআট দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া সদর, ...
01/08/2025

একটি পাসপোর্ট পাওয়া গিয়াছে।
নাম , Md Junaeed bhuiyan
পিতা, Zkair hossain
গ্রাম ,মাসিআট দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া সদর,
ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড থেকে পাওয়া গিয়েছে, উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন, বেশি বেশি করে শেয়ার করেন,
#ব্রাহ্মণবাড়িয়া সদর
#মাসিআটা দরবার শরীফ
#ব্রাহ্মণবাড়িয়া মেট্রো পুলিশ
#ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন
মোবাইল 01805125478

আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশী পেইজের কেউ ওনাকে চিনে থাকলে জানান।

30/07/2025
30/07/2025

Alhamdulillah 1k done follow 🥰

Md Elias
30/07/2025

Md Elias

নাম: মোহাম্মদ রিয়াজ জেলা নোয়াখালী থানা সেনবাগ বয়স ২০ বছর। সৌদি আরব গেছে  ৮ মাস। কোম্পানি ভিসাতে গেছে।  মাতাম এ চাকরি ...
29/07/2025

নাম: মোহাম্মদ রিয়াজ
জেলা নোয়াখালী
থানা সেনবাগ
বয়স ২০ বছর।

সৌদি আরব গেছে ৮ মাস। কোম্পানি ভিসাতে গেছে। মাতাম এ চাকরি করতো দাম্মাম। ৭ মাস পর দোকান বন্ধ হয়ে যাওয়ার কারণে সে জেদ্দা তার বড় ভাই একজনের কাছে গিয়েছিল কাজ করার জন্য। প্রায় এক মাস হয়ে গেছে তাও কোন কাজ মিলে নাই। অনেকবার আমাদের থেকে টাকা চাইছে আমরা টাকা দিতে পারি নাই। এরপর সে ১৯/২০ তারিখ দুদিন কল করছে সে নাকি চাকরি পাইছে ভালো একটা তার জন্য টাকা দিতাম । পরে আমরা বিশ হাজার টাকা পাঠাইছি। ২২ তারিখ থেকে তার আর কোনো খোঁজখবর নাই । আজকে ৯ দিন তার মোবাইল বন্ধ।

কেউ ওর সন্ধান দিতে পারলে অনুগ্রহ করে আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশী পেইজের ইনবক্সে জানান।




সৌদি আরবে প্রবাসী আরিফ হোসেন। আজ মঙ্গলবার বিদেশ থেকে দেশে আসেন। চাঁদপুরের কচুয়া উপজেলার হোসেনপুর গ্রামের ছেলে। রাজধানীর ...
29/07/2025

সৌদি আরবে প্রবাসী আরিফ হোসেন। আজ মঙ্গলবার বিদেশ থেকে দেশে আসেন। চাঁদপুরের কচুয়া উপজেলার হোসেনপুর গ্রামের ছেলে। রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাস স্ট্যাণ্ডে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সবকিছু হারায়।

29/07/2025

হালকা একটু গান এর আড্ডা 🥰🥀

শুভ সকাল! একজন প্রবাসী ভাইয়ের সন্ধান দিন২৮  জুলাই সকালে রিয়াদের দারুল শিফা এলাকা থেকে আরমানুল ইসলাম নামে এক প্রবাসী হার...
29/07/2025

শুভ সকাল!
একজন প্রবাসী ভাইয়ের সন্ধান দিন

২৮ জুলাই সকালে রিয়াদের দারুল শিফা এলাকা থেকে আরমানুল ইসলাম নামে এক প্রবাসী হারিয়ে গেছেন। মানসিকভাবে তিনি পুরোপুরি সুস্থ ছিলেন না। প্রবাসে নতুন এসেছেন।

হারিয়ে যাওয়া প্রবাসীর বাড়ি চাঁদপুর, শাহরাস্তি উপজেলার পৌর ১১ নং ওয়ার্ড ভাটনিখোলা মুন্সিবাড়ি।
পিতা : হেদায়েতুল ইসলাম মুন্সী।

কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে নিচের মোবাইল নাম্বারে জানানোর জন্য পরিবারের পক্ষ অনুরোধ জানাচ্ছি।

যোগাযোগ :
0560299539



একজন প্রবাসী ভাইকে খুঁজে পেতে সহায়তা করুন।সৌদি আরবের জুবাইল মোবাইল মার্কেট এলাকা থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার রফিক ...
29/07/2025

একজন প্রবাসী ভাইকে খুঁজে পেতে সহায়তা করুন।

সৌদি আরবের জুবাইল মোবাইল মার্কেট এলাকা থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার রফিক মিয়া গতকাল সকাল থেকে নিখোঁজ রয়েছ।

★ বিবরণ:
গতকাল সকালে কাজের উদ্দেশ্যে বের হন রফিক মিয়া। সকালে একবার পরিবারের সাথে কথা হয়েছিল, এরপর থেকে তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়।
গত রাত ৪টার পর থেকে মোবাইল চালু থাকলেও কেউ ফোন রিসিভ করছেন না।
পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় খোঁজ নেওয়া হলে জানা যায়—তিনি পুলিশি হেফাজতে নেই।

📍ব্যক্তিগত তথ্য:
নাম: রফিক মিয়া
গ্রাম: হোসেন্দী পূর্ব আত্কাপাড়া
পোস্ট অফিস: হোসেন্দী
থানা: পাকুন্দিয়া
জেলা: কিশোরগঞ্জ
বর্তমান অবস্থান: জুবাইল মোবাইল মার্কেট, সৌদি আরব

যদি কোনো সহৃদয় ব্যক্তি তাঁর অবস্থান সম্পর্কে কিছু জানেন, দয়া করে পরিবার বা সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করুন।




Address

Riyadh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naim Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share