
11/07/2025
শিরোনাম: “সাদিয়ার পাঠ্যবই”
তুমি বলেছিলে—
“পড়াশোনায় মন দিবে!”
আমি দিলাম পড়তে।
মনটা পড়ার টেবিলেই রেখে এলাম,
সিলেবাসে তোমাকে গুঁজে দিলাম।
কিন্তু তুমি?
তুমি তো পাশ করলে অন্য কারো ভালোবাসায়—
আমার পাতাটা খুললেই না আর।
আজ তোর কভার ফটোতেও আমি নেই,
শুধু প্রশ্ন, অজানা উত্তর, আর
একটা ছেঁড়া অধ্যায় পড়ে রইল—
“সাদিয়া” নামের বইয়ে।-..লেখক :জনি আহমেদ জয়...।