22/08/2024
বৃষ্টিপাত-জোয়ার ও ফেনী থেকে আগত পানির প্রেসার সবকিছু মিলিয়ে কোম্পানীগঞ্জ মোটামুটি ভাল আছে। ভাটা শুরু হয়ে যাচ্ছে। সোনাগাজীর রেগুলেটর চালু হয়ে গেছে, মুছাপুরের রেগুলেটর চালু হবে কিছুক্ষণের মধ্যে। পানির প্রবাহ স্বাভাবিক আছে। দাঁগনভুইয়া অংশে পানির প্রেসার কিছুটা বাড়লেও সিলোনিয়া নদী দিয়ে পানি নিষ্কাশনের প্রবাহ পর্যাপ্ত আছে। আপাতত কিছুটা আশঙ্কা কমেছে। ভারী বৃষ্টিপাত এবং ইন্ডিয়ান পানির প্রেসারের উপর নির্ভর করছে পরবর্তী বন্যার পরিস্থিতি কি হবে।
*** কোম্পানীগঞ্জের প্রায় সবাই এখনো পানিবন্ধি। আশ্রয়কেন্দ্রসহ আশপাশের সকল পানিবন্ধি মানুষের খোঁজ খবর রাখুন। বেশিরভাগ মানুষের রান্নাঘরে পানি। তাদের দিকে খেয়াল রাখবেন। সামাজিক সম্প্রীতির যে নজির এই দুই দিন আপনারা দেখিয়েছেন, এটি অব্যাহত রাখুন। আল্লাহ ভরসা।
Uno Conpanigonj Noakhali