Shafiq

Shafiq Religious & Entertainment

27/12/2024

এটা সম্ভবত ২০২২ সালের ঘটনা। তুই আমাদের মাফ করে দিছ ভাই।
বিএনপি নেতারা তো এসব ভুলে গেছে। তারা এখন লীগের পূনর্বাসনে ব্যস্ত। তারা এখন দ্রুত ক্ষমতায় যেতে যায়।

27/12/2024

সচিবালয়ে আগুন আর লোভাতুরের দল।
এই প্রথম দেখলাম পিনাকী দাদাকে কঠোর ভাষায় কথা বলতে।
Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য
এই অথর্ব সরকার উপদেষ্টাদের সুশীলতা, রাজনৈতিক দলগুলোী সুশীলতার কারণে আজ ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে যাচ্ছে। বিপ্লবীরা কঠোর না হলে আরও জটিল পরিস্থিতিতে পড়তে হবে।

27/12/2024

যাত্রাবাড়ীতে ধ্বংসযজ্ঞ চালায় পুলিশ, মুহূর্তেই জমে লাশের স্তূপ!
৫ আগস্ট ২৪।
বিএনপি জামায়াত কি এসব ভুলে গেছে। আওয়ামী লীগের বর্বরতা ভুলে গেছে? ২৪ এর বিপ্লবী ছাত্র জনতা কি হাসিনার ধ্বংসাত্মক আচরণ ভুলে গেছে??
তা না হলে কেন হাসিনার পুলিশলীগ, খুনীদের বিচার বিলম্বিত হচ্ছে? কেন স্বৈরাচার হাসিনার বাহিনীর বিরুদ্ধে এ্যাকশন নিতে দেরি হচ্ছে? কেন হাসিনার সব এমপিকে গ্রেফতার করতে পারলো না? কেন আমরা খুনি হাসিনা বাহিনীর উপর সুশীলতা দেখাচ্ছি??
এটা শহীদদের রক্তের সাথে বেইমানি নয়??


#বৈষম্যবিরোধীছাত্রআন্দোলন

20/12/2024

নুরুল ইসলাম সাদ্দাম ভাই।
কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির।
Bangladesh Islami Chhatrashibir

03/11/2024

তোমরা পরস্পর পরস্পরকে নেক ও তাকওয়ার কাজে সাহায্য কর, আর গোনাহ ও সীমা লংঘনের কাজে সহযোগিতা করবে না। আল্লাহকে ভয় কর,অবশ্যই আল্লাহ কঠোর শাস্তি দানকারী।
।আল কুরআন; ৫:২।

27/10/2024

২০০৬ সালে ২৮ শে অক্টোবর লগি-বৈঠার হুকুম দাতাসহ সব খুনিদের বিচার চাই।

অপকর্ম না বলে বলেন সন্ত্রাসী কর্মকাণ্ড, দূর্নীতি, মানুষ হত্যার জন্য নিষিদ্ধ হয়েছে।
27/10/2024

অপকর্ম না বলে বলেন সন্ত্রাসী কর্মকাণ্ড, দূর্নীতি, মানুষ হত্যার জন্য নিষিদ্ধ হয়েছে।

সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ আদালত প্রাঙ্গণে আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমানের উপর হামলা করে রক্তাক্ত করেছিলো। আদালত প্রাঙ্গণ...
25/10/2024

সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ আদালত প্রাঙ্গণে আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমানের উপর হামলা করে রক্তাক্ত করেছিলো। আদালত প্রাঙ্গণেও তিনি রক্ষা পান নি।
আমরা এখনো ভুলি নাই।

24/10/2024

২০১৮ সালের ফেব্রুয়ারি মাস। রাজশাহী সিটি কলেজে ছাত্রলীগের নিয়মিত কার্যকলাপের অংশ হিসেবে, তারা প্রায়ই জোর করে ছাত্রছাত্রীদের মিছিলে অংশ নিতে বাধ্য করত। একদিন মেইন গেট বন্ধ করে ঘোষণা দিল, সবাইকে মিছিলে থাকতে হবে। বাধ্যতামূলক মিছিলে অংশ নিতে না চেয়ে গেটে দাঁড়িয়ে থাকা এক কর্মীর কাছে গিয়ে বললাম, “আমাকে বাসায় যেতে হবে।” কিন্তু সে আমার কথা না শুনে, উল্টো ধাক্কা দিয়ে আমাকে ভিতরে পাঠিয়ে দিল। প্রচন্ড রাগ হলো। বাসায় ফিরে ফেসবুকে লিখলাম, “ছাত্রছাত্রীদের জোর করে মিছিলে বাধ্য করা, গেট আটকে দাঁড়িয়ে রাখা—এটাই সিটি কলেজ ছাত্রলীগ।”
পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে গেল। তখন আমাদের পরীক্ষা চলছিল। ১৪ই ফেব্রুয়ারি ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার দিন। পরীক্ষা শুরুর ১৫ মিনিটের মাথায় ১৫-২০ জন ছাত্রলীগের কর্মী পরীক্ষার হলে ঢুকল। একজন জোরে জিজ্ঞেস করল, “তানভীর আখতার শাকিব কে?” আমি উঠে দাঁড়ালাম। তারা শিক্ষককে আমার উত্তরপত্র নিয়ে নিতে বলল। একজন বলল, “ওর পরীক্ষা শেষ, খাতা নিয়ে নেন।” তারপর দুইজন এসে আমাকে দুই পাশ থেকে ধরে হল থেকে বের করে কলেজ প্রাঙ্গণে নিয়ে গেল।
ওরা জিজ্ঞেস করল, “তুই ছাত্রদল না শিবির?” আমি বললাম, “আমি সাধারণ ছাত্র।” তাদের একজন আমার ফেসবুক পোস্টটি দেখিয়ে বলল, “তাহলে ছাত্রলীগ সম্পর্কে এমন কথা কেন লিখেছিস? ফোন বের কর।” আমি আপত্তি করলাম, “ফোন তো আমার ব্যক্তিগত জিনিস, কেন দিব?” আমার কথা শেষ হওয়ার আগেই একজন আমার ফোন কেড়ে নিয়ে পোস্টটি ডিলিট করে দিল। এর পরপরই হঠাৎ করে একজন প্রচণ্ড জোরে আমার গালে থাপ্পড় দিল, আমি মাটিতে পড়ে গেলাম। এরপর আবারও আমাকে টেনে তুলে বলল, “কান ধরে মাফ চা, হাঁটু গেড়ে বসে, তা না হলে তোকেও মেরেই ফেলব।”
মনের ভেতরে তখন ঝড় বইছিল। আমি নিজেকে বললাম, “মরতে হলে মরব, কিন্তু মাফ চাইব না।" আমি তাদের স্পষ্ট জানিয়ে দিলাম, “তোমরা মারতে মারতে মেরেও ফেললেও মাফ চাইবো না।” এরপর তারা আমাকে অমানুষিকভাবে মারধর শুরু করল। চারপাশ ঝাপসা হয়ে যাচ্ছিল। এক কোনায় পুলিশের ভ্যান দাঁড়িয়েছিল। পুলিশ চুপ চাপ তাকিয়ে দেখছিল। একসময় টের পেলাম, শরীরে আঘাত লাগছে, কিন্তু ব্যথা পাচ্ছি না—মুখটা যেন অবস হয়ে গেছে। একজন বলল, “মাফ চাইবি না? তোকে মারতে মারতে মেরেই ফেলব।”
ঠিক সেই মুহূর্তে একজন শিক্ষক এসে আমাকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, “বাবারে, আর মারিস না, ছেলেটাকে অনেক মেরেছিস।” কয়েকটা আঘাত শিক্ষকের গায়েও লাগল। তিনি আমাকে জড়িয়ে ধরে কলেজ গেটের বাইরে নিয়ে এলেন এবং একটি রিকশা করে বাসায় পাঠিয়ে দিলেন।
ভালোবাসা দিবসে লাল গোলাপ নিয়ে নয়, আমি ফুলে যাওয়া মুখ নিয়ে বাসায় ফিরলাম। আমার পরিবার আতঙ্কে পড়ে গেল। আমার বাবা বললেন, “কলেজেই যদি এই অবস্থা হয়, ভার্সিটিতে গেলে তো ওকে মেরেই ফেলবে।" সেই ভীতি, কষ্ট, ঘৃণার কারণেই ২০১৯ সালে এইচএসসি পাস করে আমি বিদেশে পাড়ি জমালাম।
সম্প্রতি ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার খবর শুনে আমি প্রচন্ড খুশি হয়েছি। ব্যক্তিগত বিভীষিকাময় অভিজ্ঞতা থেকেই বলছি, এ নিষেধাজ্ঞা ন্যায়সংগত।

Copied from: Tanvir Akhter Shakib

😘
24/10/2024

😘

23/10/2024

যখনই তাদের বলা হয়েছে, যমীনে ফাসাদ সৃষ্টি করো না, তারা একথাই বলেছে, আমরা তো সংশোধনকারী।

সাবধান! এরাই ফাসাদ সৃষ্টিকারী, তবে তারা এ ব্যাপারে সচেতন নয়।

(আল-বাক্বারাহ, আয়াত: ১১-১২)

বিচারের নামে প্রহসনের পিছনে এই গরু ব্যাপারির যথেষ্ট ভূমিকা আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল নাম দিয়ে জামায়াতের শীর্ষ নে...
22/10/2024

বিচারের নামে প্রহসনের পিছনে এই গরু ব্যাপারির যথেষ্ট ভূমিকা আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল নাম দিয়ে জামায়াতের শীর্ষ নেতাদের হত্যার পিছনে এই বালেস্টার সুমনের ভূমিকা অপরিসীম।
শেষমেষ আওয়ামী লীগের দালালি করে হয়েছে এমপি।
অবৈধ এমপি। জুলাই গণহত্যার বিরুদ্ধে কোনো প্রতিবাদ না করে উল্টো হাসিনার দালালি করে আন্দোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়েছে। জুলাই গণহত্যার সহযোগী হিসেবে এই বালেস্টার সুমন ওরপে ১৩ গরুর মালিকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
জামায়াত নেতাদের হত্যার জন্য হেতের বিরুদ্ধে হত্যা মামলা, বিচারবিভাগ ধ্বংসের জন্য সর্বোচ্চ শাস্তি চাই।

Address

Taif

Telephone

+966553006708

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shafiq posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shafiq:

Share