The Day's of Safwan

The Day's of Safwan the family women

28/10/2025

মানুষ সবচেয়ে বেশি প্রেমে পড়ে কিসের জানেন?কথার।কথা বলার ধরন, স্বর, রুচিবোধ আর শব্দ!শুধু কথা দিয়ে কাউকে মে'রে ফেলা যায়,কথা...
12/10/2025

মানুষ সবচেয়ে বেশি প্রেমে পড়ে কিসের জানেন?

কথার।

কথা বলার ধরন, স্বর, রুচিবোধ আর শব্দ!

শুধু কথা দিয়ে কাউকে মে'রে ফেলা যায়,

কথা দিয়ে স্বপ্ন বাস্তবায়নের অর্ধেক কাজ হয়ে যায়,

কথা দিয়ে একটা যুদ্ধ বাঁধিয়ে ফেলা যায়!!

09/10/2025

মায়ের থেকে মাসির দরদ বেশি!
It's Maybe Fake,
কিন্তু মায়ের থেকে নানীর দরদ বেশি!
It's Always Real ✨

এদেশে পুরুষদের জন্য সবচেয়ে সহজ কাজ হলো বউকে বশে রাখা। সকালে হাতে হাতে দুইটা বাসন এগিয়ে দিবেন বউ খুশি। দুপুরে একটা তরকারি...
07/10/2025

এদেশে পুরুষদের জন্য সবচেয়ে সহজ কাজ হলো বউকে বশে রাখা। সকালে হাতে হাতে দুইটা বাসন এগিয়ে দিবেন বউ খুশি। দুপুরে একটা তরকারি কম রান্না করতে বলবেন বউ খুশি। ছুটির দিন একটু বাইরে নিয়ে যাবেন বউ খুশি। সবাই এমন কিনা জানিনা তবে আশেপাশে যতোগুলো মহিলাদের দেখি অধিকাংশই এমন। তারা স্বামীর যত্নের কাঙাল। এদের স্বামী যদি চুলে হাত বুলাতে বুলাতে বুক থেকে হৃদপিণ্ড খুলে নেয় তাও কিছু বলবেনা মেয়েগুলো। তবে আমাদের দেশের ভাই-বেরাদাররা এমন সহজ যত্নের ব্যাপারেও কেন জানি খুব উদাসীন।

একদলের আবার প্রচুর চাহিদা থাকে গয়ণা, শাড়ি, টাকাপয়সার। এর পেছনেও স্বামীদের অবদান আছে। এরা নিজেরাই টাকার গরমে বউকে পায়ের তলায় রাখে। বউ যখন বুঝতে পারে এ সংসারে টাকা-পয়সা ছাড়া পাবার মতোন তার তেমন কিছু নাই তখন সে ভালোবাসা-যত্নের পাঠ চুকিয়ে আখের গোছায়। একদল আমার সাথে দ্বিমত করলেও অনেকে জানে সত্যিটা আসলে এটাই।

আপনি যদি বউকে যত্নে রাখতে না পারেন তাহলে সোনা, গয়ণা, রত্নে জড়িয়ে রাখতে হবে। কিছুই না পেলে সংসার করার মোটিভেশানই বা পাবে কোথা থেকে মেয়েরা।
courtesy Ramen Rio

07/10/2025

বদনাম করার জন্য শুধু মুখ লাগে আর প্রশংসা করার জন্য চোখ, মুখ, ব্রেন, মন অনেক কিছু লাগে।তাই প্রশংসার চেয়ে বদনাম করা সহজ।

ডালিম আর আনারের মধ্যে পার্থক্যটা আসলে কি কেউ জানলে জানাবেন তো।পাহাড়ে চাষ করা ডালিমের ফুলছবিটা তায়েফের শাফা পাহাড় থেকে তো...
07/10/2025

ডালিম আর আনারের মধ্যে পার্থক্যটা আসলে কি কেউ জানলে জানাবেন তো।

পাহাড়ে চাষ করা ডালিমের ফুল

ছবিটা তায়েফের শাফা পাহাড় থেকে তোলা

স্বামীর কথা শুনুন, স্বামীর কথা অনুযায়ী চলুন। স্বামীর সাথে বিতর্ক বা দ্বিমত পোষণ করবেন না। স্বামীর যত্ন নিন, তার পরিবারের...
13/07/2025

স্বামীর কথা শুনুন, স্বামীর কথা অনুযায়ী চলুন। স্বামীর সাথে বিতর্ক বা দ্বিমত পোষণ করবেন না। স্বামীর যত্ন নিন, তার পরিবারের যত্ন নিন। স্বামীর পরিবারের যত্ন করলে যদি স্বামীর মন পাওয়া যায়, তবে তা-ই করুন। এতে অভিযোগ করবেন না। স্বামী কোনো দোষ করলে, ক্ষমা করে দিন। নিজের চাহিদা সীমিত রাখুন। তার নিকট কিছু চাইবেন না।
স্বামী যতই অন্যায় করুক, তবুও তাকে কিছু বলবেন না।

মনে রাখবেন, অভিযোগ করে কাউকে বদলানো যায় না। তাই মেনে নিন, মানিয়ে নিন। সবসময় মুখ তুলে, জবাব দিয়ে কিছু বদলানো যায় না।
তার মন পাওয়ার চেষ্টা করুন। ধীরে ধীরে সম্পূর্ণ মন দখল করে নিয়ে তার বাড়ি-ঘর, জায়গা-জমি সব নিজের নামে করে নিন। তারপর ব্যাটাকে উচিত শিক্ষা দিন।🐧

এই এক পার্ক যার কোনও আগামাথা পাই নারুদ্দাফ পার্কতায়েফ, সৌদি আরব
17/06/2025

এই এক পার্ক যার কোনও আগামাথা পাই না

রুদ্দাফ পার্ক
তায়েফ, সৌদি আরব

14/06/2025
পার্কে গিয়ে এক সাইকেলে উঠে বসছে আর নামবে না।আমরা চলে এসেছি তাও বসে ছিল। দূরে বসে তাকিয়ে ছিলাম।এক ঘন্টা বসে থেকে তারপর নি...
14/06/2025

পার্কে গিয়ে এক সাইকেলে উঠে বসছে আর নামবে না।আমরা চলে এসেছি তাও বসে ছিল। দূরে বসে তাকিয়ে ছিলাম।
এক ঘন্টা বসে থেকে তারপর নিজ থেকে নেমে এসেছে।

এক প্রকারের মানুষ থাকবে যারা ফুল প্লেট খেয়ে উঠে বলবে খেতেই পারেনা।আপনার সামনে খেয়ে যখন আপনাকে বলবে তুমি কি দেখেছ আমি খেত...
07/06/2025

এক প্রকারের মানুষ থাকবে যারা ফুল প্লেট খেয়ে উঠে বলবে খেতেই পারেনা।আপনার সামনে খেয়ে যখন আপনাকে বলবে তুমি কি দেখেছ আমি খেতে পারলাম কই??
তখন আপনি কি উত্তর দেন।শিখতে চাই।

04/06/2025

লম্বা এক বিরতির পর আবার ভাবতেছি রেগুলার পোস্ট করব।মাঝেমধ্যে মানুষের ভুল ধারণা কাটিয়ে দিতে হয়।।

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

Address

Saudi Arabia/Bangladesh
Taif
26523

Alerts

Be the first to know and let us send you an email when The Day's of Safwan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Day's of Safwan:

Share