সৎ সঙ্গ

সৎ সঙ্গ লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ
আল্লাহু আকবার
আস্তাগফিরুল্লাহ

শিলপাটার ওজন।১৯৯৬  সাল। বিয়ের মাত্র দু’বছর পেরিয়েছে। একদিন আমার আর আমার স্ত্রী লিজার মধ্যে লেগে গেলো তুমুল ঝগড়া। ঝগড়া শে...
09/08/2025

শিলপাটার ওজন।

১৯৯৬ সাল।
বিয়ের মাত্র দু’বছর পেরিয়েছে।
একদিন আমার আর আমার স্ত্রী লিজার মধ্যে লেগে গেলো তুমুল ঝগড়া। ঝগড়া শেষে সে ব্যাগ ঘুচিয়ে বিদায় নিলো। শহরেই তাঁদের বাড়ি।বলে গেল জীবনেও ফিরবে না।আমিও বললাম। সমস্যা নাই, নো প্রবলেম।

সমস্যা হলো, বাবা বাড়ি ফেরার পর। তিনি বাড়ি ফিরলে দরজা খুলে লিজা। তিনি পুত্রবধূ দরজায় দাঁড়িয়ে আছে দেখতে পেলে অতি আনন্দিত হয়ে তার হাতে চকলেট, পেয়ারা, আমড়া এসব হাবিজাবি গুঁজে দেন। পুত্রবধূ আরেক কাঠি বাড়া, তিনি আগে থেকেই বেলের শরবত, লেবুর শরবত সব অখাদ্য বানিয়ে রাখেন। মাঝে মাঝে দেখি পুত্রবধূর পার্স বেশ ভারি। বাবা পেনশনের টাকা পেয়েছেন, আর তা কাউকে না বলে গুঁজে দিয়েছেন তার হাতে।
তো, সেদিন লিজা না, দরজা খুললেন মা।
বাবা অবাক! তাঁর নুপুর পায়ে ঝমঝম করা কন্যা গেলো কই?
মা-ই দরোজায় দাঁড়িয়ে সব বললেন। তাঁর কথা শুনে মনে হচ্ছে বাংলা সিনেমার কুখ্যাত এক ভিলেনের জন্ম দিয়ে তিনি অতি দুঃখিত। এ কুপুত্রের মুখ তিনি আর দেখতে চান না।
বাবা একটি কথাও বললেন না, বাড়িতেও ঢুকলেন না। সারা শরীরে ঘাম নিয়ে হনহন করে বেরিয়ে গেলেন।
ঘন্টা দুয়েক পর দেখি পিতা-কন্যা অতি আনন্দে গলাগলি করে ফিরে এসেছে।
তাঁদের পৌষ মাস, আমার সর্বনাশ! কারণ জানি আজ বাবা ছাড়বেন না। অতি কোমল এ মানুষটির মত ‘কঠিন’ মানুষ আমি খুব কম দেখেছি।
তিনি আমাকে ডাকলেন, কিন্তু একটুও রাগারাগি করলেন না। ঠান্ডা গলায় যা বললেন তা হচ্ছে,

১। তোমার স্ত্রী তোমার সন্তান গর্ভে ধারণ করবেন। একটি পূর্ণাঙ্গ শিশু যখন মায়ের গর্ভে থাকে তার ওজন হয় প্রায় একটি পাটার ওজনের সমান, যাতে মরিচ বাটা হয়। এখন তোমাকে যদি একটি পাটা পেটে বেঁধে দেয়া হয়, তুমি কতক্ষণ তা বহন করতে পারবে? পনের মিনিটও না। আর তোমার স্ত্রী তা বইবেন দশ মাস দশ দিন। কেবল মেয়েরাই এই কষ্ট সহ্য করেন, পুরুষরা নন। এ ব্যাপারটা মাথায় রাখলে কোনোদিন কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার করতে ইচ্ছে হবে না।

২। তুমি তোমার স্ত্রীকে সম্মান না করলে তোমার সন্তানও কোনদিন কোনো মহিলাকে সম্মান করবে না। তোমার ব্যবহারের কারণেই সে বুঝতে পারবে না, মাতৃজাতির সম্মান কত উচ্চ।

৩। মনে রাখবে, মেয়েরা যত ক্ষমতাবানই হন না কেন, বাবার কাছে, স্বামীর কাছে তাঁরা ‘পক্ষীশাবকের’ আদর চান, মায়া চান। এমনকি রানি এলিজাবেথও এর ব্যতিক্রম নন। এ পক্ষীশাবকের সমস্ত স্বাচ্ছন্দ্য তোমাকেই নিশ্চিত করতে হবে। নয়তো কপালে যতই ইবাদতের কালো দাগ পড়ুক, মহান আল্লাহতালা তোমাকে রহম করবেন না।

৪। আজ আমি তোমার হয়ে তোমার স্ত্রীর কাছে ক্ষমা চেয়েছি। কারণ আসলেই তুমি অন্যায় করেছ। তবে এ ক্ষমা চাওয়ায় আমি লজ্জিত নই। পিতা কন্যার কাছে ক্ষমা চাইতে পারেন। এটা হচ্ছে মমতা থেকে চাওয়া ক্ষমা, কিন্তু ব্যাপারটা তোমার জন্য খুবই লজ্জার বিষয়, কারণ তোমার জন্য তোমার বাবাকে ক্ষমা চাইতে হয়েছে।পুত্রের আচরণের জন্য পিতার ক্ষমা চাওয়ার চাইতে বড়ো লজ্জা আর কিছু হতে পারেনা।

তারপর বাবা আমার মাথায় হাত রেখে বললেন, শুধু নিজের স্ত্রী নয়, দুনিয়ার সব মেয়ের ক্ষেত্রে যা বললাম সে ব্যাপারগুলো খেয়াল রাখবে, দেখবে পরমকরুণাময় তোমার জীবন ফুলে ফুলে ভরে দেবেন।

আমার মনে হচ্ছে, আমরা সব বাবারা যদি আমাদের সবার পুত্রদের এভাবে বুঝাতাম তাহলে কত মেয়ে বেঁচে যেতো!

(আমার লেখা 'স্বপ্নডানা' বই থেকে নেওয়া। লেখাটি শেয়ার করা যাবে।)

#আসুনমায়াছড়াই

18/07/2025

১৮ জুলাই সব মোবাইল গ্রাহক পাচ্ছেন ৫ দিন মেয়াদি এক জিবি ফ্রি ডাটা। ফ্রি ডাটা পেতে ডায়াল করুন জিপি *121*1807 #, রবি *4*1807 #, বাংলালিংক *121*1807 এবং টেলিটক *111*1807 # নম্বরে।

এক বুড়ি ব্যাংকে চার লাখ টাকা রাখতে আসলো। ব্যাংক ম্যানেজার বলল আপনার টাকার উৎস কি? বুড়ি বলল আমি বাজি ধরি। ছোট ছোট বাজি ...
17/07/2025

এক বুড়ি ব্যাংকে চার লাখ টাকা রাখতে আসলো। ব্যাংক ম্যানেজার বলল আপনার টাকার উৎস কি? বুড়ি বলল আমি বাজি ধরি। ছোট ছোট বাজি ধরে টাকা ইনকাম করি। ম্যানেজার খুব আশ্চর্য হলেন জানতে চাইলেন কি বাজি ধরেন? বুড়ি বলল যেকোন যেমন ধরুন এই মুহূর্তে আপনার সাথে বাজি ধরতে পারি যে আপনার মাথার চুল আলগা। ম্যানেজার হেসে বলল আপনি হেরে যাবেন কারণ আমি আলগা চুল পরি না আমার চুল নিজের। বুড়ি বলল বাজি ধরবেন কিনা এক লাখ টাকা বলেন? ম্যানেজার হেসে বলল বাজি ধরলাম। বুড়ি বলল কাল আমি উকিলসহ সকাল 11 টায় এসে আপনার চুল আলগা কিনা তা প্রমাণ করে বাজি জিতে যাব। ম্যানেজার বলল ঠিক আছে আমি ১১ টায় আপনার জন্য অপেক্ষা করবো। পরদিন বুড়ি উকিলসহ আসলো এবং ম্যানেজার কে বলল যেহেতু একজন উকিল আছে তার সামনে আমি নিজে আপনার চুল ধরে টেনে প্রমাণ করবো আপনার চুল আলগা। ম্যানেজার হাসিমুখে রাজি হলেন। বুড়ি ম্যানেজারের চুল ধরে টানতে লাগলেন। আর উকিল দেয়ালে তার মাথা ঠুকতে লাগলেন। ম্যানেজার নিজের চুল টানার ব্যথা সহ্য করেই জিজ্ঞেস করলেন উনি দেওয়ালে মাথা ঠুকছেন কেন? বুড়ি উত্তরে বললেন কারণ উনার সাথেই বাজি ধরেছিলাম শহরের সবচেয়ে বড় ব্যাংকের ম্যানেজারকে সকাল 11 টায় চুল ধরে টানবো এবং যদি পারি উনি আমাকে পাঁচ লাখ টাকা দেবেন। এখন উনি আমাকে 5 লাখ টাকা দিবেন সেখান থেকে আপনাকে ১ লাখ টাকা দিয়ে দিব এবং বাকি 4 লাখ টাকা আপনার ব্যাংকে ডিপোজিট রাখবো। এই গল্পটা থেকে অনেক কিছু শেখার আছে কিন্তু ছোট্ট একটা জিনিস আমি শিখলাম খেলা হয় অন্য জায়গায় দেখা যায় আরেক জায়গায়। গল্পটা শুরুতে ভেবেছিলাম খেলাটা ম্যানেজার এবং বুড়ির মধ্যে। কিন্তু আসলে খেলাটা বুড়ি আর উকিলের মধ্যে। ম্যানেজার হচ্ছে সামান্য লাভবান বলির পাঠা।

এই পোস্ট টা একজনের লেখা আমার কাছে খুব ভালো লেগেছে তাই শেয়ার করলাম। আশা করি সবাই পড়বেন। আপনারাও শেয়ার করবেন ইনশাআল্লাহ...
13/07/2025

এই পোস্ট টা একজনের লেখা আমার কাছে খুব ভালো লেগেছে তাই শেয়ার করলাম। আশা করি সবাই পড়বেন। আপনারাও শেয়ার করবেন ইনশাআল্লাহ।

*এমন এক পরিবারে জন্ম আমার যে'খানে শিক্ষা গ্র'হন করে ভালো মানুষ হতে গেলে এলাকা ছে'ড়ে দি'তে হবে।
ঠি'ক এই কাজটাই আমার মা বাবা করেছিল।
কারন রা"জনী'তি আর প্রভাব কাজে লাগিয়ে প্রায় সবাই শি'ক্ষা থেকে দুরে, এস এস সি পাশ নাই কেউ!

চি'রচেনা এ'লাকা আর সকল relative কে ছেড়ে এক নতুন যা'য়গায় ব'সত গড়ে আমার মা বাবা।

শুরুতেই শুনতে হয়েছে আমার মা বাবা আ'লাদা হয়ে গেছে আমাদের কে নিয়ে, তারা নি'জেদের নিয়েই ভা'বে।
আমি নিজেও কাজিন সহ এত পরিচিত মুখ ছেড়ে ,নিজ এলাকা ছে'ড়ে যেতে চাইনি।

নতুন বাসায় নতুন আ"ইন- সন্ধার আগেই বাসায় আসা লাগবে।
আগের মত আমি দেরী করে আসার পরেই বে"দম মা"ই'র!
যে মা"ইর এর আগে নানা বা'ড়িতে দেওয়া ছিল অ'সম্ভব!

কয়েকবার মা'র খেয়ে পালিয়ে গিয়েছিলাম , নানির কাছে না'লিশ দিয়েছি অনেক বার।
২ বার এমন মা'ইর খা'ইছি যে হা"স্পাতালেও ভর্তি হয়েছি।
ক্লাস ৫ এর পর আমি জানিনা কবে স্কুল থেকে বাসায় আসার পরে খেলতে বের হয়েছি।

স্কুল van এ ক্লাস ৯ পর্যন্ত যেতে হয়েছে।
এস এস সি তে ভালো ফলাফল করলাম।
কলেজ ছিল বাংলাদেশ নৌ''বাহিনী কলেজ, মিরপুর -১৪!
সেখানেও অনেক নিয়ম কানুন!

জু'তা, ঝা'ড়ু , বে'ত , চি'রুনী এমন কিছু নাই যে মা'ইর খা'ইনি।
মনে মনে কত অভিশাপ যে দিছি মা বাবাকে!
বই , আমার বি'ড়াল আর পাখি ছিল আমার বন্ধু❤️

এইচ এস সি পাশ করলাম! তা ছিল আমার কাজিন সহ পুরো পরিবারের আগের পরের সবার চেয়ে ভালো ফলাফল!

তবু মা বাবা সেই পারিবারিক রা"জনৈতিক প্র'ভাব থেকে মু'ক্ত করতে পারেনাই, তবে এই যে শিক্ষা আর বে'দম মা"ইর তা আমাকে একজন মানুষ হিসাবে গড়ে তুলেছে।

২০১১ সালে লন্ডনে ছাত্র ভি'সায় আমি চলে যাই, যদিও আমি যেতে চাইনি।
তবে বাবার এক হুং'কারেই আমি রাজি হয়ে যাই।

আজ আমি প্রতিষ্ঠিত, sow & shopner feriwala এর মত ২টা organisation কে আমি বিদেশে থেকেও গড়েছি!

হাজার হাজার মানুষের দোয়া পাচ্ছি!

আমি যখন এখনো ভুল করে ফেলি, তখন আমার মাঝে মধ্যে মনে হয় যদি মা বাবা আমাকে আরও একটা জু''তার বাড়ি বেশী দিতেন আমি হয়ত আরও ভালো মানুষ হতে পারতাম!
আরও প্রতিষ্ঠিত হতে পারতাম!'

তখন আমারও মনে হত মা বাবা আমাকে এত মা'রে, আমার কি দোষ?

আজকে কিন্তু মা বাবার সে'ই মা'ইর কম হয়েছে বলে মনে হয়!
আর আজকাল ইংলিশ মিডিয়ামে পড়ে এক লাইন ইংরেজি শিখেই এই দেশের কা'লচার , আ'ভিজাত্য কে তু'চ্ছ মনে হয়?

আবার বি'জয় সা'ইন দেখানো হয়?
আদালতের উচিত এই ধরনের বাচ্চাদের' কিশোর সংশোধন কা'রাগারে প্রে'রণ করা উচিত।

মা বাবার আ"ঘাত গুলি আপনার আমাকে একজন মানুষ হিসাবে গ'ড়ে তুলতে সাহায্য করে।

সাংবাদিক রাও এসব প্র"চার করে নে'গেটিভ impact দিচ্ছেন।
মা বাবার শা'সন করার অধিকার আছে যা দুনিয়ায় এইরকম ভাবে শা'সনের লা'ইসেন্স আর কারো নাই।'

বর্তমানে সমাজে কি'শোর কি'শোরী রা বি'প'দগামী হচ্ছে মা বাবার শা'সনে ক'মতি আছে বলেই।

দিনশেষে মা বাবাই আপনার আপন, তাদের চেয়ে কেউ আপন হতে পারে এই theory তে আমি নিজে বিলিভ করিনা।'

sow founder
Rana Abdullah

যাদু সাধারনত নিকটাত্মীয়দের মাঝে প্রতিহিংসাপরায়ন লোকেরাই করে। সেটা খাবারের মাধ্যমে বা ঘরে ছিটানোর মাধ্যমে বা অন্য যেকোনো ...
10/07/2025

যাদু সাধারনত নিকটাত্মীয়দের মাঝে প্রতিহিংসাপরায়ন লোকেরাই করে। সেটা খাবারের মাধ্যমে বা ঘরে ছিটানোর মাধ্যমে বা অন্য যেকোনো ভাবে। বিভিন্ন কারনে করে থাকে যেমন হাজবেন্ড ওয়াইফের মাঝে বিচ্ছেদ ঘটানো, সম্পত্তি দখল করা, মেরে ফেলার জন্য, অসুস্থ করে দেওয়ার জন্য বা আসক্ত করার জন্য ইত্যাদি।

আপনার তৃব্র সন্দেহের তালিকায় যারা আছে অর্থাৎ যাদেরকে আপনি সন্দেহ করছেন যে তারা আপনাকে যাদু করার সম্ভাবনা রয়েছে। তাদের পক্ষ থেকে আসা গিফট ও খাবারের ব্যাপারে সতর্ক হন। হাদিয়া আসার পর সম্ভব হলে চেক করুন।

ছবি- এক বন্ধু আরেক বন্ধুকে জুতা গিফট পাঠিয়েছিলো। অতঃপর সন্দেহ হওয়ায় তা চেক করে জুতা থেকে বিভিন্ন যাদু ও তাবিজ বের হয়।

সতর্কতা জরুরী।

[আরব একটি পেজ থেকে সংগৃহীত]

সংগৃহীত.

আব্বা আম্মারা। যদিও অপ্রাসঙ্গিক, তবুও বলছি। এজন্যই পরিবার এবং সন্তানদের জন্য সূরা বাকারার শেষ চার আয়াত আরবীতে না হলেও বা...
06/07/2025

আব্বা আম্মারা। যদিও অপ্রাসঙ্গিক, তবুও বলছি। এজন্যই পরিবার এবং সন্তানদের জন্য সূরা বাকারার শেষ চার আয়াত আরবীতে না হলেও বাংলায় সব সময় পড়বেন।

হে আমাদের রব, আমাদের এমন পরীক্ষায় ফেলবেন না, যে পরীক্ষায় আমরা পাশ করতে পারব না। এমন ভার আমাদের দেবেন না, যে ভার আমরা বহন করতে পারব না।

নীচের অত্যন্ত দু:খজনক এই কাহিনীর পিতা মাতার উপর আল্লাহপাক কী পরিমাণ ভার চাপিয়েছেন, তা কী কল্পনা করা যায়!!

আল্লাহপাক তাঁদের সবাইকে জান্নাতবাসী করুন। পিতামাতাকে এই শোক সইবার শক্তি দান করুন।

13/06/2025

রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেন— সৎ সঙ্গী ও অসৎ সঙ্গীর উপমা তো আতর-বিক্রেতা ও কামারের মত। আতর-বিক্রেতা (এর পাশে বসলে) হয় সে তোমার দেহে (বিনামূল্যে) আতর লাগিয়ে দেবে, না হয় তুমি তার নিকট থেকে তা ক্রয় করবে। তা না হলেও (অন্ততপক্ষে) তার নিকট থেকে এমনিই সুবাস পেতে থাকবে। পক্ষান্তরে কামার (এর পাশে বসলে) হয় সে (তার আগুনের স্ফুলিঙ্গ দ্বারা) তোমার কাপড় পুড়িয়ে ফেলবে, না হয় তার নিকট থেকে দুর্গন্ধ পাবে। [সহিহ বুখারি: ২১০১]

গরু বা ছাগলের পায়ার মধ্যে ক্যালসিয়াম থাকে বলে একটা খুব খুব বড় ভুল ধারণা আছে আমাদের।মূলত হাড়ের যে অংশটা আমরা ফেলে দেই, শক...
10/06/2025

গরু বা ছাগলের পায়ার মধ্যে ক্যালসিয়াম থাকে বলে একটা খুব খুব বড় ভুল ধারণা আছে আমাদের।

মূলত হাড়ের যে অংশটা আমরা ফেলে দেই, শক্ত, সাদা অংশ, ওটা ক্যালসিয়ামের লবণ দিয়ে তৈরি। আর যে জিনিসটা আমরা নেহারিতে খাই, সে জিনিসটা পুরোটাই চর্বি। ওতে ক্যালসিয়ামের ছিঁটেফোঁটাও নেই। থাকলেও খুবই অল্প। এতে অন্যান্য নিউট্রিয়েন্ট, ভিটামিন আছে কিন্ত চর্বির তুলনায় নগণ্য।

তাই ক্যালসিয়ামের দোহাই দিয়ে বয়স্ক মানুষ বিশেষত দাদু,নানুদের নেহারি বেশি খাওয়া একদমই উচিৎ নয়। শুধু বয়স্ক ব্যক্তিগণ নন, আমাদেরও উচিত এই চর্বি খেতে সতর্কতা অবলম্বন করা।

পায়া খেলে ক্যালিসিয়ামের অভাব তো পূরণ হয়ই না বরং হৃদরোগের ঝুঁকি অনেক বেশি বেড়ে যায় বয়স্কদের।

শাদমান আবরার,
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ,
মিটফোর্ড হসপিটাল, ঢাকা


Edit:

১. কুরবানীতে আমি নিজে সারাদিন একা বসে আস্ত গরু বানানোর পর জন্য কিছু মানুষ এসে আমার পোস্টে কমেন্ট করে "Beef এর বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক অপপ্রচারের জন্য পোস্ট দিচ্ছি", তখন মনে হয় বাঙালি আসলেই কবিরাজই ডিজার্ভ করে। ভাই, আমি একা একবসায় যে পরিমাণ গো/শ/ত খাইসি, আপনি ৭ দিনেও খেতে পারবেন না। আরে ভাই আপনি গো/শ/ত খান না। পায়া নিজে খান। বয়স্ক মানুষের ক্যালসিয়ামের ঘাটতি থাকে। ডাক্তারই বলবে৷ আপনি তো না জেনে ক্যালসিয়াম মনে করে পায়ার চর্বি খাওয়াবেন। বয়স্ক মানুষকে কম ফ্যাটের অংশগুলো খাওয়ান। আপনিসহ বাড়ির কমবয়সীরা পায়া খান যাদের একটু চর্বি বেশি খেলেও সমস্যা নেই।

২. নেহারী খেলে নাকি রোগ ভালো হয়, নেহারীর দাম বেশি দেখে পোস্ট দিসি। ভাই ন্যূনতম লজ্জা রাখেন। গুগল হাতের কাছেই আছে। গুগলে সার্চ দিন, তাহলেই পাবেন আমি ঠিক বলেছি না ভুল।

৩. হ্যাঁ, হাড়ে কোলাজেন আছে। আরো অনেক ভিটামিন আছে, নিউট্রিয়েন্ট আছে। কিন্ত এরচেয়েও বেশি আছে চর্বি। এখানে হালাল খাবার নিরুৎসাহিত করাতে অনেকে মনঃক্ষুণ্ণ হচ্ছেন। ভাই চর্বিও হালাল খাবার, তাহলে হার্টের রোগীকে চর্বি খাওয়াবেন? চিনিও হালাল খাবার, তাই বলে ডায়াবেটিস রোগীকে চিনি খাওয়াবেন? একটা নির্দিষ্ট বয়সের/রোগীর জন্য খাবার কন্ট্রোলে খেতে হয়। বার বার বলছি কম বয়সীদের জন্য নেহারী অনেক পুষ্টি কর খাবার। কিন্ত বয়স্ক বিশেষত হার্টের রোগীদের জন্য নেহারীর চর্বি ক্ষতিকর।

৩. গরুর মাং /স প্রোটিনের খুব্বই ভালো উৎস। চর্বি ছাড়া গো/শ/ত খান। তেল কম দিয়ে খান। নেহারীতে চর্বি, তাই সতর্ক করেছি। এটাতেও অনেকের সমস্যা।

No wonder ভালো ডাক্তাররা বাংলাদেশে থাকতে চায় না। অন্তত মেধার সম্মানের জন্যও বিদেশে চলে যায়, যাতে তাদের কথা কেউ অন্তত পাত্তা দেয়। স্টুডেন্ট লাইফেই রিয়েলিটি চেক পেলাম।

Share

07/06/2025

'তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম'।
"ঈদ মোবারক"!

যারা ৯ রোজা রাখার নিয়ত করেছেন ।তারা আজকে রাতে সাহরি খেয়ে নিয়ত করে আগামীকাল ১লা জিলহজ্জ রোজা রাখবেন। 🌙
28/05/2025

যারা ৯ রোজা রাখার নিয়ত করেছেন ।
তারা আজকে রাতে সাহরি খেয়ে নিয়ত করে আগামীকাল ১লা জিলহজ্জ রোজা রাখবেন। 🌙

📍আত্মহত্যা এবং পোস্ট মর্টেমথার্ড ইয়ার থেকে মেডিকেল স্টুডেন্টদের ফরেনসিক ক্লাস শুরু হয়। ক্লাসের একটা পার্ট হচ্ছে পোস্ট ...
27/05/2025

📍আত্মহত্যা এবং পোস্ট মর্টেম

থার্ড ইয়ার থেকে মেডিকেল স্টুডেন্টদের ফরেনসিক ক্লাস শুরু হয়।
ক্লাসের একটা পার্ট হচ্ছে পোস্ট মর্টেমে উপস্থিত থাকা; কীভাবে করা হয় দেখা ও শেখা ।
আমরা একদম প্রথম যে দুইটা কেস পেয়েছিলাম-
দুইটাই মেয়ে,অল্প বয়সী।
দুইটাই সুইসাইডাল কেইস।
একজন গলায় ফাঁস,আরেকজন বিষ খেয়ে মরা।
প্রথমেই ডেড বডির শরীর থেকে কাপড় সব খুলে ফেলা
হয়। ডাক্তার , স্টুডেন্ট ,পুলিশ এবং ডোম ( যারা কমনলি লাশ কাটে,
হ্যান্ডেল করে ) সবাই উপস্থিত থাকে সেখানে। এরপর গলা
থেকে নাভির নিচ পর্যন্ত ছুরি দিয়ে চামড়া
কাটা হয়। এরপর গরুর যেভাবে চামড়া ছাড়ায় সেভাবে চামড়া ছাড়ায়।
তারপর বুকের পাঁজর যেভাবে যেভাবে কাটে সেটাকে ঠিক
কাটা বলা যায় না; ভাঙে বললেই ভালো! গরুর হাড় যেভাবে কশাইরা
কাটে অনেকটা সেরকম।
কন্ঠনালী অনেকটা টেনে হিঁচড়ে বের করে জিহ্বা সহ।
এরপর হার্ট, লিভার, পাকস্থলি কেটে প্রিজার্ভ করা হয় ।
বেশি খারাপ লাগে যখন মগজ বের করে। আমাদের দেশে
'ইলেক্ট্রিক স' নাই, মাথার খুলি কাটার জন্য। ওরা যেটা করে-
কাঠমিস্ত্রির দোকানে হাতুড়ি বাটাল হয়ত দেখে থাকবেন, ওই হাতুড়ি
বাটাল দিয়ে বাড়ি দিয়ে দিয়ে খুলি ফাটায়; খুলি ভাঙার শব্দটা খুব অদ্ভুত!
তার আগে মাথার মাথার চামড়া সহ চুল মোটামুটি বলা যায় হ্যাঁচকা টানে
খুলে ফেলা হয়। তখন মানুষটাকে আর মানুষ মনে হয় না ।
এক্সামিন শেষে ব্রেইনটাকে পেটের ভেতর পুরে দিয়ে
সেলাই করে দেয়।
সত্যি বলতে কোরবানির সময় গরু ছাগল জবাই থেকে মাংস কাটা
সবই দেখেছি, করেছি।
আমার কাছে মনে হয়েছে গরু ছাগলও অনেক যত্ন নিয়ে
কাটে মানুষ! কারণ ওটার চামড়া দামী, মাংস দামী। চামড়াটা যেন অক্ষত
থাকে, চামড়া যেন থেতলে না যায়; এমন অনেক কিছু
মেইনটেইন করা লাগে। শুধু পোস্ট মর্টেমের সময়
যেভাবে ডেড বডির সাথে বিহেভ করা হয়, সেটা দেখে প্রত্যেক ডাক্তার আর মেডিকেল স্টুডেন্ট মনে মনে এই
দোয়া করতে কখনও ভুলে না- খোদা , আমাকে এমন মৃত্যু দিও না যে আমার মৃতদেহের পোস্ট মর্টেম করার প্রয়োজন
পড়ে ।
!
এইগুলো সাধারণত পাবলিকলি না বলাই ভালো। কিন্তু এতকিছু আজকে
বললাম শুধু নিউজ ফিডে একটা সুইসাইডাল মৃত্যুর খবর বেশ ঘুরপাক
খাচ্ছে দেখে। সেই পুরাতন প্রেম, প্রেমে ব্যর্থতা, হতাশায় ডুবে যাওয়া
এরপর মেয়েটার/ছেলেটার সুইসাইড; মরার আগে ছেলেটাকে/মেয়েটাকে দায়ী করে যাওয়া।
একবার আমার ফ্রেন্ড লিস্টের একটা মেয়ে স্ট্যাটাস দিয়েছিল
'এই দেশে যতটুকু শালীনতা এখনও আছে ধর্মীয়
মূল্যবোধের কারণেই'।
মেয়েটা হিন্দু; এইরকম স্ট্যাটাস সাধারণত মুসলমানেরাও খুব একটা
ওপেনলি দেয় না।
যাই হোক, সেই সুইসাইডের দোষ কাকে দেব?
মেয়েটাকে?
ছেলেটাকে? নাকি বাবা- মাকে?
আজকাল এইসব ধর্মীয় মূল্যবোধের কথা বলাও
তো মুশকিল। আর কে কাকে শেখাবে! এই জেনারেশনের কাছে এইসব রিলেশন প্রেম-প্রীতিই মূখ্য বিষয়। ব্রেইনের
কর্টেক্স জুড়ে এছাড়া আর কিছু আছে বলেও মনে হয় না।
টাইমলাইন জুড়ে এইসবই দেখি প্রতিদিন । ফেইসবুকে এই রকম
ফ্লার্টিং এর কাহিনী সবাই পড়ে, জানে। তবুও কেন যেন 'আমার ও এইরকম না' এমন অ্যটিচ্যুড প্রত্যেকটা মেয়েই ধারণ করে।
মেয়েদের বলে রাখি- দুনিয়ার সব ছেলেকেই দেহ দান করার পর ফ্লার্ট বলার আগে শুরু থেকেই ফ্লার্ট ভাবাটা সেইফ।
আমি ছেলে হলেও এই কথাই বলব।
নিজের নিপাট ভদ্র কলেজ ফ্রেন্ডটাও যখন এক মেয়ের জীবন নষ্ট করে বলে 'এই
মুহূর্তে আমার বিয়ে করা সম্ভব না', এরপর আরেক মেয়েকে
পারিবারিক ভাবে বিয়ের প্রস্তাব পাঠায় তখন পুরুষ জাতির কাউকে
বিশ্বাস করতে বলার মুখ থাকে না ।
আর যে তোর জীবন নষ্ট করল তার জন্য নিজের জীবন
শেষ না করে দিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য বেঁচে থাক!
নারে , বাপ মায়ের এতদিনের জমানো ভালোবাসা এত সস্তা করে
দেওয়ার অধিকার কেউ তোকে দেয় নাই। আর একদল আছে
এদের প্রতি সিম্প্যাথি দেখিয়ে আহা-উহু করে এই ওয়েকে উৎসাহিত করে ৷
মনে রেখ, তোমার বোনটা বা ভাইটা তোমার ওই আহা উহু
দেখে মনের মধ্যেগেঁথে নেয়-
'Su***de is a noble way to get public sympathy.'
আর হ্যাঁ, যাদের মন এখনও বলে সুইসাইড জিনিসটা মন্দ না;
তাদের বলছি- এই স্ট্যাটাসের প্রথম অংশটা আবার একটু পড়ে নাও।
মনে রেখ , তুমি মরে মনে করছ হিরো হয়ে যাচ্ছ! অথচ
ডোমের ছুরি আর হাতুড়ি বাটালের নিচে তোমার মূল্য কোরবানির
গরুর সমানও থাকে না ।
If you still think su***de is a good way, then get ready for
Jahannam.

ঈমান হোক পর্বতসম, নিয়ত হোক স্বচ্ছ (একটি সত‍্য ঘটনা) একজন লিবিয়ান যুবক, নাম তার আমের, সৌদি আরব যাচ্ছিল হজ করার জন্য।যেইম...
26/05/2025

ঈমান হোক পর্বতসম, নিয়ত হোক স্বচ্ছ
(একটি সত‍্য ঘটনা)

একজন লিবিয়ান যুবক, নাম তার আমের, সৌদি আরব যাচ্ছিল হজ করার জন্য।
যেইমাত্র সে এয়ারপোর্টে পৌঁছালো, তার নাম নিয়ে নিরাপত্তা-সংক্রান্ত একটি সমস্যা দেখা দিল।

নিরাপত্তা বাহিনীর লোকেরা তাকে বলল:
“একটু অপেক্ষা করো, আমরা চেষ্টা করছি সমস্যাটা সমাধান করতে।” এই সময়ে অন্য সব হাজিরা তাদের প্রক্রিয়া শেষ করে প্লেনে উঠে পড়ল, আর প্লেনের দরজা বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর সমস্যা ঠিক হয়… কিন্তু পাইলট দরজা খুলতে রাজি হল না। প্লেন চলতে শুরু করল এবং আমেরকে ফেলে রেখে উড়ে গেল!

অফিসার তাকে সান্ত্বনা দিয়ে বলল :
“মন খারাপ কোরো না, হয়তো এটা তোমার কপালে ছিল না।” কিন্তু আমেরের ছিল অটল বিশ্বাস।

সে উত্তর দিল: “আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবোই।”
হঠাৎ… খবর এলো, প্লেনটিতে যান্ত্রিক সমস্যা হয়েছে এবং তা ফিরে আসছে! প্লেন ফিরে এলো, মেরামত করা হলো… কিন্তু তাও পাইলট আমেরের জন্য দরজা খুলতে রাজি হল না।

অফিসার আবার বলল: “হয়তো তোমার ভাগ্যে নেই।” কিন্তু আমের ছিল দৃঢ়প্রতিজ্ঞ, স্থির ও দৃঢ়চেতা।
সে বলল: “আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবোই।” প্লেন আবার উড়ে গেল… কিছুক্ষণ পর

আরেকটি খবর এলো: প্লেনে আবারও সমস্যা হয়েছে! এবার নিজেই পাইলট বললেন: “আমি আর উড়ব না, যতক্ষণ না আমের প্লেনে ওঠে।” শেষ পর্যন্ত… আমের প্লেনে উঠল, সৌদি এয়ারপোর্ট থেকে সে

একটি ভিডিও করল —
তার আনন্দ ছিল বর্ণনার বাইরে!

“আল-কাহّহার” — এটি আল্লাহর সুন্দর নামসমূহের একটি।
এর অর্থ: তিনি কারণগুলোকেও পরাস্ত করেন। আপনার জন্য সব নিয়ম ভেঙে দিতে পারেন, কেবল আপনাকে সন্তুষ্ট করার জন্য।

তাই “কীভাবে”, “কখন” — এসব নিয়ে বেশি চিন্তা কোরো না… যতক্ষণ তোমার বিশ্বাস থাকে যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান,
বিশ্বাস করো… তিনি পরিস্থিতি উল্টে দেবেন, তোমার পথ সহজ করে দেবেন, এমনকি অসম্ভবকেও বাস্তবে রূপ দেবেন।

শর্ত একটাই : নিয়ত হোক পবিত্র, আর ঈমান হোক অটল।

Address

Taif

Website

Alerts

Be the first to know and let us send you an email when সৎ সঙ্গ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সৎ সঙ্গ:

Share