04/06/2025
আরাফার দিনে (৯ জিলহজ্জ) রোজা রাখার অনেক ফজিলত রয়েছে। হাদিস অনুযায়ী:
*রাসুল (সা.) বলেছেন:*
"আরাফার দিনের রোজা পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের গুনাহ ক্ষমার উপায়।"
— (সহীহ মুসলিম: ১১৬২)
এই রোজার ফজিলত:
1. *দুই বছরের গুনাহ মাফ হয়* — ছোট গুনাহ।
2. *আল্লাহর নৈকট্য অর্জন হয়।*
3. *তাওহিদের প্রতি আনুগত্য প্রকাশ।*
4. *হাজিদের জন্য নয়*, যারা হজে আছেন তারা রোজা রাখেন না।
এটি ইসলামের অন্যতম ফজিলতপূর্ণ রোজা—হজে না থাকলে এই দিনে রোজা রাখা অনেক বড় সওয়াবের কাজ।আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন