Noman Misbah

Noman Misbah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Noman Misbah, Digital creator, .

এটাই হলো উত্তরবঙ্গের মানুষের আসল পরিচয় ।মাইলষ্টোনের এই শিক্ষকার নাম মাহিরীন চৌধুরী। বাড়ি নীলফামারী। বিমান যখন দু'র্ঘটনা...
22/07/2025

এটাই হলো উত্তরবঙ্গের মানুষের আসল পরিচয় ।মাইলষ্টোনের এই শিক্ষকার নাম মাহিরীন চৌধুরী। বাড়ি নীলফামারী। বিমান যখন দু'র্ঘটনা ঘটে তখন উনি বের হবার সুযোগ পেয়েছিলেন।

কিন্তু আ'গুনের মধ্যে থেকে টেনে টেনে বাচ্চাদের বের করেন। অন্তত ২০ টা বাচ্চাকে সে নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হন।

তাকে যখন উ'দ্ধার করা হয় তখন প্রায় মৃ'ত্যু। হাসপাতালে নেয়ার পর আজ সন্ধ্যায় ই'ন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজেউন।

21/07/2025
আগামী জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর -৪ রামগতি ও কমলনগর সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমীর, পীর সাহ...
21/07/2025

আগামী জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর -৪ রামগতি ও কমলনগর সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমীর, পীর সাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব কমলনগর এর নির্বাচনী মটরসাইকেল শোডাউন

২৪ জুলাই,২০২৫ইং
বৃহস্পতিবার ,দুপুর ২টা হতে
জমায়েত:
তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠ ।

আয়োজনে
ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকল সহযোগী সংগঠন
রামগতি ও কমলনগর উপজেলা শাখা

লোকে বলে
21/07/2025

লোকে বলে

21/07/2025

২ ধরণের দল পি-আর পদ্ধতি চায় না

০১। যাদের ভোটের পার্সেন্ট একেরও নিচে। তারা চাঁ দা বা জ দে র ঝুটা পার্টি হয়ে এক দুইটা আসনের লোভে পি-আর এর বিরোধিতা করে।

০২। যাদের ভোটের পার্সেন্ট সর্বোচ্চ। আরেকটা ফ্যা সি বা দী রাষ্ট্র কায়েমে সবচেয়ে বড় বাধা পি-আর। তারা চায় একক নেতৃত্বে শেখ হাসিনার দেখানো পথেই রাষ্ট্র পরিচালনা করার। যেটা পি-আর হলে সম্ভব হবে না তাই বিরোধিতা করে।

প্রকৃত দেশপ্রেমিক, গণমানুষ ও মানবতার প্রহরীরা পি-আরকে সাধুবাদ জানিয়েছে।

 #শরীয়াহ শা'সিত ভূমি আফগানিস্তান।। মুগ্ধতায়পরিপূর্ণ কাবুল শহর। অপরুপ সৌন্দর্যের লীলাভূমি.প্রিয় ভাইয়েরা। সবাই পেইজটি তে এ...
17/07/2025

#শরীয়াহ শা'সিত ভূমি আফগানিস্তান।। মুগ্ধতায়
পরিপূর্ণ কাবুল শহর। অপরুপ সৌন্দর্যের লীলাভূমি.

প্রিয় ভাইয়েরা। সবাই পেইজটি তে একটা রিভিউ দেন।

15/07/2025

জ*ঙ্গী হলে ,ভালো করেই হবো।

বাংলাদেশের রাজনৈতিক সৌহার্দ্য দেখিয়েছে সবসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা রাজনৈতিক মতপার্থক্যের উর্ধ্বে সব সময় দেশ,মানব...
06/07/2025

বাংলাদেশের রাজনৈতিক সৌহার্দ্য দেখিয়েছে সবসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা রাজনৈতিক মতপার্থক্যের উর্ধ্বে সব সময় দেশ,মানবতা ইসলামকে প্রাধান্য দিয়েছে।রাজনৈতিক দলগুলোর মতবিরোধ থাকা সত্বেও পারিবারিক ও রাজনৈতিক প্রোগ্রামগুলো ছিল রাজনৈতিক দলগুলোর মিলনমেলা। যা অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে শান্তির বার্তা।

কিন্তু একটি দল হঠাৎ তাদের রাজনৈতিক হীনস্বার্থ চরিতার্থ করার চেষ্টা চালাতে গিয়ে ছবি নিয়ে রাজনীতির সূচনা করছে।যা ইতিবাচক রাজনীতিকে বাধাগ্রস্ত করবে।আমি সবিনয়ে অনুরোধ জানাই,রাজনৈতিক মতপার্থক্যের যায়গা তর্ক বিতর্ক থাকবে,থাকা জরুরীও বটে।কিন্তু সেটি যেন অপরাজনীতির কৌশল না হয়।

আমরা বৃহৎ উম্মাহ কে ধারণ করেই রাজনীতি করি,আমরা কাউকে খারিজ করি না,সুতারং মুসলিম হিসেবে আমাদের রাজনৈতিক মতপার্থক্যের জায়গায় থাকলেও আমরা ইসলাম,দেশ মানবতার স্বার্থে সবাইকে ধারণ করতে চাই।আমাদের চিরস্থায়ী কোন শত্রু নাই।একমাত্র ইসলাম ও দেশের প্রতিষ্ঠিত শত্রু ছাড়া। আমরা মাজলুম হয়েছি অনেকবার।আমরা কাউকে জুলুম করার রেকর্ড নাই।আমাদের এই দায়ী চরিত্র আপনার পছন্দ না হউক।কিন্তু আমাদের উস্কে দিয়েন না।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Noman Misbah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Noman Misbah:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share