Jhony's diary

  • Home
  • Jhony's diary

Jhony's diary Welcome To my Page:-jhony's diary
(5)

বি এন পি থাকতে , ছাত্রদল থাকতে হাসনাত ভাই কিভাবে নায়ক হল ? এই মুহূর্তে বিএনপি দেশে অনেকটা ভিলেন হয়ে গেছে। নায়ক NCP শিবির...
11/05/2025

বি এন পি থাকতে , ছাত্রদল থাকতে হাসনাত ভাই কিভাবে নায়ক হল ?
এই মুহূর্তে বিএনপি দেশে অনেকটা ভিলেন হয়ে গেছে। নায়ক NCP শিবির ও জামাত।
জুলাই বিপ্লবে তারেক রহমান ছাত্রদের সাথে মিটিং করে, অন্যদিকে ফখরুল স্যার মিডিয়ার সামনে বলেছিলেন, “আমরা ছাত্রদের সাথে নেই।”
এটা না বললে কী হত? চুপ থাকলে কী হত?
শিবির জামাত তো বলেনি কোনো কথা! কাজ করেছে গোপনে গোপনে।
জুলাই বিপ্লবে বিএনপির বড় কোনো নেতা প্রকাশ্যে মাঠে না থাকলেও সব শ্রেণি-পেশার লোক মাঠে ছিল।
এমনও হয়েছে—বাবা আওয়ামী লীগের নেতা, ছেলে স্কুলে-কলেজে পড়েন—তারাও আন্দোলনে ছিল।
এজন্য বলা যাবে না আওয়ামী লীগও জুলাই আন্দোলনের অংশীদার।
তবে বিএনপির নেতারা বারবার কেন এত ভুল সিদ্ধান্ত নেন, এটা বুঝতে পারি না।
আমি বিএনপিকে পছন্দ করি, তাই বিএনপি কোনো ভুল সিদ্ধান্ত নিলে ভালো বোধ করি না।

আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নের সাথে গেলে কী হত? গিয়ে কথা না বলতেন, পানি সাপ্লাই দিতেন, খাবার দিতেন! এত ভয় নিয়ে রাজনীতি করবেন?
আমি বিএনপি পছন্দ করি, বললে কী সমস্যা? আপনারা ভালো করলে পাশে আছি, মন্দ করলে নেই।
শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলাতে সাংবাদিক ইলিয়াস হোসেন কত শত বিপদে ছিল , আছে আমেরিকায়, একটু খবর নিয়ে দেখতে পারেন।
এ মানুষগুলো তো আপনাদের মতো ম্যানেজ করে চলে না। আপনারা কখনও চুপ্পুর পক্ষে, কখনও সেনাবাহিনীর প্রধানের পক্ষে, কখনও সংবিধানকে কোরআন মনে করেন।
একবার ভাবেন না—গত সতেরোটা বছর কিভাবে কেটেছে আপনাদের ছোট ছোট নেতাকর্মীদের।

অনেকে আমায় বলে কেন দেশে যাই না—এ বিষয়ে আপনাদের অজানা থাকার কথা নয়।
ডিআইজি হাবিব আমায় হুমকি দিয়েছিল, অনেকে ইমেইলে এবং ফেসবুকে সরাসরি নিয়মিত হুমকি দিত।
আমার পরিবার এজন্য আমায় দেশে যেতে দেয় না।
আমার অপরাধ—আমি সত্যের পক্ষে কথা বলতাম।

জনাব ফখরুল স্যার বলেছেন, “আঠারো কোটি মানুষ চায় না আওয়ামী লীগ রাজনীতিতে ফিরুক।”
তাহলে হাসনাত ভাই তো সঠিক কাজই করছেন! আপনারা কেন তাঁদের পাশে দাঁড়ালেন না?

ঠিক আছে, তাঁদের সাথে যাবেন না।
আলাদা একটা জায়গায় আপনার দলের লোকজন আলাদা বসতেন, আলাদা বলতেন।
আমি ভেবেছিলাম অন্তত হুম্মাম কাদের চৌধুরী বা তাঁর পরিবার যাবেন, না যাক, অন্তত একটা পোস্ট দেবেন। উনারাও গেলেন না।

শেখ হাসিনাও বলতেন—উনি নির্বাচিত, উনি বৈধ, উনি সংবিধান মেনে আপনাদের ফাঁ*সি দিচ্ছেন, মা*রছেন, দেশছাড়া করছেন।
এর নাম কি সংবিধান?

ধানের শীষে ভোট দেওয়ার কারণে একজন নারী—যার চার সন্তান রয়েছে—তার ওপর সংঘটিত হওয়া গণধ**র্ষণের কথা সবাই জানে।
তখন কোথায় ছিল আপনাদের সংবিধান?

বিএনপির হুইপকে যারা দৌড়িয়ে পেটালো, তখন কোথায় ছিল আপনাদের সংবিধান?
ইলিয়াস আলী আজও নিখোঁজ? সংবিধানকে বলেন—ইলিয়াস আলীকে এনে দিতে!
একজন মন্ত্রী তারেক রহমানের মেয়েকে নিয়ে লাইভে অশালীন মন্তব্য করেছিল—তাকেও কি ভুলে গেলেন?
এই ছিল আপনাদের সংবিধান?

আজ হাজার হাজার বিএনপি কর্মী বিদেশের মাটিতে শ্রমিক হয়ে জীবন চালাচ্ছে।
কেউ সৌদিতে, কেউ মালয়েশিয়ায়, কেউ সিঙ্গাপুরে।
তাদের আত্মত্যাগের ঋণ শোধ করতে বলেন আপনার সংবিধানকে।

শুধু কর্মী নয়—সাংবাদিক ইলিয়াস হোসেন, নির্বাচনে কারচুপি প্রকাশ করে মহা বিপদে পড়ে কোনোরকমে জীবন নিয়ে পালিয়েছেন।
কনক সরোয়ার পালিয়ে আসার পর উনার বোনকে মাসের পর মাস জেলে রেখে চলেছে অমানুষিক নির্যাতন।
পিনাকী ভট্টাচার্য—সবারই ভাগ্যে জুটেছে পালিয়ে বাঁচা।

গত সতেরো বছর কেন তারেক রহমান দেশের বাইরে? কোথায় ছিল আপনাদের সংবিধান?

তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে মদের বোতল দিয়ে অপমান—উনার কান্নার কথা ভুলে গেছেন?
উনাকে মিথ্যা মামলায় জেলে রেখে বিনা চিকিৎসায় মেরে ফেলার চেষ্টা হয়েছিল—কোথায় ছিল আপনাদের সংবিধান?

৫৭ জন আর্মি অফিসার শেষ—সংবিধান কেন রক্ষা করল না তাঁদের?
নারায়ণগঞ্জ সাতজনসহ সারা দেশে কতজনকে নাই করে দেওয়া হয়েছে? কী করেছে এই সংবিধান?
সংবিধানকে জিজ্ঞেস করুন—চৌধুরী আলম, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর, ২০১০ সালে নিখোঁজ—তাকে এনে দিতে।

অনেকটা নিশ্চিত, নির্বাচনে বেশি আসন পেয়ে বিএনপি ক্ষমতায় আসবে।
ক্ষমতায় এসেই কি বদলে ফেলতে পারবে সব কিছু?

এতগুলো ছেলে জীবন দিল—যারা বেঁচে আছে, তাদের জীবনও অনিশ্চিত।
ওরা NCP করেছে প্রধানমন্ত্রী হতে নয়, নিজের জীবন বাঁচাতে।
ওরা ওদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে।
আপনারা চাইলেই ওদের বুকে নিতে পারতেন।
তা না করে ওদের লাথি মেরে সরিয়ে দিলেন, জামাত-শিবির বুকে টেনে নিল।

এটা আপনাদের ইতিহাসের সেরা ভুল ছিল।
যেটা সবাই বুঝলেও আপনারা বুঝতে পারছেন না।

যে দলই ক্ষমতায় যাক—নেতা-কর্মীরা চুরি করবে।
বাংলাদেশে এটা বন্ধ করা অসম্ভব। কারণ রাজনীতি হলো পেশা।
তবে জামাতীরা ছাত্র অবস্থা থেকে ব্যবসা শুরু করে—উনাদের বিষয়ে আমার জানা নেই ।
কোন সময়ই মিডিয়া আপনাদের পক্ষে ছিল না।
ওরা প্রথম দিন থেকে আপনাদের ছোট জিনিসগুলো বড় করে প্রচার করবে।
সাথে থাকবে অন্যান্য দলের মানুষ, যেমনটা হচ্ছে এখন।

ক্ষমতায় থাকা আপনাদের দিনগুলো হবে প্রচণ্ড কঠিন।
দলের এমন মেধাবী নেতাদের দিয়ে দেশ চালানো সম্ভব কি না—নিজেরা ভেবে দেখবেন।
আপনারা মেধাশূন্য, ভীতু ছিলেন বলেই গত সতেরো বছর ‘আপা’ আপনাদের দৌড়ের উপর রেখেছিলেন।

একটা কথা মনে রাখবেন—জামাত-শিবির হলো আগুন।
এরা কমান্ডো ট্রেনিংপ্রাপ্ত।
এদের অনেকের সাথে আমার কথা হত।
একজন শিবির সমান এক হাজার ছাত্রদল।
একজন ম*রলে একজন পরবে, বাকিরা সামনে আগাবে।
আপনাদের এমন কর্মী আছে?

আর এ জামাত-শিবির এগিয়েছে কার সহযোগিতায়, এটাও সবাই জানে।
ধীরে ধীরে হিসাব জটিল করে ফেলছেন আপনারা।
এখনও সময় আছে, চাইলে অনেক কিছু ঘটতে পারে।

আপনারা জনপ্রিয়—এতে সন্দেহ নেই।
আওয়ামী লীগও জনপ্রিয় ছিল।
জনগণ ছিল, পুলিশ ছিল, আর্মি ছিল, প্রশাসন ছিল।
সময়মত হেলিকপ্টার না পেলে যে কী হত—নিশ্চয়ই বুঝতে পারছেন।
# # #বাংলাদেশেরখবর

Edit by Pricila

04/05/2025

welcome to my channel jhony's tech travel.পুলিশ ক্লিয়ারেন্স মোফা এ‍্যাপোষ্টেইল সার্ভিস লাগলে মেসেজ করুন শুদু ইকামা নাম্বার দিলেই ১ দিনের ভিতর করে দেওয়া যাবে॥ তাছারা আরো যে যে সার্ভিস পাবেন সৌদি ড্রাইভিং লাইসেন্স,পাসপোর্ট মালুমাত, পাসপোর্ট প্রিন্ট, পুলিশ ক্লিয়ারেন্স,মোফা সার্ভিস ,এনওসি।এপোস্টিল, লাইসেন্স প্রিন্ট পর্তুগালের জন্য,একামা ট্রান্সলেশন ,ট্রাভেল ইনসুরেন্স,এম্বাসি এপায়েন্ট ,টিকেট রিজার্ভ। ভিজিট ভিসা ,ওয়ার্ক পারমিট ভিসাসার্বিয়া,বুলগেরিয়া, স্লোভাকিয়া, বসনিয়া। সহ বিভিন্ন কাজ করা হয়৷যোগাযোগ 👇WhatsApp:+966505793144gmail 👇[email protected] to get Saudi Arabia Police Clearanceকিভাবে সৌদি আরবের পুলিশ ক্লিয়ারেন্স করবেনsaudi police clearancepolice clearancehow to get saudi police clearancesa police clearancesa pctourist visavisit visassultan immigrationসৌদি পুলিশ ক্লিয়ারেন্সকিভাবে সৌদির পুলিশ ক্লিয়ারেন্স পাবেনসৌদিতে পুলিশ ক্লিয়ারেন্স Police/ Criminal Clearance CertificateCriminal Clearance Certificate 2024 | Kingdom of Saudi Arabia | Full Tutorial | Police ClearanceNOC Letter Saudi Arabia For Europe VISA Without KAPIL কপিল ছাডা এনওসি ইউরোপ জন্যRelated tags apply schengen visa,document checklist,document preparation,europe visa,how to apply schengen visa,schengen entry,schengen guide,schengen info,schengen requirements,schengen travel,schengen visa,schengen visa application,schengen visa documents,schengen visa guide,schengen visa tipsসৌদি আরব থেকে ইউরোপ,সৌদি থেকে ইউরোপ যাওয়ার সহজ উপায়,সৌদি থেকে ইউরোপ,সৌদি থেকে ইউরোপ গেম,সৌদি থেকে ইউরোপ যাওয়ার উপায়,সৌদি থেকে ইউরোপ যেতে কি কি লাগে,সৌদি থেকে ইউরোপ যেতে কত টাকা লাগে,সৌদি থেকে ইউরোপ কিভাবে যাওয়া যায়,সৌদি আরব থেকে কিভাবে ইউরোপে,সৌদি থেকে ইউরোপ যাওয়ার সহজ উপায় ২০২৪,সৌদি থেকে ইটালি,সৌদি থেকে তুর্কি,সৌদি থেকে ইউরোপ কিভাবে যাওয়া যাবে,সৌদি আরব থেকে ইউরোপ কিভাবে যাব,কিভাবে সৌদি আরব থেকে ইউরোপে যাব,সৌদি আরব থেকে কত টাকা লাগে ইউরোপ যেPCC in Saudi Arabiahow to get certificate in Saudi Arabiahow to get PCC certificate in Saudi Arabiahow to apply PCC certificate in Saudi Arabiapolice clearance for work permithow to get police clearance for work permitpolice clearance certificate Saudi Arabia for Bangladeshpolice clearance certificate Bangladesh Embassy Saudi Arabiaপুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেভাবে পেলামপুলিশ ক্রিকেট সৌদি আরবের যেভাবে নিতে হবেসৌদি পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপোস্টাইল মোফা স্টিকার কিভাবে করব॥ how to get apostille & mofa in saudi ॥ certificate #সৌদিপুলিশক্লিয়ারেন্স

হাসিনা পালানোর পর ভারত বাংলাদেশের ভিসা বন্ধ করে ভারতীয়দেরকে দ্রুত বাংলাদেশ ত্যাগ করার নির্দেশ দিচ্ছিল এবং বাংলাদেশে আক্র...
04/05/2025

হাসিনা পালানোর পর ভারত বাংলাদেশের ভিসা বন্ধ করে ভারতীয়দেরকে দ্রুত বাংলাদেশ ত্যাগ করার নির্দেশ দিচ্ছিল এবং বাংলাদেশে আক্রমণ করার জন্য হুমকি ধামকি দিচ্ছিলো তাতে মনে হচ্ছিল এই বুঝি ভারত বাংলাদেশে আক্রমণ করলো।

তারপর বাংলাদেশীদের চিকিৎসা বন্ধ, হোটেল ভাড়া বন্ধ, পেঁয়াজ, আলু রপ্তানি বন্ধ। সর্বশেষ ট্রান্সসীপমেন্ট বন্ধ করে বেশ বাহাদুরির ভাব নিলো।

পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশ ভারত থেকে ইউরোপীয় এ্যম্বাসি গুলো বাংলাদেশে নিয়ে আসলো যা গত ৫৩ বছরে কোন শাসক আনতে পারেনি, ফলে বাংলাদেশী জনগণের হয়রানি বন্ধ হলো।

দ্বিতীয় তো বাংলাদেশ ভারত থেকে সুতা আমদানি বন্ধ করলো ফলে বাংলাদেশের বন্ধ হওয়া হাজারের উপরে সুতা কারখানা গুলো আবারও চালু হলো এতে লক্ষাধিক শ্রমিক চাকরি পেলো।

তারপর ভারতকে নাম মাত্র মুল্যে দেওয়া চুক্তিবাতিল করে মাতারবাড়ি বন্দর জাপানকে দিলো এতে ভারতের বিরাট বড় একটা ক্ষতি হলো। এবং বাংলাদেশেরও বিরাট লাভ হলো।

তারপর হাসিনার দশটা চুক্তি বাতিল করলো ফলে বাংলাদেশ কয়েক বিলিয়ন ডলার ক্ষতি থেকে বেচে গেলো।

ঐদিকে ভারতের ডাক্তার, হাসপাতাল, চালক, কৃষক, হোটেল সবার ব্যাবসায় লাল বাতি জ্বলে গেছে। তারা মিছিল করছে আর আফসোস করছে।

এতে খুলে পরেছে ভারতের বন্ধুরাষ্ট্রের মুখুশ। বেরিয়ে এসেছে ভারতের আসল রুপ। বাংলাদেশের সাধারণ জনগণ ভারতকে চিনতে পেরেছে,গত ৫৩ বছরে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন।

সবচাইতে খারাপ লাগে- কিছু বাংলাদেশে বাজে দল আছে যারা রাজনীতি মূলত তাদের পেট চলার উদ্দেশ্য তারাই ডাক্তার ইউনুস কে খারাপ বলছে!
এই সমস্ত দলকে জনগণ যেন প্রত্যাখ্যান করে সে আহবান করা হচ্ছে।

কোন কথা হবে না, ডাক্তার ইউনুস পাঁচ বছর চোখ বুজে বাংলাদেশ অর্থনৈতিক কাঠামো সমগ্র উন্নয়ন করবে এতে যে দল বাধা দেবে, সেই দলকে জনগণ প্রত্যাখ্যান করবে।

আমরা সুইং ভোটারের অংশীদার। কারো গোলামী বা দাসত্বে বন্দি না।

টাইগারদের খেলা না থাকলেও বিদেশ ভ্রমনের নামে বিসিবির ৮০ লাখ টাকা খরচ করেছেন সভাপরি ফারুক আহমেদ..!!সভাপতি হবার পর নানান সম...
27/04/2025

টাইগারদের খেলা না থাকলেও বিদেশ ভ্রমনের নামে বিসিবির ৮০ লাখ টাকা খরচ করেছেন সভাপরি ফারুক আহমেদ..!!

সভাপতি হবার পর নানান সময়ে আইসিসির মিটিংসহ বিভিন্ন কাজে বিদেশ গিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তবে, অফিসিয়াল কোন কাজ বা টাইগারদের খেলা না থাকলেও প্রায়শই তিনি অবস্থান করেন দুবাইয়ে। এই বিদেশ ভ্রমন বাবদ তিনি বিসিবির তহবিল থেকে খরচ দেখিয়েছেন ৮০ লাখ টাকারও বেশি।

সূত্র- দৈনিক ইত্তেফাক



ঐক্যবদ্ধ মুসলিম জাতি, একই মঞ্চে বাংলাদেশ🇧🇩
12/04/2025

ঐক্যবদ্ধ মুসলিম জাতি, একই মঞ্চে বাংলাদেশ🇧🇩

ড. মুহাম্মদ ইউনুস একা একটা দলের চেয়েও শক্তিশালী, এ শক্তি জনতার, এ শক্তি সততার, এ শক্তি দেশপ্রেমের।ড. মুহাম্মদ ইউনুস মিথ...
04/04/2025

ড. মুহাম্মদ ইউনুস একা একটা দলের চেয়েও শক্তিশালী, এ শক্তি জনতার, এ শক্তি সততার, এ শক্তি দেশপ্রেমের।
ড. মুহাম্মদ ইউনুস মিথ্যা বলবেন না।
তিনি একজন প্রথম সারির আন্তর্জাতিক ব্যক্তিত্ব;❤️❤️🌹

কে কত বছর উনাকে ক্ষমতায় দেখতে চান🫵

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুকে ক্ষমতা থেকে সরানোর জন্য মালদ্বীপের বিরোধী দলের ৪০ এমপিসহ মালদ্বীপের সামরিক বাহিনী এবং প...
02/04/2025

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুকে ক্ষমতা থেকে সরানোর জন্য মালদ্বীপের বিরোধী দলের ৪০ এমপিসহ মালদ্বীপের সামরিক বাহিনী এবং পুলিশকে ৬০ লক্ষ মার্কিন ডলার ঘুষ দেওয়ার পরিকল্পনা করেছিলো ভারতের গোয়েন্দা সংস্থা "র"। তবে দেশপ্রেমিক সামরিক বাহিনী ,পুলিশের কাছে সমর্থন পাননি এমনকি মালদ্বীপের জাতীয়তাবাদী জনগণ শক্ত অবস্থানে ছিলো।

এই মুহুর্ত ভারতের গলার কাটা ইউনূস স্যার। তাহলে চিন্তা করেন ,ইউনুস সরকারকে সরাতে ভারত কত পরিমাণ অর্থ খরচ করতে পারে? তবে আমার বিশ্বাস ,সরকারি কর্তারা যদি দেশ ও জাতিকে ভালোবাসে তাহলে ৬০ কোটি ট্রিলিয়ন মার্কিন ডলারও যদি অফার করে তারপরেও ভারতের কাছে তাদের ইথিক্স ও দেশপ্রেম বিক্রি করবেনা। সজাগ থাকতে হবে প্রচুর সজাগ থাকতে হবে। যে কোন মূল্যে ভারতের আগ্রাসনবাদী চিন্তাভাবনার কবর রচনা করতে হবে।

প্রশ্ন হলো ,ভারত মুইজ্জুকে কেন অপসারণ করতে চেয়েছিলো? উত্তরটা সুজা,মুইজ্জু নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করার আগেই তিনি ঘোষণা দিলো ,

“মালদ্বীপের মাটিতে কোনো বিদেশি সামরিক বাহিনী অবস্থান করুক, আমরা সেটা চাই না মালদ্বীপের জনগণকে আমি এই প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং (ক্ষমতা গ্রহণের) প্রথম দিন থেকেই আমি সেটি পালন করবো।"
অর্থাৎ তিনি সরাসরি ভারতের সামরিক বাহিনীকে সরে যেতে হুশিয়ারী দেন। তারপর দাদারা বুঝে গেলো মুইজ তাদের কাউন্টার হতে যাচ্ছে। আরেকটা কারণ ছিলো তিনি ছিলেন চীনপন্থী।

ইউনূস স্যারের বেলায়ও সেইমটা ঘটতে পারে। শপথ নেওয়ার আগেই ভারতের সেভেন সিস্টার্স নিয়ে হুমকি দিয়েছিলেন। তারপর থেকেই একের পর এক অরাজক পরিস্থিতি তৈরি শুরু হতে থাকে। এখনো হয়তো নীলনকশা চলছে।

তবে আমার বিশ্বাস ,সামরিক বাহিনী থেকে শুরু করে পুলিশসহ দেশের সকল বাহিনী দেশপ্রেমে পড়ে গেছে। অলরেডি দেশে শান্তি ফিরে আসছে ,পুলিশ কাজ করছে ,সেনাবাহিনী ঈদের ছুটিতে বাড়িতে যায়নি ,দেশ ও জাতির নিরাপত্তার স্বার্থে।

আমি স্যালুট জানাই তাদের যারা ইউনূস স্যারের সততা ,দেশপ্রেম, মেধা দেখে প্রত্যেকেই সম্মিলিতভাবে দেশ ও জাতির মঙ্গলের জন্য কাজ করছেন।
তবে মনে রাখবেন ,ইউনূস স্যার হেরে গেলে পুরো প্রজম্ম হেরে যাবে।
লেখা Anisur Rahman

copy post

29/03/2025

মৃত্যুর পর ফেসবুক একাউন্টের কি হবে | Auto Delete after Death Facebook | New Update 2025 This video is about delete after death facebook, delete facebook account after death,how to delete facebook account after death,delete facebook account, how to memorialize a facebook account, delete after death facebook, মৃত্যুর পর ফেসবুক, মৃত্যুর পর ফেসবুক ডিলিট, ডিলিট, ফেসবুক, একাউন্ট, ফেইসবুক, মৃত্যুর পর ফেসবুক অটো ডিলিট, অটো ডিলিট, facebook account delete kaise kare, how to delete facebook account after death

21/03/2025

হে আল্লাহ তুমি আমার ফিলিস্তিনি ভাইদের রক্ষা কর🤲🤲👆

 #কপিপেষ্টএই গেমে হাসনাত ভাই হায়রা যাবেন, আমি জানি। কাল থেকেই দেখবেন হাওয়া থেকে, আসমান থেকে, দুর্নীতি বা নারী কেলেঙ্কার...
21/03/2025

#কপিপেষ্ট
এই গেমে হাসনাত ভাই হায়রা যাবেন, আমি জানি।

কাল থেকেই দেখবেন হাওয়া থেকে, আসমান থেকে, দুর্নীতি বা নারী কেলেঙ্কারির নিউজ আসতে থাকবে। ফরম্যাট এক থাকবে। নিউজ এক থাকবে। খালি মিডিয়া আলাদা।

বাট ফ্যাক্ট কী জানেন?

যেই মিটিং থেকে উঠে আসছে, ঐটা এক্সেপ্ট করলেই ৫০০০ কোটির ফান্ড পাইয়া যাইতো।

বোকা মানুষ।

টাকাও ছাইড়া আসছে। এখন আবার ঐ দুর্নীতির নিউজেই ফাঁসবে।

বাংলাদেশে এমনই হয় সাধারণত। আজ পর্যন্ত ঐ প্রেসক্রিপশনের বাইরে গিয়ে কেউ রাজনীতি করতে পারে নাই।

হাসনাত পারলে ভালো। না পারলে ছেলেমেয়েদের আজকের এই গল্পটা শোনাবো আমি। শোনাবো আমাদের এক জার্সি পরা ক্যাপ্টেন ছিলো.....

হ্যা, কাপ্তানই তো। যখন হাজার কোটির ডিলিংসে ক্যাশপ্রেমিকরা দেশপ্রেমিকের সার্টিফিকেট বিক্রি করেছে, তখন এই ছেলেটা একটা জার্সি পরে সেইটা সবাইকে বলে দিয়েছে।

স্যালুট, ক্যাপ্টেন বাংলাদেশ!!

-Sadiqur Rahman Khan

https://youtu.be/R8MY2s_Nn9I?si=fZrkAnDnCrKSbfLxআসুন ফিলিস্তিনিদের পাশে দাড়ায়👆🤲
20/03/2025

https://youtu.be/R8MY2s_Nn9I?si=fZrkAnDnCrKSbfLx

আসুন ফিলিস্তিনিদের পাশে দাড়ায়👆🤲

hi guys welcome to my channel jhony's tech travel.There are more than 22,000 orphans living in Gaza, where Orphans in Need currently supports over 5,000 orph...

Address


Telephone

+966505793144

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jhony's diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jhony's diary:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share