
21/12/2024
যেই আমি রাতে ঠিক মতো ঘুম না হলে, সেটা দুপুরে ঘুমিয়ে পুষিয়ে নিতাম । আর এখন রাতে দুই এক ঘন্টা পর পর উঠে শোনা মনিকে ফিড করাই ,ন্যাপি চেঞ্জ করি আর মাঝে মাঝে তো উনি উঠে পড়ে । তখন ঘরের এক কোনে থেকে আর কোনে হেটে হেটে আবার ঘুম পড়ানোর চেষ্টা করে যাই, তাতে নিজের যতই কষ্ট হোক চোখ দিয়ে পানি পড়ে ঘুমে, তাও চেষ্টা করতে থাকি যে বাবুটা যেন একটু ঘুমায় । আর দুপুরের ঘুম সেটা তো আকাশের চাঁদের মতো হয়ে গিয়েছে । শরীর যতই খারাপ থাকুক বাচ্চাটাকে টাইম টু টাইম খাওয়ানো ঘুম পাড়ানো সব করতেই হয় । হাসির ব্যপার হলো যেদিন আমি অসুস্থ থাকব সেদিন আর আমার সারাদিন বিশ্রাম নেই কারন সেদিন বাবুটা আমাকে ছাড়া আর কিছুই চাইবে না । মা হওয়ার পর থেকেই প্রতিদিন নতুন কিছু শিখতে শুরু করলাম , মানিয়ে নেওয়া শুরু করলাম ।