UK Products Shopping By Sumaiya Nooree Ahmed

UK Products Shopping By Sumaiya Nooree Ahmed Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from UK Products Shopping By Sumaiya Nooree Ahmed, Digital creator, Kosti.

18/07/2024
18/07/2024
28/06/2024

বইন শুদ্ধ মাত্তে পারইন

27/06/2024

পারিবারিক শিক্ষা কি জানেন ??

একেই বলে পারিবারিক শিক্ষা !!

বিয়ে করতে যাওয়া এক পুত্রকে তার পিতার উপদেশ মালা।
বাবা বললেন, তোমার দাদা বলেছিলেন,

১. নতুন বউকে পালকি করে কেন আনা হয় জানিস? তাকে তো গরুর গাড়িতেও আনা যেত।
তা না করে পালকিতে আনা হয়, কারণ সে কত সম্মানিত তা বোঝানোর জন্য।
পালকিতে নামানোর পর এ সম্মান কমানো যাবে না। সারাজীবন পালকির সম্মানেই তাকে রাখতে হবে।

২. নতুন বউ পালকিতে উঠে কী করে জানিস?
কাঁদে। কেন কাঁদে?
শুধু ফেলে আসা স্বজনদের জন্য না।
নতুন জীবন কেমন হবে সে ভয়েও কাঁদে।
তোর চেষ্টা হবে পালকির কান্নাই যাতে তার শেষ কান্না হয়।
এরপর আর মাত্র দুটো উপলক্ষ্যে সে কাঁদবে।
একটি হলো মা হওয়ার আনন্দে, আরেকবার কাঁদবে তুই চলে যাওয়ার পর।
মাঝখানে যত শোক আসবে তুই তার চোখের পানি মুছে দিবি।

৩. স্ত্রী সবচেয়ে কষ্ট পায় স্বামীর বদব্যবহারে,
দ্যাখ, আমি খুবই বদমেজাজি,
কিন্তু কেউ বলতে পারবে না আমি তোর মায়ের সামনে কোনোদিন উঁচু গলায় কথা বলেছি।

৪. বিয়ে মানে আরেকটি মেয়ের দায়িত্ব নেওয়া।
এটা ঠিকভাবে পালন না করলে আল্লাহর কাছে দায়ী থাকতে হয়।

৫. আরেকটি কথা, সব মেয়ের রান্নার হাত ভালো না, কিন্তু সবাই রান্না ভালো করার সর্বোচ্চ চেষ্টা করে।
তাই রান্না নিয়ে বউকে কখনো খোঁটা দিবি না।

৬. বউয়ের মা-বাবাকে কখনো 'আমার শ্বশুর, আমার শাশুড়ি' এগুলো ডাকবি না।
মা-বাবা ডাকবি।
আগের ডাকগুলো কোনো মেয়ে পছন্দ করে না, তুই ওগুলো ডাকলে বউও আমাদের ওই ডাকেই ডাকবে।
তুই ওনাদের সম্মান না করলে সে আমাদের সম্মান করবে না। এটাই নিয়ম।

আল্লাহ্ তায়ালার পাল্লা সমান, এক পাল্লায় তুই যা করবি, আরেক পাল্লায় তিনি তাই রেখে দুই পাল্লার ওজন ঠিক রাখেন।

03/12/2023

Started snowing in the uk

ইন্তেকাল করেছেন জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদী। সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ...
14/08/2023

ইন্তেকাল করেছেন জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদী। সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন,প্রিয় মানুষটা আর নেই আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী চলে গেলেন নাফেরার দেসে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার মৃত্যুর খবরটা শুনে স্তব্ধ হয়ে গেলাম আল্লাহ উচ্চ মাকাম দান করিও আমিন 🤲 এবং তার পরিবার সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দিও আমিন 🤲😥

"হে প্রশান্ত আত্মা! তুমি তোমার রবের কাছে ফিরে এসো সন্তুষ্ট চিত্তে ও সন্তোষভাজন হয়ে, অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্ৰবেশ করো।"

[সূরা আল-ফজর, আয়াত: ২৭-৩০]

Clctd

😃
27/07/2023

😃

উৎসাহ পেলে আরো আঁকবো 🙃🙃

Address

Kosti

Telephone

+447903174793

Website

Alerts

Be the first to know and let us send you an email when UK Products Shopping By Sumaiya Nooree Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to UK Products Shopping By Sumaiya Nooree Ahmed:

Share