Voice of Bangla

Voice of Bangla The voice of Bangla is news and media.

ব্রেকিং নিউজ! ব্রেকিং নিউজ!! নতুন  উপদেস্টা শেখ বশিরুদ্দিন " জুলাই হত্যাকান্ড" মামলার আসামি!!
10/11/2024

ব্রেকিং নিউজ! ব্রেকিং নিউজ!!

নতুন উপদেস্টা শেখ বশিরুদ্দিন " জুলাই হত্যাকান্ড" মামলার আসামি!!

04/08/2024

সেনাবাহিনীর মুখোমুখি জনতা।

হারুনের ভাতের হোটেল বন্ধ!!ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশীদকে গোয়েন্দা বিভাগের (ডিবি) দায়ি...
31/07/2024

হারুনের ভাতের হোটেল বন্ধ!!

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশীদকে গোয়েন্দা বিভাগের (ডিবি) দায়িত্ব থেকে বদলি করা হয়েছে। তাঁকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন)–এর দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ বুধবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির তথ্য জানানো হয়েছে।

কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্তকত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় উদ্দীপ্তকত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্যনির্...
24/07/2024

কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত
কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় উদ্দীপ্ত
কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য
নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ!!!

23/07/2024
পাঁচ দিন ইন্টারনেট বন্ধ থাকায় অনেক কিছুই ঘটে গেছে এই বাংলায়।ছবি ও ভিডিও আসতে শুরু করেছে। টেলিগ্রামে যুক্ত থাকুন।কমেন্টে ...
23/07/2024

পাঁচ দিন ইন্টারনেট বন্ধ থাকায় অনেক কিছুই ঘটে গেছে এই বাংলায়।
ছবি ও ভিডিও আসতে শুরু করেছে। টেলিগ্রামে যুক্ত থাকুন।
কমেন্টে লিংক দেয়া আছে।

21/07/2024

যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের চিত্র আন্তর্জাতিক মিডিয়ায়। সেনাবাহিনী মোতায়েনের পর মানুষের মৃত্যু আরও বাড়ছে।

© AFP News Agency

21/07/2024

চলমান কোটা সংস্কার আন্দোলের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম তাকে তুলে নিয়ে গিয়ে ও শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন।

সেখান থেকে মুক্ত হওয়ার পর নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, "ডিবি পরিচয়ে রাষ্ট্রীয় একটি বাহিনী আমাকে তুলে নিয়ে যায়। পরে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। এখনো আমার দুই কাঁধ ও বাম পায়ের রক্ত জমাট বেধে আছে"।

21/07/2024

পথে পথে সেনাসদস্যদের টহলের পরও শনিবার ঢাকার বিভিন্ন স্থানে এবং ঢাকার বাইরে কয়েক জায়গায় ব্যাপক সংঘর্ষ হয়েছে।
ঢাকার বড় নগর ও জেলায় সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা, থানা, পুলিশ ফাঁড়ি, গার্মেন্টস কারখানায় ভাঙচুরের পর আগুন জ্বালিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা।
পিটিয়ে হত্যা করে ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হয় পুলিশের লাশ। এ অবস্থায় সরকারের উচ্চমহল নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেয়া হয়।

খবর বিবিসি বাংলার।

20/07/2024

নিউজ আপডেট: *ঢাকায় কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ চলছে, বিভিন্ন স্থানে সংঘর্ষ-গুলিবর্ষণ*

◾ দুপুর ১২টা পর্যন্ত কারফিউ চলার পর দুই ঘন্টার বিরতি — দুপুর ২টা থেকে আবার কারফিউ শুরু।

◾ কারফিউ উপেক্ষা করে রাজধানী ঢাকার উত্তরা, রামপুরা, মোহাম্মদপুর, বাড্ডা, মিরপুরসহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের ব্যাপক বিক্ষোভ অব্যাহত আছে। কিছু জায়গায় আগের দিনগুলোর তুলনায় বিক্ষোভকারীদের সংখ্যা বেড়েছে।

◾মিরপুর-১০ এলাকায় পুলিশ ও বিজিবির সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ।

◾ উত্তরা ও গাবতলীতে বিক্ষোভকারীদের হাতে একাধিক পুলিশ সদস্য নিহত। উত্তরার একটি থানায় বিক্ষোভকারীদের অগ্নিসংযোগ এবং মোহাম্মদপুরে একটি থানা ঘেরাও।

◾ উত্তরায় সেনাবাহিনীর উপস্থিতিতে সাদাপোশাকধারী একদল অজ্ঞাতপরিচয় লোক বিক্ষোভকারীদের উপর গুলিবর্ষণ করলে অন্তত তিনজন নিহত।

◾ কয়েক হাজার বিক্ষোভকারীর নিয়ন্ত্রনে রামপুরা এলাকা। হেলিকপ্টারের টহল চলছে। বিক্ষোভকারীদের দমনে কঠোর অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ।

◾ রাজধানীর বিভিন্ন স্থানে সেনাবাহিনীর চেকপোস্ট। সেনাসদস্যরা রাস্তায় সাধারণ মানুষের পরিচয়পত্র যাচাই করে দেখছেন এবং মাইকিং করে সবাইকে ঘরে অবস্থান করতে বলছেন। এখন পর্যন্ত রামপুরা ও শনির আখড়া ব্যতীত রাজধানীতে সেনাসদস্যদের মারমুখী/আক্রমণাত্মক অবস্থানে দেখা যায়নি।

◾ গভীর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে আটকের পর তাদের পরিবারের কয়েকজন সদস্যকেও “জিম্মি করে রাখা হয়েছে” বলে অভিযোগ করেছেন নাহিদ ও নুরের নিকটজন ও সহকর্মীরা।

শিক্ষার্থীদের আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় Aftab Ali Park East London  যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশীদের নিয়ে ...
18/07/2024

শিক্ষার্থীদের আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় Aftab Ali Park East London যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশীদের নিয়ে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

17/07/2024

গায়েবানা জানাজা পড়া অবস্থায় ইমাম ও মুসল্লীদের ধরে নিয়ে গেছে মুন্সিগঞ্জ জেলা পুলিশ। এটা তুমুল অন্যায় ও বর্বরতা।

Address

Kosti

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice of Bangla:

Share