Luma's UK Lifestyle

Luma's UK Lifestyle আসসালামু আলাইকুম
(3)

21/07/2025

রান্নার সময় মেয়েটা কিচেনে গেলেই ভ'য়ে অস্থির হয়ে যাই কোনোভাবে গরম পাতিলে হাত দিয়ে দেয় কি না। আ'গু'নের তাপ কোনোভাবে যেনো তাকে স্পর্শ করতে না পারে।

অথচ এই বাবা-মায়েরা কেমনে সহ্য করছে? আমিতো ওদের কেউনা এরপরও আমার হাত-পা কাপতেছে, কান্না করতেছি।
অথচ উনাদের চোখের সামনে নিজের বাচ্চাদের পু'ড়ে যাওয়া দেহ!

হে আল্লাহ! পু'ড়ে যাওয়া দেহগুলো শীতল করে দাও। ওদের বাবা মাকে ধৈর্য দাও মাবুদ😭

ঝাল ঝাল চিংড়ি ভুনা রেসিপি!
18/07/2025

ঝাল ঝাল চিংড়ি ভুনা রেসিপি!

দুপুরে রান্নার সময় আমার শাশুড়ি আম্মা চিকেন আর চিংড়ীগুলা কেটে পরিষ্কার করে ধুয়ে রাখছেন আর আমি রান্না করছি।সবসময় কঠিন কাজগ...
17/07/2025

দুপুরে রান্নার সময় আমার শাশুড়ি আম্মা চিকেন আর চিংড়ীগুলা কেটে পরিষ্কার করে ধুয়ে রাখছেন আর আমি রান্না করছি।

সবসময় কঠিন কাজগুলো আমার শাশুড়ি আম্মা বেছে নেন আর আমাকে বলেন আমি নাকি পারবো না।
অথচ উনার অনুপস্থিতিতে সেইম কাজগুলা ঠিকই করতে পারি কিন্তু উনি থাকলে করতে দেন না।

বিয়ের আগে আম্মু যেভাবে কঠিন কাজগুলো করতে দিতেন না সেইমভাবে আম্মাও এইরকম করেন। বিয়ের ৪+ বছর এখনও আস্ত দেশি মুরগি কাটতে পারিনা🤭

অনেকে হয়তো ভাবেন আমি থাকা অবস্থায় আম্মা এতোকিছু কেনো করেন? উনি নিজ থেকেই করেন ইভেন আমি জোর করি যাতে না করেন, তারপরও উনি শুনেন না।

আর আমার শাশুড়ি আম্মা কিন্তু ইয়াং। উনি কেয়ারের জব করেন, ড্রাইভিং করেন। সাথে কবিতাও লিখেন আর ঘর ভর্তি উনার প্রাইজ আর প্রাইজ। এক কথায় উনি অলরাউন্ডার । আর আমি উনার বড় ছেলের বউ।😍

বাই দ্যা ওয়ে, সবাই আম্মার জন্য মন থেকে দোয়া করবেন। উনি যেনো সবসময় সুস্থ থাকেন আর আমাদের সম্পর্ক যেনো সুন্দর থাকে।💞

যখন কোনোকিছু দিয়ে ভাত খাইতে মন চায় না ঠিক তখনই আলু নিরামিষা রান্না করি!
16/07/2025

যখন কোনোকিছু দিয়ে ভাত খাইতে মন চায় না ঠিক তখনই আলু নিরামিষা রান্না করি!

শিমের বিচি দিয়ে লাউ পাতা ভাজি!
14/07/2025

শিমের বিচি দিয়ে লাউ পাতা ভাজি!

Picnic Day!🧺🍕🕊️
12/07/2025

Picnic Day!🧺🍕🕊️

এই গরমে বউ-শাশুড়ি ম্যাংগো লাচ্চি খাই🍹😍
11/07/2025

এই গরমে বউ-শাশুড়ি ম্যাংগো লাচ্চি খাই🍹😍

আমরা দুই বোন একে অপরকে প্রচুর রিলস পাঠাই কিন্তু কেউই কারো রিলস দেখিনা🙂আমি যেই রিলস দেই ২/১দিনের ব্যবধানে সেও সেইম রিলস আ...
11/07/2025

আমরা দুই বোন একে অপরকে প্রচুর রিলস পাঠাই কিন্তু কেউই কারো রিলস দেখিনা🙂
আমি যেই রিলস দেই ২/১দিনের ব্যবধানে সেও সেইম রিলস আমাকে দেয়, এইভাবে চলছে জীবন😆

11/07/2025

বোনের হাসবেন্ডকে নিয়ে ঘুরাঘুরি! Daily Vlog

সুস্বাদু ডিম ভুনা রেসিপি!প্রতিটি পিকচারে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে💗
08/07/2025

সুস্বাদু ডিম ভুনা রেসিপি!
প্রতিটি পিকচারে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে💗

08/07/2025

শাশুড়ী আম্মার সাথে রান্না করি! ছোট বোন আসা উপলক্ষে রান্না! Dawat Preparation

বোনের হাসবেন্ডের জন্য একটু আয়োজন!  #দাওয়াত
05/07/2025

বোনের হাসবেন্ডের জন্য একটু আয়োজন! #দাওয়াত

Address

Kosti

Alerts

Be the first to know and let us send you an email when Luma's UK Lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share