21/07/2025
রান্নার সময় মেয়েটা কিচেনে গেলেই ভ'য়ে অস্থির হয়ে যাই কোনোভাবে গরম পাতিলে হাত দিয়ে দেয় কি না। আ'গু'নের তাপ কোনোভাবে যেনো তাকে স্পর্শ করতে না পারে।
অথচ এই বাবা-মায়েরা কেমনে সহ্য করছে? আমিতো ওদের কেউনা এরপরও আমার হাত-পা কাপতেছে, কান্না করতেছি।
অথচ উনাদের চোখের সামনে নিজের বাচ্চাদের পু'ড়ে যাওয়া দেহ!
হে আল্লাহ! পু'ড়ে যাওয়া দেহগুলো শীতল করে দাও। ওদের বাবা মাকে ধৈর্য দাও মাবুদ😭