20/07/2025
DXN ব্যবসা কি হালাল? বিভ্রান্তি নয়, দরকার বোঝাপড়া!
বর্তমানে অনেকেই DXN ব্যবসা নিয়ে হালাল-হারামের প্রশ্ন তুলছেন। কেউ কেউ একে পিরামিড স্কিম বলে ভুল বোঝেন, আবার কেউ না বুঝেই রায় দিয়ে বসেন। অথচ, বাস্তবতা একেবারে ভিন্ন।
✅ প্রথমেই বুঝে নিই, DXN আসলে কী?
DXN একটি মালয়েশিয়াভিত্তিক আন্তর্জাতিক কোম্পানি, যার যাত্রা শুরু ১৯৯৩ সালে। তারা স্বাস্থ্য ও জীবনধর্মী পণ্য যেমন গ্যানোডার্মা, স্পিরুলিনা, কফি, টুথপেস্ট, পার্সোনাল কেয়ার ও হেলথ সাপ্লিমেন্ট বিক্রি করে থাকে। DXN ব্যবসা করে প্রোডাক্ট সেলিং ও নেটওয়ার্ক বিল্ডিং ভিত্তিক, যেখানে মূল ফোকাস হলো পণ্য ব্যবহারে ও প্রোমোশনে।
DXN কি হালাল?
এই প্রশ্নের জবাব একটি সার্টিফিকেটেই পাওয়া যায়:
মালয়েশিয়ার JAKIM (Jabatan Kemajuan Islam Malaysia)
JAKIM বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য হালাল অথরিটি। তারা শুধু মালয়েশিয়ায় নয়, ৪৯টি দেশের ৮৮টিরও বেশি আন্তর্জাতিক কোম্পানিকে হালাল সনদ দিয়েছে — তাদের মধ্যে অন্যতম DXN।
অন্য যেসব দেশ DXN-এর হালাল সার্টিফিকেশনকে স্বীকৃতি দিয়েছে:
Network Marketing কি সব সময় হারাম? না!
ইসলামে হারাম হয় তখনই, যখন:
শুধু রিক্রুটমেন্ট ভিত্তিক হয়
বাস্তব পণ্য না থাকে
প্রতারণামূলক ইনকাম প্রমিস থাকে
সুদ ও জুয়া সংশ্লিষ্ট থাকে
কিন্তু DXN-এর ক্ষেত্রে:
বাস্তব ও উপকারি পণ্য রয়েছে
পণ্য বিক্রি না করলে ইনকামও হয় না
বিশ্বব্যাপী স্বীকৃত ও ISO, GMP, HACCP সার্টিফাইড
কোন সুদ বা হারাম প্রক্রিয়া নেই
একটি হালাল ব্যবসা হওয়ার বৈশিষ্ট্য DXN-এ বিদ্যমান:
বৈশিষ্ট্য DXN-এ আছে কি?
হালাল প্রোডাক্ট আছে (JAKIM সার্টিফাইড)
ন্যায্য ইনকাম আছে
পণ্য ভিত্তিক ইনকাম আছে
প্রতারণাহীন প্রক্রিয়া আছে
বৈশ্বিক স্বীকৃতি আছে
ভুল ধারণা নয়, সত্য জেনেই সিদ্ধান্ত নিন।
অনেকে শুধুমাত্র "নেটওয়ার্ক মার্কেটিং" শব্দ শুনেই না বুঝে হালাল-হারামের লেবেল বসিয়ে দেন। অথচ ইসলাম আমাদের শিখিয়েছে সত্য যাচাই করে তবেই মতামত দিতে।
> “...فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لا تَعْلَمُونَ”
অর্থ: “তোমরা যদি না জানো, তাহলে জ্ঞানীদের জিজ্ঞাসা করো।” (সূরা আন-নাহল: ৪৩)
শেষ কথা:
DXN একটি বৈধ, স্বচ্ছ ও হালাল সার্টিফাইড ব্যবসা। এটি মুসলিমদের জন্য একটি সম্ভাবনাময় প্ল্যাটফর্ম, যেখানে সততা, পরিশ্রম ও সেবার মাধ্যমে ইনকাম করা যায়।
আত্মবিশ্বাস হারাবেন না। আপনি একটি হালাল, স্বাস্থ্যসম্মত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোম্পানির অংশ হতে যাচ্ছেন। সঠিক জ্ঞান গ্রহণ করুন, বিভ্রান্তি নয়।
অনেকেই নিজের ইনকাল হালাল না হারাম এটার দিকে না তাকিয়ে DXN নিয়ে অতি বাড়াবড়ি করে বিভিন্ন প্রকার বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা মনে করি তাদের উপর শয়তানের আচোড় লেগেছে কারণ একমাত্র শয়তান-ই মানুষকে ভালো কাজ করা থেকে বিরত রাখে। আল্লাহ তাদের সঠিক জ্ঞান দান করুন। আমরা DXN এর মত একটা নেয়ামত পূর্ণ কাজের সাথে যুক্তু হতে পেরে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই।