
30/06/2025
মেয়েদের কে কোন মা হওয়া শেখাতে হয় না। ✨
যে মূহুর্ত থেকে তারা জানতে পারে তারা একটা নতুন জীবন পৃথিবীতে আনতে চলেছে সে মূহুর্ত থেকে শুরু হয়ে যায় এক অচেনা অজানা যাত্রা।🌼
মা হওয়া পর যে জার্নি সেটা কোন স্কুল,কলেজে খাতা বা বই খুলে শেখানো হয় না।
কিন্তু প্রতিটি মেয়েই বলবে আমি শিখেছি।🌿
যে মেয়েটা তার মায়ের বাড়িতে সকাল ৯ছাড়া ঘুম ভাঙ্গতো না সে মেয়ে শিখেছে কিভাবে দিনের পর দিন রাতের পর রাত না ঘুমিয়ে বাচ্চা কে কোলে নিয়ে দেওয়ালে হেলান দিয়ে রাতে জাগতে হয়।
সারাদিন তাকে সবাই মিলে ঘিরে থাকলেও রাতটা শুধুই তাকে কাটাতে হবে একাকিত্বের সঙ্গে। 🎋
মেয়েটি এই স্বার্থপর দুনিয়াতে পরিচিত হয়েছে এক এমন ভালোবাসার সঙ্গে যার কোন শর্ত নেই, এক স্নগ্ধ স্পর্শের খোঁজ পেয়েছে যা সকল দুঃখ কষ্ট ভুলিয়ে দিতে পারে।💫
নিখুঁত আমরা কেউই এ না, কোন মানুষের পক্ষেই নিখুঁত হওয়া সম্ভব নয়।🦋
কিন্তু প্রতিটি মায়েরাই প্রতি নিয়তই চেষ্টা করে চলেছি ভালো মা হয়ে ওঠার।কারন বাচ্চা এমন এক ভালোবাসার নাম যার জন্য পৃথিবীর সমস্ত ভালোটুকু করতে প্রস্তুত থাকে প্রতিটি মা।❤️