Precious Memory

Precious Memory Slowing down to notice the little things—food, nature & honest moments.😇

নিজের কষ্ট নিজের কাছেই রাখো, কারণ সবাই বুঝতে চায় না — কেবল বিচার করতে চায়।
18/07/2025

নিজের কষ্ট নিজের কাছেই রাখো, কারণ সবাই বুঝতে চায় না — কেবল বিচার করতে চায়।

Piece of art
17/07/2025

Piece of art

বিদেশে নেই ট্রাফিক পুলিশ, নেই হর্নের শব্দ — তবুও সবাই নিয়ম মেনে চলে।আর আমরা?পুলিশ দেখলেই ব্রেক, না দেখলেই রেস!
15/07/2025

বিদেশে নেই ট্রাফিক পুলিশ, নেই হর্নের শব্দ — তবুও সবাই নিয়ম মেনে চলে।
আর আমরা?
পুলিশ দেখলেই ব্রেক, না দেখলেই রেস!


বিদেশের শহরে হঠাৎ চোখে পড়ে বাংলা শব্দ,মনে হয়, ভিনদেশেও আমার এক টুকরো চেনা ঘর আছে
15/07/2025

বিদেশের শহরে হঠাৎ চোখে পড়ে বাংলা শব্দ,
মনে হয়, ভিনদেশেও আমার এক টুকরো চেনা ঘর আছে

14/07/2025

যেখানে ঢেউ আর হাওয়া মিলে যায়, সেখানে শব্দের প্রয়োজন হয় না

উঁচু উঁচু দালান, আলো ঝলমলে রাস্তাগুলো—সব দেখে মনে হয় জীবন খুব সুন্দর,কিন্তু ভিতরে ভিতরে সবাই ক্লান্ত, ব্যস্ত, আর একা।কে...
14/07/2025

উঁচু উঁচু দালান, আলো ঝলমলে রাস্তাগুলো—সব দেখে মনে হয় জীবন খুব সুন্দর,
কিন্তু ভিতরে ভিতরে সবাই ক্লান্ত, ব্যস্ত, আর একা।
কেউ কারো খবর রাখে না,
সবাই নিজেকে নিয়েই ব্যস্ত।
এই শহর শুধু উঁচু নয়, নিঃশব্দও।
🌆

সব কিছুই আসে শিক্ষা দিতে, কেউ থেকে যায় স্মৃতি হয়ে, কেউ পথ দেখায় আলোর মতো
13/07/2025

সব কিছুই আসে শিক্ষা দিতে, কেউ থেকে যায় স্মৃতি হয়ে, কেউ পথ দেখায় আলোর মতো

পরন্ত বিকেল…আর একটু ‘আমি’ সময়সারা দিনের ব্যস্ততার শেষেযখন রোদটা একটু নরম হয়ে আসে,হাওয়া গায়ে লাগলে মনে হয়—এই বুঝি একটু নি...
12/07/2025

পরন্ত বিকেল…
আর একটু ‘আমি’ সময়

সারা দিনের ব্যস্ততার শেষে
যখন রোদটা একটু নরম হয়ে আসে,
হাওয়া গায়ে লাগলে মনে হয়—
এই বুঝি একটু নিজের সঙ্গে দেখা হল!

নির্জন এক কাপ চা,
কোনো কথা না বলা কিছু গান,
আর একটু নিঃশব্দ অনুভব—
এটাই তো আমার “Me Time”।

পরন্ত বিকেল শেখায়,
নিজেকে ভালোবাসা মানেই
নতুন করে বাঁচা।

#পরন্ত_বিকেল #নিজেকে_ভালোবাসা #নীরব_সন্ধ্যা

12/07/2025
সব শব্দ থেমে গেলেও, কিছু অনুভূতি থেকে যায়।নিস্তব্ধতা কখনো কষ্টের ভাষা,আবার কখনো গভীর চিন্তার একমাত্র আশ্রয়।শব্দের ভিড়...
11/07/2025

সব শব্দ থেমে গেলেও, কিছু অনুভূতি থেকে যায়।
নিস্তব্ধতা কখনো কষ্টের ভাষা,
আবার কখনো গভীর চিন্তার একমাত্র আশ্রয়।

শব্দের ভিড়ে আমরা যা বলতে পারি না,
নিস্তব্ধতা ঠিক তা-ই বলে দেয়।
সে কখনো শান্তি,
কখনো চিৎকার!

নিস্তব্ধতার মাঝেই লুকিয়ে থাকে
সবচেয়ে সত্য অনুভবগুলো।
শুধু শুনতে জানতে হয়… হৃদয় দিয়ে।

#নিস্তব্ধতা #ভবনা #নীরবতা_কথা_বলে

📍London
11/07/2025

📍London

আমরা ভাবি—সেভিংস জমলে ভালো থাকব,বাড়ি হলে ভালো থাকব,সেটেল্ড হলে ভালো থাকব।কিন্তু সেই ভালো থাকা আসলেএই পথের মধ্যেই লুকানো।...
11/07/2025

আমরা ভাবি—সেভিংস জমলে ভালো থাকব,
বাড়ি হলে ভালো থাকব,
সেটেল্ড হলে ভালো থাকব।

কিন্তু সেই ভালো থাকা আসলে
এই পথের মধ্যেই লুকানো।
এক কাপ চায়ে,
একটা সুনামির পরের নিঃশ্বাসে,
একটি নিজের জন্য বলা ‘না’ শব্দে।

Address

Kosti

Alerts

Be the first to know and let us send you an email when Precious Memory posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Precious Memory:

Share