ভয়েস অফ বাংলা-Voice Of Bangla

  • Home
  • Sudan
  • Kosti
  • ভয়েস অফ বাংলা-Voice Of Bangla

ভয়েস অফ বাংলা-Voice Of Bangla Voice of Bangla is a news portal.

মহান বিজয় দিবসের শুভেচ্ছা।জয় বাংলা।
16/12/2024

মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
জয় বাংলা।

21/07/2024

পথে পথে সেনাসদস্যদের টহলের পরও শনিবার ঢাকার বিভিন্ন স্থানে এবং ঢাকার বাইরে কয়েক জায়গায় ব্যাপক সংঘর্ষ হয়েছে।
ঢাকার বড় নগর ও জেলায় সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা, থানা, পুলিশ ফাঁড়ি, গার্মেন্টস কারখানায় ভাঙচুরের পর আগুন জ্বালিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা।
পিটিয়ে হত্যা করে ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হয় পুলিশের লাশ। এ অবস্থায় সরকারের উচ্চমহল নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেয়া হয়।

খবর বিবিসি বাংলার।

এই অস্ত্রধারীর পরিচয় পেয়েছি। তার নাম হাসান মোল্লা। তিনি ক্যাসিনো কান্ডে বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের বহিষ্কৃত সভাপতি কাওসা...
15/07/2024

এই অস্ত্রধারীর পরিচয় পেয়েছি। তার নাম হাসান মোল্লা। তিনি ক্যাসিনো কান্ডে বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের বহিষ্কৃত সভাপতি কাওসার মোল্লার ভাতিজা।
হাসান পেশায় একজন ঠিকাদার। পানি উন্নয়ন বোর্ড, গৃহায়ণ ও গণপূর্তের অন্যতম ঠিকাদার তিনি।
চাচা দল থেকে বহিষ্কার হওয়ার পর আওয়ামী লীগের সাথে তাদের দূরত্ব বেড়েছে অনেক। তাই দলের কাছে ভালবাসা পেতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের ওপর গুলি করছেন।
ঢাকা কলেজে পড়াশোনা করা হাসান মোল্লা কয়েক শত কোটি টাকার মালিক হয়ে গেছেন অল্প বয়সে।
তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ।

© Amimul Hasan

ছবি জীবন ভাই, ফটো সাংবাদিক দৈনিক মানবজমিন।

প্রশ্ন ফাঁসে জড়িত কোটিপতি সৈয়দ আবেদ আলীর ছেলেকে বিপুল টাকার বিনিময়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের পদ দেয়া হয়েছে বলে অভিযো...
08/07/2024

প্রশ্ন ফাঁসে জড়িত কোটিপতি সৈয়দ আবেদ আলীর ছেলেকে বিপুল টাকার বিনিময়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের পদ দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

প্রশ্ন ফাঁসে জড়িত সৈয়দ আবেদ আলীর ছেলে এখন ছাত্রলীগের নেতা সাদ্দামদের কল্যাণে। খা তোরা লুটেপুটে খা।
08/07/2024

প্রশ্ন ফাঁসে জড়িত সৈয়দ আবেদ আলীর ছেলে এখন ছাত্রলীগের নেতা সাদ্দামদের কল্যাণে।
খা তোরা লুটেপুটে খা।

প্রিমিয়ার ব্যাংকের চার কর্মকর্তার ৩ হাজার কোটি টাকা আত্মসাৎ!
23/06/2024

প্রিমিয়ার ব্যাংকের চার কর্মকর্তার ৩ হাজার কোটি টাকা আত্মসাৎ!

কিশোরগঞ্জ আদালতে জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমনসহ তিনজনের নামে পর্ণোগ্রাফি আইনে মামলা করেছেন এক কলেজছাত...
23/06/2024

কিশোরগঞ্জ আদালতে জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমনসহ তিনজনের নামে পর্ণোগ্রাফি আইনে মামলা করেছেন এক কলেজছাত্রী।

সাদ্দাম-ইনান জিন্দাবাদ।

18/06/2024

বাংলাদেশের দুর্বৃত্তায়ন ও শিক্ষা ব্যবস্থার ভয়াবহতার একটা উদাহরণ বলি।
আমার এক ভাই একটি হাই স্কুলের শিক্ষক। তিনি উচ্চ শিক্ষিত ও পরিবারের মধ্যে অন্যতম ভাল ও মেধাবী মানুষ। তিনি এক মাসের বেতন ও ঈদের বোনাসসহ পেয়েছেন ২৮ হাজার টাকার কিছুটা বেশি। শিক্ষকতা ছাড়া তার দুই পয়সা ভিন্ন ইনকাম নাই।
কোরবানির ঈদের বোনাস পেয়েছেন সম্ভবত হাজার পাঁচেক টাকা।
এই পাঁচ হাজার টাকায় গরু দূরে থাকুক ছাগলের একটা পা কি কোরবানি দেয়া সম্ভব?
রমজানের ঈদের বোনাস পেয়েছেন ঈদের পর!
এই মানুষটা স্ত্রী ও দুটি ছেলে সন্তান নিয়ে কিভাবে মানবিক জীবন যাপন করবেন?
কিভাবে সৎ পথে চলবেন জানিনা। জীবন কতটা নির্মম এই মানুষটার চেয়ে ভাল কে আর জানেন!
তিনি কি দুইটি সন্তান নিয়ে আর তিনটা পলেথিনের প্যাকেট নিয়ে মানুষের বাড়িবাড়ি গিয়ে দুই টুকরা করে মাংস চাইবে?

Mohibul Hassan Chowdhoury ভাই, মাননীয় শিক্ষামন্ত্রী এই শিক্ষকরা কি আর্থিক দৈন্যতার সাথে লড়াই করবে নাকি শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য সংগ্রাম করবে?

সোনা, ফোন কিংবা টাকা কিছুই দেশে রাখা যাচ্ছে না।ইভেন বেনজীরকেও রাখা যায়নি।
05/06/2024

সোনা, ফোন কিংবা টাকা কিছুই দেশে রাখা যাচ্ছে না।
ইভেন বেনজীরকেও রাখা যায়নি।

ছাত্রলীগের ইডেন কলেজ শাখার এই নেত্রীর সাথে সম্পর্কে জড়িয়ে প্রধানমন্ত্রীর দফতর থেকে চাকরি হরিয়েছেন হাসান জাহিদ তুষার। প্র...
29/05/2024

ছাত্রলীগের ইডেন কলেজ শাখার এই নেত্রীর সাথে সম্পর্কে জড়িয়ে প্রধানমন্ত্রীর দফতর থেকে চাকরি হরিয়েছেন হাসান জাহিদ তুষার। প্রধানমন্ত্রীর ডেপুটি প্র্বস সেক্রেটারি হাসান জাহিদ তুষার এর স্ত্রী প্রধানমন্ত্রী কাছ স্বামীর অপকর্মের অভিযোগ দিয়েছিলেন গত শনিবার।
এই নেত্রীর আরেক ঘনিষ্ট ব্যক্তি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনান।
ইনান সাদ্দাম জুটির অপকর্ম পাহাড় সমান হয়ে উঠছে। সাদ্দাম আগামীতে এমপি মন্ত্রী হবে কিনা জানিনা তবে বিজিএমইএর সভাপতি হবে এটা কনফার্ম। ইনানের নারী কেলেঙ্কারি যেকোন দিন ফাঁস হয়ে যেতে পারে। সময় থাকতে সাবধান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০ নাম্বার ওয়ার্ড এর কাউন্সিল ফরিদ উদ্দিন রতনকে জেতাপেটা করায় বহিষ্কার হয়েছেন  দক্ষিণ সিটি ক...
24/05/2024

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০ নাম্বার ওয়ার্ড এর কাউন্সিল ফরিদ উদ্দিন রতনকে জেতাপেটা করায় বহিষ্কার হয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের আরেক কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলী।

ধর্ম বলেছে মৃতদের নিয়ে নেতিবাচক কথা বলিতে নিষেধ করেছে।তাই কিছু বললাম না আপনারা একটু পড়ে দেখেন।সাত মাস আগে Taimur Faruk T...
24/05/2024

ধর্ম বলেছে মৃতদের নিয়ে নেতিবাচক কথা বলিতে নিষেধ করেছে।
তাই কিছু বললাম না আপনারা একটু পড়ে দেখেন।

সাত মাস আগে Taimur Faruk Tusher ভাই এই মালটাকে নিয়ে সংবাদ প্রকাশ করেছিলেন।

পুরো নিউজ কমেন্টে দেয়া আছে।

https://www.khaborerkagoj.com/special-report/791371

Address

Kosti

Telephone

+447821398914

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভয়েস অফ বাংলা-Voice Of Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভয়েস অফ বাংলা-Voice Of Bangla:

Share