01/07/2025
সৌন্দর্য নির্ভর করে ব্যাক্তিত্বে।
ইদানীং ফেসবুক স্ক্রল করতে ভয় লাগে! সত্যি..
আপনি ফেসবুকে কি শেয়ার করবেন, সেটা একান্তই আপনার ব্যাক্তিগত ব্যাপার। তবে, আপনার শেয়ার করা প্রতিটা বিষয় অন্যরা দেখছে, পড়ছে, জানছে। ঠিক সেকারনেই আপনি কি শেয়ার করছেন, সে ব্যাপারে আপনার কি একটু সচেতন হওয়াটা জরুরি নয়?
ফেসবুক ইদানীং ভয়ংকর সব খবরে ভরে থাকে! অধিকাংশই নেগেটিভ খবর। শিক্ষা, সচেতনতামূলক তেমন কিছুই চোখে পরে না। অধিকাংশদেরকেই দেখি নিম্নমানের বিষয় গুলোতে বেশি আগ্রহী। আমি দুঃখীত, এভাবে বলার জন্য তবে আমার দৈনন্দিন পর্যবেক্ষণ থেকে আমার এরকমই মনে হয়েছে।
ধরুন, আপনি ভীষণ হতাশ! সেটা যেকোনো কারনেই হতে পারে। আপনার মনে হলো, এই ব্যাপারটা ফেসবুকে শেয়ার করি। করলেন, তাতে কি হতাশা কমলো? ধরুন, আপনি খুবই সুখি একজন মানুষ, মাশা'আল্লাহ। আপনার মনে হলো বিরতিহীন ভাবে সেই খবর নিয়মিত সবাইকে জানাবেন। জানালেন, সবাই জানার পর সেই সুখময় জীবনটা কি আগের মতই আছে নাকি খানিকটা অন্যরকম অথবা অপ্রত্যাশিত কিছু ঘটেছে আপনার সেই সুখি জীবনে? অথবা ধরুন, আপনি কাউকে ছোট করার উদ্দেশ্যে কিছু শেয়ার করলেন, সাথে অপমানমূলক ক্যাপশন এবং মন্তব্য। তাতে করে যাকে ছোট করতে চাইলেন, সত্যিই কি তাকে সবার চোখে ছোট করতে পারলেন? আর আপনার নিম্নমানের মানুষিকতা সম্পর্কে জানতে কি কারো বাকি রইলো?!
তাহলে, কেন করলেন/করবেন এরকম?
আচ্ছা, তাহলে কি সোস্যাল মিডিয়াতে কিছুই শেয়ার করা যাবে না?!
কেন যাবে না? নিশ্চয় যাবে। তবে সেটা অবশ্যই হতে হবে পরিমিত, ভালো কোনো বিষয়ে। যেটুকু একটা সুন্দর ব্যাক্তিত্বের সাথে মানানসই, সেটুকু অবশ্যই শেয়ার করা যাবে। নিজেকে হাসির খোরাক/ করুনা পাওয়ার মত /ছোট মন মানুষিকতার একজন ব্যাক্তি হিসেবে অন্যদের কাছে পরিচিত করে তুলবেন না। এটা ভীষণ বোকামি। কিছু ক্ষেত্রে অন্যায়ও বটে।
নিজের ব্যাক্তিত্বের যত্ন নিন। সুন্দর ব্যাক্তিত্ব মানুষকে সুন্দর করে তোলে। ভালো থাকবেন।
_Mahima R. Islam
#ফেসবুক #পোস্ট #সচেতনতামূলক #মোটিভেশান #শেয়ার