
04/07/2025
শুভ বিকেল কেমন আছেন সবাই??
আমি যখন কোনো ট্যুরে যাই বা আমার রেগুলার জীবনে যখন একটু অবসর সময় কাটাই তখন আমার সবচেয়ে প্রিয় কাজ হলো কোনো ভালো ক্যাফেতে গিয়ে এক কাপ গরম ক্যাপুচিনোর সাথে আমার পছন্দের ডোনাট অথবা অন্য কোনো ডেজার্ট খাওয়া! প্রতিটি মানুষেরই উচিত নিজের জন্য সবসময় কিছু সময় ব্যায় করা!