ANTv

ANTv ANTv(Always Necessary Thinking)MediaUK. We are a virtual show about Bangladeshi community.

13/07/2025

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম

প্রিয় ধামইরহাট উপজেলার ৮টি ইউনিয়নের বিএনপি'র ত্যাগী ও দুঃসময়ের অকুতোভয় পরিশ্রমী জিয়ার সৈনিক, অধিকার বঞ্ছিত সহকর্মী, সহযোদ্ধা ভাই - বোন, বন্ধুগন আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, আগামী ১৯/৭/২০২৫ রোজ শনিবার ধামইরহাট উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।উক্ত সম্মেলনে, আমি একজন সভাপতি মনোনয়ন প্রত্যাশী ।

অদ্য ১৩/০৭/২৫ তারিখ প্রতীক বরাদ্ধ ও চূড়ান্ত ভোটার তালিকা হাতে পেয়েছি। উক্ত ভোটর তালিকায় ত্যাগী ও কারানির্যাতিত নেতৃবৃন্দকে বঞ্চিত করা হয়েছে।শুধু তাই নয় উপজেলার ৮টি ইউনিয়নের ৭২ টি ওয়ার্ডের সভপতি/সাধারণ সম্পাদক/সাংগঠনিক সম্পাদকদের মধ্যে থেকে, অধিকাংশ নেতা কর্মীদের বঞ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, ধামইরহাট , উপজেলা বিএনপি'র আহবায়ক/যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত কমিটিকে প্রত্যাখ্যান করে অর্থের বিনিময়ে ধামইরহাট উপজেলার হাইব্রিড, অনুপ্রবেশকারী, দখলদার চাঁদাবাজ ও কতিপয় নেতার প্ররোচনায় জেলা বিএনপির আহবায়ক/সদস্য সচিব মনগড়া ভোটার তালিকাটি প্রকাশ করেছে।

যে কমিটিতে আওয়ামী সন্ত্রাসীদের পুনর্বাসন করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে ধামইরহাট উপজেলা বিএনপি'র আহ্বায়ক /যুগ্ম আহ্বায়ক কর্তৃক স্বাক্ষরিত অথবা প্রত্যেক ইউনিয়নের ৫ আগস্ট ২০২৪ এর পূর্বের ওয়ার্ড কমিটির সভাপতি / সাধারণ সম্পাদক/ সাংগঠনিক সম্পাদক এবং ৫ আগষ্ট ২০২৪ এর পূর্বের ইউনিয়নের আহ্বায়ক কমিটি এবং স্বৈরাচার আওয়ামী শাসনামলের কারা নির্যাতিত নেতৃবৃন্দের সমন্বয়ে একটি কমিটি গঠন করে নির্ধারিত ১৯/০৭/২৫ তারিখেই প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত করা হোক।

নিবেদন
আলহাজ্ব মোঃ রুহুল আমিন
সভাপতি পদপ্রার্থী
ধামইরহাট উপজেলা বিএনপি

06/07/2025

#বিএনপি ANTv

24/06/2025

সেনবাগ উপজেলাধীন ৪নং কাদরা ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদলের সাথে পরিচিতি সভা এবং মতবিনিময় করেন নোয়াখালী-২(সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের গণমানুষের নেতা,বিএনপির দুর্দিনের কান্ডারী এবং উক্ত আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি জননেতা জনাব আব্দুল মান্নান ভাই।

তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ চীনের কমিউনিস্ট পার্টির
23/06/2025

তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ চীনের কমিউনিস্ট পার্টির

১৯৭৮ সালেৱ প্রেসিডেন্ট নির্বাচনে জাতীয়তাবাদী ফ্ৰন্টেৱ মনোনীত প্ৰাৰ্থী জিয়াউৱ ৱহমানেৱ দুর্লভ নির্বাচনী পোস্টাৱ। ৭৬,৬৩% ...
23/06/2025

১৯৭৮ সালেৱ প্রেসিডেন্ট নির্বাচনে জাতীয়তাবাদী ফ্ৰন্টেৱ মনোনীত প্ৰাৰ্থী জিয়াউৱ ৱহমানেৱ দুর্লভ নির্বাচনী পোস্টাৱ। ৭৬,৬৩% ভোট পেয়ে আওয়ামীলীগেৱ প্ৰাৰ্থী এম এ জি ওসমানিকে হাৱিয়ে বিপুল ভোটে জয়লাভকরেন।


"নতুন প্ৰজন্মেৱ প্ৰথম ভোট,জিয়াউৱ ৱহমানেৱ ধানেৱ শীষেৱ পক্ষে হোক"

22/06/2025

যুবকদের প্রথম ভোট হোক ধানের শীষের পক্ষে 🌾🇧🇩

22/06/2025

রাষ্ট্রীয় প্রতিক ( শাপলা ) কোন রাজনৈতিক দলের প্রতিক হতে পারেনা

22/06/2025

নতুন প্রজন্মের ভোট হোক ধানের শীষে ❤️❤️

22/06/2025

সালাহ উদ্দিন আহমেদ এর ব্রিফিং জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনা

22/06/2025

ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স ইন্সটিটিউট থেকে সরাসরি ——

বাংলাদেশের তারুণ্যের স্বপ্ন, সম্ভাবনা ও ভবিষ্যৎ নির্মাণে "তারুণ্যের রাষ্ট্র চিন্তা" প্ল্যাটফর্ম থেকে একটি গুরুত্বপূর্ণ সংলাপের আয়োজন করা হয়েছে, যার শিরোনাম "শিক্ষা ও শিক্ষাঙ্গন।

প্রধান অতিথি —
জনাব সালাউদ্দিন আহমেদ, সদস্য, জাতীয় স্থায়ী কমিটি–বিএনপি।

জুন,রবিবার ২২, ২০২৫।

20/06/2025

প্রবীণ রাজনীতিবিদ ৬ নং কাবিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক জনাব মমিন উল্লাহ চেয়ারম্যানের উপর অতর্কিত হামলার প্রতিবাদে নোয়াখালী ২ সেনবাগ সোনাইমুড়ি আংশিক আসনের মনোনয়ন প্রত্যাশী জনাব আব্দুল মান্নান এর পক্ষ থেকে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে

Address

Kosti

Alerts

Be the first to know and let us send you an email when ANTv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share