10/07/2025
এখনকার যুগে ব্যক্তিত্ব কাকে বলে এটাই অনেকে বুঝে না। এই যে অনলাইন প্ল্যাটফর্ম, যারা নিত্যদিনের ভিডিও বানিয়ে লাখ লাখ ফলোয়ার নিয়ে লাখ লাখ টাকা কামাচ্ছে, খুব ভালো কথা, কিন্তু তারা সমাজে কি মেসেজ বা কি শিক্ষা দিচ্ছে সমাজকে???
সমাজটা আজ ধ্বংসের পথে,
খুব ভালো ভালো কনটেন্ট ক্রিয়েটরও আছে, তবে তা খুবই কম সং্খ্যক।
যাঁ্রা মন থেকে ভালোবেসে কাজ করছে তাদের ভ্লগ দেখতেও ভালো লাগে।
আর যাঁ্রা টাকা কামানোর জন্য শুধু কাজ করছে, তারা ভাবেও না কে কি ভাবলো বা আমাদের একটা সমাজ আছে, ইচ্ছামত ভিডিও আপলোড দিচ্ছে, একবার এসে কান্না করছে, রিপ্লাই ভিডিওতে এসে ইচ্ছেমত খারাপ ব্যবহার করছে, পরিবার মিলে ভাত খাবে সেটাও ক্যামেরা অন করে খাচ্ছে। আরো কত কি??
একবার একটা পার্কে গেলাম চেরি ব্লসম দেখতে, সেখানে দূর দুরান্ত থেকে মানুষ আসে এটা দেখার জন্য। তো সেখানে এক কাপল ভ্লগারও এসেছিলো, তারা ইংল্যান্ডেই থাকে, তাদেরকে আমরা অনেক কিউট কাপল বলেই জানি। তারা দু'জন রীতিমতো ঝগড়া, ঘটনা কিছু না, হাসবেন্ড যেভাবে পোজ দিতে বলছে, তেমনটা হচ্ছে না। অনেকগুলো শর্ট নেয়ার পর একটা হচ্ছে। প্রতিটা ছবি তোলার সময় চোখের পানি মুছে হাসি মুখে পোজ দিচ্ছে।
আরেকটা শর্ট ছিলো, আপুকে চেয়ারের উপর দাঁড়িয়ে ফুলগুলো স্পর্শ করতে হবে, ওই শর্টটাও খুব কঠিন ছিলো আপুটার জন্য , সেখানেও অনেক কান্নাকাটি রাগ-অভিমানের পর পারফেক্ট হয় ছবি।
এই যে পার্কে এলো কান্না-কাটি মন খারাপ,এতে কি তারা একটুও আনন্দ বা ভালো সময় পার করতে পেরেছে? না কখনোই না। এটাকে ভালো থাকা বলে না।
লন্ডনে এসে ,যেখানে কাজ করলেই টাকা পাওয়া যায়, সেখানে বেহায়ার মত ভিডিও না বানিয়ে ভালো কনটেন্ট নিয়ে কাজ করা ভালো। সমাজ কিছু শিখতে পারে বা জানতে পারে।
আমার আগে ভ্রমণের ভিডিও বানাতে খুব ভালো লাগত। একবার কথায় কথায় একজন বলেছিল, তোমার তো চ্যানেল আছে (তখন ইউটিউবে ঘুরতে গেলে ভিডিও দিতাম) তোমার ঘুরতে যেতেই হবে তারপর থেকে আমার ঘুরতে যাবার ভিডিও এডিট করার আগ্রহই হারিয়ে গিয়েছে।
আমি যা করি মন থেকে করি ভালো লাগা থেকে করি, এবং খেয়াল রাখার চেষ্টা করি সমাজের জন্য যেন কোন ভুল মেসেজ না ছড়াই।
ভিডিও করা , ছবি তোলা আমার একটা অন্যরকম শখ। যখন ভালো লাগে তখনই করি, যখন ভালো লাগে না ,তখন চারিদিক উপভোগ করি।
আর আমার যেহেতু একটা ছোট্ট পেইজ আছে, তাই ভালো লাগা মন্দ লাগা শেয়ার করি আর কিছু না। আমার মত অনেকেই আছে, শখের বশেই কাজ করছে, অনেক শুভ কামনা তাঁদের জন্য।
অনেকে প্রফেশনালি কাজ করছে, ভালো ভালো ভিডিও বা কনটেন্ট বানাচ্ছে, সমাজকে একটা ভালো মেসেজ দেয়ার চেষ্টা করছে। তাঁদের প্রতি রইলো আমার অগাধ শ্রদ্ধা।
(আমার এই পোস্ট যাঁ্রা পড়বে , তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ❤️)
Amader Kotha UK