Amader Kotha UK

Amader Kotha UK Accepting the beauty in simplicity. finding happiness in the small things in life. Accompany me on a path toward purposeful living, gratitude, and mindfulness.
(27)

Together, let's simplify and prosper.

13/07/2025

বাচ্চাদের নিয়ে ঘুরতে চলে এলাম Amader Kotha UK

13/07/2025

আপনি যখন কাউকে সাহায্য করছেন , তার মানে আল্লাহ সুবহানু তা'য়ালা আপনাকে সুযোগ দিয়েছেন তাঁকে সাহায্য করার বা আপনাকে বেছে নিয়েছেন , তাঁকে সাহায্য করার জন্য। আলহামদুলিল্লাহ । ❤️🩷

10/07/2025

এখনকার যুগে ব্যক্তিত্ব কাকে বলে এটাই অনেকে বুঝে না। এই যে অনলাইন প্ল্যাটফর্ম, যারা নিত্যদিনের ভিডিও বানিয়ে লাখ লাখ ফলোয়ার নিয়ে লাখ লাখ টাকা কামাচ্ছে, খুব ভালো কথা, কিন্তু তারা সমাজে কি মেসেজ বা কি শিক্ষা দিচ্ছে সমাজকে???
সমাজটা আজ ধ্বংসের পথে,
খুব ভালো ভালো কনটেন্ট ক্রিয়েটরও আছে, তবে তা খুবই কম সং্খ্যক।
যাঁ্রা মন থেকে ভালোবেসে কাজ করছে তাদের ভ্লগ দেখতেও ভালো লাগে।
আর যাঁ্রা টাকা কামানোর জন্য শুধু কাজ করছে, তারা ভাবেও না কে কি ভাবলো বা আমাদের একটা সমাজ আছে, ইচ্ছামত ভিডিও আপলোড দিচ্ছে, একবার এসে কান্না করছে, রিপ্লাই ভিডিওতে এসে ইচ্ছেমত খারাপ ব্যবহার করছে, পরিবার মিলে ভাত খাবে সেটাও ক্যামেরা অন করে খাচ্ছে। আরো কত কি??
একবার একটা পার্কে গেলাম চেরি ব্লসম দেখতে, সেখানে দূর দুরান্ত থেকে মানুষ আসে এটা দেখার জন্য। তো সেখানে এক কাপল ভ্লগারও এসেছিলো, তারা ইংল্যান্ডেই থাকে, তাদেরকে আমরা অনেক কিউট কাপল বলেই জানি। তারা দু'জন রীতিমতো ঝগড়া, ঘটনা কিছু না, হাসবেন্ড যেভাবে পোজ দিতে বলছে, তেমনটা হচ্ছে না। অনেকগুলো শর্ট নেয়ার পর একটা হচ্ছে। প্রতিটা ছবি তোলার সময় চোখের পানি মুছে হাসি মুখে পোজ দিচ্ছে।
আরেকটা শর্ট ছিলো, আপুকে চেয়ারের উপর দাঁড়িয়ে ফুলগুলো স্পর্শ করতে হবে, ওই শর্টটাও খুব কঠিন ছিলো আপুটার জন্য , সেখানেও অনেক কান্নাকাটি রাগ-অভিমানের পর পারফেক্ট হয় ছবি।
এই যে পার্কে এলো কান্না-কাটি মন খারাপ,এতে কি তারা একটুও আনন্দ বা ভালো সময় পার করতে পেরেছে? না কখনোই না। এটাকে ভালো থাকা বলে না।

লন্ডনে এসে ,যেখানে কাজ করলেই টাকা পাওয়া যায়, সেখানে বেহায়ার মত ভিডিও না বানিয়ে ভালো কনটেন্ট নিয়ে কাজ করা ভালো। সমাজ কিছু শিখতে পারে বা জানতে পারে।

আমার আগে ভ্রমণের ভিডিও বানাতে খুব ভালো লাগত। একবার কথায় কথায় একজন বলেছিল, তোমার তো চ্যানেল আছে (তখন ইউটিউবে ঘুরতে গেলে ভিডিও দিতাম) তোমার ঘুরতে যেতেই হবে তারপর থেকে আমার ঘুরতে যাবার ভিডিও এডিট করার আগ্রহই হারিয়ে গিয়েছে।
আমি যা করি মন থেকে করি ভালো লাগা থেকে করি, এবং খেয়াল রাখার চেষ্টা করি সমাজের জন্য যেন কোন ভুল মেসেজ না ছড়াই।

ভিডিও করা , ছবি তোলা আমার একটা অন্যরকম শখ। যখন ভালো লাগে তখনই করি, যখন ভালো লাগে না ,তখন চারিদিক উপভোগ করি।

আর আমার যেহেতু একটা ছোট্ট পেইজ আছে, তাই ভালো লাগা মন্দ লাগা শেয়ার করি আর কিছু না। আমার মত অনেকেই আছে, শখের বশেই কাজ করছে, অনেক শুভ কামনা তাঁদের জন্য।

অনেকে প্রফেশনালি কাজ করছে, ভালো ভালো ভিডিও বা কনটেন্ট বানাচ্ছে, সমাজকে একটা ভালো মেসেজ দেয়ার চেষ্টা করছে। তাঁদের প্রতি রইলো আমার অগাধ শ্রদ্ধা।

(আমার এই পোস্ট যাঁ্রা পড়বে , তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ❤️)

Amader Kotha UK

Good Afternoon Amader Kotha UK    ゚  ゚
08/07/2025

Good Afternoon Amader Kotha UK ゚ ゚

26/06/2025
📢 সতর্কতা!আজ কাঁচা কাজু বাদাম কাটার পর এর ভিতরে এমন একটি অংশ দেখতে পাই, যা সম্ভবত পচন বা ছাঁচ (ফাঙ্গাস)। এটি খাওয়া স্বা...
21/06/2025

📢 সতর্কতা!

আজ কাঁচা কাজু বাদাম কাটার পর এর ভিতরে এমন একটি অংশ দেখতে পাই, যা সম্ভবত পচন বা ছাঁচ (ফাঙ্গাস)। এটি খাওয়া স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। কাজু বাদাম দেখতে ভালো হলেও ভিতরে নষ্ট থাকতে পারে।

⚠️ আপনাদের সবাইকে অনুরোধ করছি কাজু বাদাম খাওয়ার আগে ভালভাবে দেখে নিন।

🛑 যদি এমন কিছু দেখেন, সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করুন এবং প্রয়োজনে বিক্রেতাকে জানান।

এমনটা হতে পারে সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করেনি। তাই ,সবকিছু দেখে খাওয়াই ভালো।

সুস্থ থাকুন, সচেতন থাকুন।

#সতর্কতা #খাবারে_সচেতনতা #কাজুবাদাম #স্বাস্থ্য_ঝুঁকি

কিছু কথা না বললেই নয়, আজকে দু'মাস ধরে , ফলোয়ার ১০/২০টা বাড়ে আবার দু'দিন পর আবার ঠিক ঠিক ১০/২০টাই কমে যায়। কেন এমন হচ্ছে ...
20/06/2025

কিছু কথা না বললেই নয়, আজকে দু'মাস ধরে , ফলোয়ার ১০/২০টা বাড়ে আবার দু'দিন পর আবার ঠিক ঠিক ১০/২০টাই কমে যায়। কেন এমন হচ্ছে বুঝতে পারছিনা। তারপর দেখলাম, অনেক কমেন্ট করছে পোস্টে, ভালোবাসা দিচ্ছে কিন্তু, পেইজ কেই লা*ইক বা ফ*লো করে আবার তুলে নিয়েছে। ফ*লো না করে , শুধু কমেন্টে ভালোবাসা দেখালে তো পেইজ গ্রো করবে না। তাই সত্যিই পাশে থাকলে ভালো লাগবে।

এই টাইপের পোস্ট করতে যদিও আমার ভালো লাগে না , কিন্তু , যেহেতু আমার একটা পেইজ আছে, আর আমি আমার ছোট ছোট টাস্ক কম্পলিট করতে
ভালোবাসি, তাই গুটি কয়েক মানুষের জন্য এই পোস্টটা করতে বাধ্য হলাম।

আর যাঁ্রা সবসময়ের জন্য পাশে আছেন , তাঁদেরকে অনেক অনেক ভালোবাসা । ❤️❤️❤️

Good afternoon Amader Kotha UK
17/06/2025

Good afternoon Amader Kotha UK

15/06/2025

সাম্প্রতিক ভারতে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, আমরা তাঁদের আত্মার মাগফিরাত কামনা করি। তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
আল্লাহ্‌ যেন তাঁদের বেহেশত নসিব করেন এবং শোকাহত পরিবারগুলোকে এই কষ্ট সহ্য করার শক্তি দেন।
আমাদের হৃদয় তাদের জন্য ব্যথিত।
আমি তাঁদের জন্য আন্তরিকভাবে দোয়া করছি। আমিন।😔😔😔

Eid Celebrations Party Amader Kotha UK
12/06/2025

Eid Celebrations Party Amader Kotha UK

Good afternoon Amader Kotha UK
10/06/2025

Good afternoon Amader Kotha UK

সুন্দর দিনে হাঁটতে ভালো লাগে Amader Kotha UK                 #সুন্দরদিনে
03/06/2025

সুন্দর দিনে হাঁটতে ভালো লাগে Amader Kotha UK #সুন্দরদিনে

Address

Kosti

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amader Kotha UK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share