Sristy Roy

Sristy Roy **Let’s just say life is unpredictable**

12/07/2025
12/07/2025
😎
08/07/2025

😎

19/06/2025

আমি আজীবন নিজের আত্মসম্মান মেইনটেইন করার ব্যাপারে যত্নশীল থেকেছি। নিজেকে নিজেই যেটুকু ছোট করে রাখি, তা মূলত আমার বিনয়। অন্য কেউ আমাকে কোনোভাবে ছোট করে দেখলে, তাকে আমি তাচ্ছিল্য হিসেবে বিবেচনা করি এবং যত দ্রুত সম্ভব সেসব মানুষ থেকে দূরে সরে আসি। যারা আমাকে অ-শ্রদ্ধার চোখে দেখবে; যেকোনো কৌশলে আমি তাদের দৃষ্টির বাইরে চলে যাই। প্রতি'শোধ নেওয়ার ইচ্ছে আমার নেই!

Can’t agree more 😇
18/06/2025

Can’t agree more 😇

10/06/2025

আমার মা, বাবা, ভাই আর হাতে গোনা কয়েকজন ছাড়া এই পৃথিবীর সবার সাথে আমার সম্পর্ক disposable.
মানে,যেকোন সময় ওয়ান টাইম প্লেটের মত গুটায় ডাস্টবিনে ফেলে দিতে পারি।

আমি খুব দ্রুত সম্পর্ক কাটতে পারি, এই নিয়ে আমার পরিবার আর বন্ধু মহলে ব্যাপক বদনাম আছে।
আমার মায়ের দিক আর বাপের দিকের আত্মীয় স্বজনের প্রায় ৭০% আমার মেমরি থেকে ১০০% ডিলিটেড প্রায়।
This is why you will see very less people around me.
And am totally unapologetical about it.

আমার যেই কাজিন আমার নামে গ্রামে গিয়ে বাজে কথা রটায়, সেই এখন কাইন্দা দশ জায়গায় নক দিলে ও আমি ওর সাথে কথা বলি না,দেখলে না দেখার ভান করি।

আমার যেই ফ্রেন্ড আমার সামনে এক কথা,পিছে এক কথা বলে, প্রমান পাওয়া মাত্র-ই তারে সব জায়গা থেকে আনফ্রেন্ড করা।

আমার যেই প্রতিবেশী বাসায় দাওয়াত দিয়ে আমাকে 'uninvited'
ফিল করাইসে, তার ইনভাইটেশন seen করে ফেলে রাখি।

এরকম silly silly বিষয়ে আমি মানুষ ক্যান্সেল করি।

কারন,এমন silly silly বিষয়ে যখন আপনি মানুষ ক্যান্সেল করবেন না, তখন তারা একদিন আপনার হো*গায় বাশ দিয়ে নাগরদোলা বানায় তাতে উঠে 'চিল' করবে।

Choice is always yours. 🌟🌸

25/05/2025
26/04/2025
08/03/2025

শুধুমাত্র একটা সুন্দর বাক্য সাহায্য করে একজন দূর্বল চিত্তের মানুষের কনফিডেন্ট বাড়াতে। যত্নের সাথে উচ্চারিত কিছু শব্দ ব্যবহৃত হয় কারো আতংক বা ট্রমা কমাতে। চোখের দিকে তাকিয়ে জেনুইন একটা প্রশংসা সহায়তা করে কারো সারাটা দিন ভালো করে দিতে।

কথা দিয়ে শান্ত করা যায়। কথা দিয়ে ক্লান্ত ও করা যায়। কথাতেই প্রেম, কথাতেই জ্যাম। কথার মাঝেই বাঁধে, আবার কথার কাছেই ফাঁদে। কঠিন কথায় যেমন মানুষ রাজপ্রাসাদ ছেড়ে দিতে পারে। তেমনি নরম কোমল কিছু কথার জন্যে দরিদ্র ভাঙাচোরা বাড়িও মানুষের মন কাড়ে।

লাইফ ইজ ফুল অফ চয়েসেস। শব্দ দিয়ে কারো বিষন্ন সন্ধ্যাকে উজ্জ্বল করে দেব, নাকি শব্দের বজ্রপাতে কাউকে মাটির সাথে গেঁথে ফেলব... সেই চয়েসটাও কেবল আমাদের!

সামান্য ঘাসফুলের মতো এই জীবনে তার চেয়ে ব্লেসড আর কে আছে, যে কথার মায়ায় অন্যের জন্য ব্লেসিং হয়ে জুড়ায়? তার চেয়ে সুন্দর আর কে আছে,যে বাক্য দিয়ে আশেপাশের সবাইকে সুন্দর ফিল করায়? তারচেয়ে শক্তিশালী আর কে আছে,যে সুযোগ থাকার পরেও বল্লমের মতো শব্দের খোঁচায় রক্তাক্ত না করে, ফুলের মতো শব্দের টোকায় সুগন্ধি ছড়ায়?

আমি 😑😑
22/02/2025

আমি 😑😑

So true🤣🤣
11/02/2025

So true🤣🤣

Address

Kosti

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sristy Roy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sristy Roy:

Share