10/06/2025
আমার মা, বাবা, ভাই আর হাতে গোনা কয়েকজন ছাড়া এই পৃথিবীর সবার সাথে আমার সম্পর্ক disposable.
মানে,যেকোন সময় ওয়ান টাইম প্লেটের মত গুটায় ডাস্টবিনে ফেলে দিতে পারি।
আমি খুব দ্রুত সম্পর্ক কাটতে পারি, এই নিয়ে আমার পরিবার আর বন্ধু মহলে ব্যাপক বদনাম আছে।
আমার মায়ের দিক আর বাপের দিকের আত্মীয় স্বজনের প্রায় ৭০% আমার মেমরি থেকে ১০০% ডিলিটেড প্রায়।
This is why you will see very less people around me.
And am totally unapologetical about it.
আমার যেই কাজিন আমার নামে গ্রামে গিয়ে বাজে কথা রটায়, সেই এখন কাইন্দা দশ জায়গায় নক দিলে ও আমি ওর সাথে কথা বলি না,দেখলে না দেখার ভান করি।
আমার যেই ফ্রেন্ড আমার সামনে এক কথা,পিছে এক কথা বলে, প্রমান পাওয়া মাত্র-ই তারে সব জায়গা থেকে আনফ্রেন্ড করা।
আমার যেই প্রতিবেশী বাসায় দাওয়াত দিয়ে আমাকে 'uninvited'
ফিল করাইসে, তার ইনভাইটেশন seen করে ফেলে রাখি।
এরকম silly silly বিষয়ে আমি মানুষ ক্যান্সেল করি।
কারন,এমন silly silly বিষয়ে যখন আপনি মানুষ ক্যান্সেল করবেন না, তখন তারা একদিন আপনার হো*গায় বাশ দিয়ে নাগরদোলা বানায় তাতে উঠে 'চিল' করবে।
Choice is always yours. 🌟🌸