Bangla Voice uk

Bangla Voice uk News from around the world, specially Bangladesh, London and Sylhet.

17/05/2025

হে মমতাজ 🤣

জীবনের শেষ বেলায় এসে মনে হবে,এক হাত জমির জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ছিল ভুল।রাত জেগে মিথ্যা স্বপ্ন বুনে কারো সঙ্গে চ্যাট...
02/02/2025

জীবনের শেষ বেলায় এসে মনে হবে,

এক হাত জমির জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ছিল ভুল।
রাত জেগে মিথ্যা স্বপ্ন বুনে কারো সঙ্গে চ্যাট করাটা ভুল ছিল।
কাউকে কষ্ট দিয়ে কঠিন কথা বলাটা ভুল ছিল। দুর্বল কাউকে ভয় দেখিয়ে নিজের ক্ষমতা দেখানোও ভুল ছিল।

শেষ বেলায় মনে হবে,

ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র না হলেও জীবনে খুব বড় ক্ষতি হয়নি। অনেক টাকা রোজগার করতে না পারলেও বড় কোনো ক্ষতি হয়নি। জীবনের শেষ সময়ে এসে, কষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃ*ত্যুই হবে শেষ চাওয়া।

শেষ বেলায় মনে হবে,

মানুষের দোয়াটাই ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ, যেটা আমি অর্জন করতে পারিনি। মানুষের মনে কষ্ট দেওয়াটাই ছিল সবচেয়ে বড় ভুল। শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা নিঃশ্বাসের কষ্টে শুধু মানুষের দোয়াটাই মনে হবে সবচেয়ে মূল্যবান।

অথচ এত কিছু ভেবেও আমরা যৌ*বনকালে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না।

26/11/2024

ইসকন নেতার পুতুপুতু খেলা 😂🇧🇩

17/09/2024

সিলেটে বিবাহ বিচ্ছেদ বাড়ছে আসংখাজনক ভাবে।।

17/09/2024

মিলাদ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। শায়েখ আহমদুল্লাহ।

01/09/2024

আশা পুরণ।। 🇧🇩🤍

ভালো থাকবেন স্যাঁড় 😂
20/08/2024

ভালো থাকবেন স্যাঁড় 😂

এটি একটি সংক্ষিপ্ত তালিকা, আরও অনেক কিছু আছে। 14 ই জুন, 1998: মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের টরন্টো কাউন্টিতে আদালত তা...
14/08/2024

এটি একটি সংক্ষিপ্ত তালিকা, আরও অনেক কিছু আছে।

14 ই জুন, 1998: মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের টরন্টো কাউন্টিতে আদালত তাকে 120 দিনের জেল, দুই বছরের প্রবেশন এবং 𝐩𝐨𝐬𝐬𝐞𝐬𝐬𝐢𝐨𝐧 𝐨𝐟 𝐢𝐥𝐥𝐞𝐠𝐚𝐥 𝐰𝐞𝐚𝐩𝐨𝐧𝐬 এবং 𝐝𝐫𝐢𝐯𝐢𝐧𝐠 𝐢𝐧𝐭𝐨𝐱𝐢𝐜𝐚𝐭𝐞𝐝 𝐢𝐧𝐭𝐨𝐱𝐢𝐜𝐚𝐭𝐞𝐝 এর জন্য একটি 500 ডলার জরিমানা সাজায়।

ফেব্রুয়ারী 6, 2000: জয়কে জরিমানা করা হয়েছিল এবং 𝐫𝐞𝐜𝐤𝐥𝐞𝐬𝐬 𝐝𝐫𝐢𝐯𝐢𝐧𝐠 এবং হ্যানোভার কাউন্টিতে একটি রাডার ডিটেক্টর থাকার জন্য কারাদণ্ড দেওয়া হয়েছিল।

মার্চ 19, 2000: তাকে স্থগিত 30 দিনের জেল এবং 12 মাসের প্রবেশন সহ $400 জরিমানা 𝐫𝐞𝐜𝐤𝐥𝐞𝐬𝐬 𝐝𝐫𝐢𝐯𝐯𝐯𝐯𝐯

এপ্রিল 29, 2001: 𝐒𝐩𝐞𝐞𝐝𝐢𝐧𝐠 ভার্জিনিয়ার রাপাহানক কাউন্টিতে।

20 মে, 2004: 𝐒𝐩𝐞𝐞𝐝𝐢𝐧𝐠 আর্লিংটন কাউন্টি, ভার্জিনিয়ায়।

অক্টোবর 14, 2009: $𝟓 𝐦𝐢𝐥𝐥𝐢𝐨𝐧 𝐢𝐧 𝐛𝐫𝐢𝐛𝐫𝐢𝐛𝐞𝐬-এর অভিযোগ

19 অক্টোবর, 2010: জয় 𝐜𝐫𝐨𝐫𝐞𝐬 𝐨𝐟 𝐫𝐮𝐩𝐞𝐞𝐬 এর সাথে যুক্ত থেকে আয় করছিলেন 𝐬𝐬 বাংলাদেশে অবৈধ ভিওআইপির মাধ্যমে প্রতি মিনিট কলের জন্য হাসিনার ছেলে জয়কে এক ইউএস সেন্ট দিতে হয়। সেই অনুযায়ী, VoIP থেকে জয়ের উপার্জন কমপক্ষে 𝟐𝟔𝟕𝟓 𝐜𝐫𝐨𝐫𝐞𝐬।

ডিসেম্বর 2012: জয়-ক্রিস্টিনা স্ত্রী ক্রিস্টিনার ক্ষেত্রে কন্যা সোফিয়ার জন্য $22 মিলিয়ন ক্ষতিপূরণ এবং $12,500 মাসিক শিশু সহায়তা নিয়ে ভার্জিনিয়া পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের জন্য দায়ের করেন।

আগস্ট 15, 2016: বাংলাদেশি-আমেরিকান জ্যাকব মিল্টন, একজন মিডিয়া ব্যক্তিত্ব, রাজ্যের ফেডারেল আদালতে সজিব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে $500 মিলিয়ন ক্ষতিপূরণের মামলা দায়ের করেন। নিউইয়র্ক পোস্ট এ খবর প্রকাশ করেছে। এর আগে, মার্কিন আদালত জে-এর বিরুদ্ধে মামলা করেছিল 𝐚𝐥𝐥𝐞𝐠𝐞𝐝 𝐦𝐨𝐧𝐞𝐲 𝟎 𝐦𝐢𝐥𝐥𝐢𝐨𝐧 𝐝𝐨𝐥𝐥𝐚𝐫𝐬.

মেক্সিকো চেকপোস্ট দিয়ে এ পর্যন্ত 17 নগদ ডলার মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে বলে জানা গেছে, যা শুধুমাত্র পাসপোর্ট চেক করলেই পাওয়া যাবে। মার্কিন বিমানবন্দর কাস্টমস দ্বারা এক সময় নগদ 9 মিলিয়ন নগদ জব্দ করা হয়. এরপর বাংলাদেশ দূতাবাস জামিন দিলেও ডলার বাজেয়াপ্ত হয়।

13/08/2024

সকল জেলায় পাসপোর্ট অফিসে এমন অভিযান করা দরকার।
সিলেটের পাসপোর্ট অফিসে অভিয়ান চালানোর জন্য ছাত্র সমাজের কাছে আবেদন।।

😃😀
08/08/2024

😃😀

08/08/2024

যে পরিমাণ ডাকাতরা নামছে। ডাকাতরা নিজের ঘরে ফিরে দেখবে তার ঘরেও ডাকাতি হইছে।🇧🇩😪

হাসু আপার ব্রা,  মোদি দিয়েচিলো 😂😂
05/08/2024

হাসু আপার ব্রা, মোদি দিয়েচিলো 😂😂

Address

Kosti

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Voice uk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share