"নষ্ঠ হয়ে গেছি"

"নষ্ঠ হয়ে গেছি" We love our country & the earth. Let every living being on the earth be happy & healthy.

19/07/2025

মুগ্ধ'র আইডিটা কখনো ঘুরে দেখেছেন.?

প্রোফাইল পিকচারে চোখ পিটপিট করা হাস্যেজ্জ্বল চেহারার একটা ছবি। কভার ফটোতে ট্যুরে গিয়ে বাইকের সাথে তোলা ছবি।

ছেলেটা ট্যুর পাগল ছিল। ট্যুরে গিয়েই তুলেছিল হাসিমাখা ছবিগুলো। মৃত্যুর আগে সে লিখেছিল- এখন আমি আপনিই মিডিয়া, দেশে আর কোন মিডিয়া নাই সব বেইচ্চা দিছে।

আবু সাঈদের আইডিটা খেয়াল করেছেন.?
কপালে পতাকা বাঁধা, হাতেও বাংলাদেশের বিশাল পতাকা নিয়ে বীরের বেশে ঠায় দাঁড়িয়ে। কভার ফটোতেও হাস্যেজ্জ্বল ছবি।

মৃত্যুর আগে সে লিখেছিল- আমি শহীদ হলে আমার লাশটা রাজপথেই ফেলে রাখবেন।

শহীদ ওয়াসিমের প্রোফাইলটা খেয়াল করলে দেখবেন সাদা শার্ট পড়ে একজন সুদর্শন তাগড়া যুবক দাঁড়ানো, কভার ফটোতে ঝর্ণার পানিতে হাসি হাসি মুখ করে বসে আছে।

মৃত্যুর আগে সে সবাইকে একত্রিত করতে লিখেছিল- চলে আসুন ষোলশহর

শহীদ শান্তর আইডিটা লক্ষ্য করলে দেখবেন হাসিখুশি বাচ্চা একটা ছেলে, কাঁধে এখনো স্কুল ব্যাগ। সে বের হয়েছিল টিউশন করানোর জন্যে। তারপর ফিরেছে লাশ হয়ে।

মৃত্যুর আগে সে লিখেছিল- আমি আমার রবের কাছে ফিরব ডানামেলা পাখির মতো।

নাফিসা মারওয়ার আইডিটা খেয়াল করলে দেখবেন কি হাসি হাসি মুখ করে দাড়িয়ে আছে মেয়েটা। এইচএসসি এক্সামও দিয়েছিল। কিন্তু রেজাল্টের আগেই শহীদ হয়েছে সে।

মৃত্যুর আগে কল করে সে বাবাকে বলেছিল- আব্বু আমার গায়ে গুলি লেগেছে, আমি বোধহয় মারা যাব। আমার লাশটা এসে নিয়ে যেও

মাঝেমধ্যে জুলাই আন্দোলনের এই শহীদদের আইডিগুলো ভিজিট করবেন। কি স্নিগ্ধ ছিল ছেলেমেয়েগুলো। তাদের সরকারি চাকরির এত দরকার ছিল না, চাহিদা ছিল না।

মুগ্ধ একাই ফ্রিল্যান্সিং করে হাজার হাজার ডলার কামাতো। এই ছেলেমেয়ে গুলোর কোন স্বার্থ ছিল না, ক্ষমতার লোভ ছিল না। ছিল শুধু জেদ। ভাইয়ের রক্তের প্রতিশোধের জেদ।

তারা রাজপথে নেমেছিল শুধুমাত্র ভাইয়ের রক্তের বদলা নিতে।

বেঁচে থাকলে হয়তো এই ছেলেমেয়ে গুলোও আজকে হাসতো, ছবি তুলতো, ট্যুর যেতো। অথচ ওরা আজ অতীত।

এই ছেলেমেয়ে গুলোর রক্তের উপর ভর করেই আজকের নেতারা ক্ষমতায় এসেছে, বড় বড় স্লোগান দিতে পারছে।

মাঝেমধ্যে সময় পেলেই এই ছেলেমেয়ে গুলোর আইডিটা ভিজিট করবেন। তাদের নিষ্পাপ চেহারাগুলোর দিকে তাকাবেন। কতটা স্নিগ্ধতা নিয়ে ওরা তাকিয়ে আছে সেটা খেয়াল করবেন।

ক্ষমতা আর চেয়ারের লোভে পড়ে কেউ এই ছেলেমেয়ে গুলোকে ভুলে যাইয়েন না

- Ibrahim Khalil

14/05/2025

প্যারা নেওয়ার কিছু নাই, ঘুম দেন।
এই দেশে যে দল নিষিদ্ধ হয়, এক সময় ঠিকই ফিরে আসে।
এইটাই তো রাজনীতি!

বিশ্ব ইতিহাসেই তো দেখি—
মুসোলিনির ফ্যাসিস্ট পার্টি নিষিদ্ধ হয়েছিল, পরে আবার ইতালির রাজনীতিতে তার আদর্শ ফিরে আসে।
জার্মানিতে নাৎসি পার্টি নিষিদ্ধ হলেও অনেক বছর পর উগ্র-ডানপন্থী দলগুলা জনপ্রিয়তা পায়।
বাংলাদেশে কমিউনিস্ট পার্টি বা জামায়াতের মতো দল নিষিদ্ধ হলেও সময় ও পরিস্থিতি বদলালে আবার আলোচনায় আসে।

রাজনীতি মানেই ঘুরে ফিরে আসা, সুযোগ আর কৌশলের খেলা।

- নষ্ঠ হয়ে গেছি

22/03/2025

ওই কিরে! ওই কিরে! ওই কিরে!

24/01/2025

চট্টগ্রামের শুটকি বাজারে সবাই বলে এটাই বাস্তব😅| Ripon Mia Vlogs Join me on a journey through the bustling markets of Chittagon...

07/01/2025

চীন থেকে নতুন ভাইরাসের আমদানি! আল্লাহ মালিক এইবার কি হবে জানিনা!

কি মনে হয়?
04/01/2025

কি মনে হয়?

এমিরেটস সম্পাদকনামাগুগলে এমিরেটস সম্পাদক লিখলেই চলে আসে নাঈমুল ইসলাম খানের নাম। অর্থাৎ দেশে এই পদের একমাত্র সম্পাদক তিনি...
03/01/2025

এমিরেটস সম্পাদকনামা
গুগলে এমিরেটস সম্পাদক লিখলেই চলে আসে নাঈমুল ইসলাম খানের নাম। অর্থাৎ দেশে এই পদের একমাত্র সম্পাদক তিনি। গুগল বলছে, এমিরেটস শব্দের অর্থ আমিরের (রাজা) পদমর্যাদা। নাঈমুল ইসলাম খানের এ পদবির সঙ্গে তার টাকাপয়সার ভালোই মিল আছে।
গতকাল এমিরেটস সম্পাদক ও তার পরিবারের ব্যাংক হিসাবের তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এতে দেখা গেছে, নাঈমুল ইসলাম খান, তার স্ত্রী-কন্যার (মোট পাঁচজন) ও প্রতিষ্ঠান মিলিয়ে মোট ব্যাংক হিসাব রয়েছে ১৬৩টি। এর বড় অংশই এমিরেটস সম্পাদকের নিজের।
গত ২৫ বছরে এসব ব্যাংক হিসাবে মোট জমা পড়েছিল ৩৮৫ কোটি ৭৯ লাখ টাকা। যদিও এর মধ্যে থেকে উঠানো হয়ে গেছে ৩৭৯ কোটি ৫২ লাখ টাকা। বিএফআইইউ মাত্র ৬ কোটি ২৭ লাখ জব্দ করতে পেরেছে। যদিও তার পত্রিকায় কর্মরত অনেকের নিয়মিত বেতন হয় না।
বিস্তারিত তথ্য বলছে, নাঈমুল ইসলাম খানের ব্যক্তিগত ব্যাংক হিসাব ৯১টি। এসব হিসাবে মোট ২৩৮ কোটি ৯৮ লাখ টাকা জমা হয়েছিল। এর মধ্যে ২৩৮ কোটি ৩৪ লাখ টাকা তিনি উত্তোলন করেছেন। বর্তমানে তার ব্যাংক হিসাবে মাত্র ৬৪ লাখ টাকা জমা আছে। তার স্ত্রী নাসিমা খান মন্টির ১৩টি ব্যাংক হিসাবে ১৬ কোটি ৯৬ লাখ টাকা জমা হয়েছিল। এর মধ্যে ১৩ কোটি ছয় লাখ টাকা উত্তোলন করা হয়েছে। জমা আছে ৩ কোটি ৯০ লাখ টাকা।
তাদের তিন মেয়ের মধ্যে আদিবা নাঈম খানের হিসাবে ৩৫ লাখ, লাবিবা নাঈম খানের অ্যাকাউন্টে ১ কোটি ২৫ লাখ এবং যূলিকা নাইম খানের অ্যাকাউন্টে ৬১ লাখ টাকা জমা হয়েছে। এর মধ্যে উত্তোলন করেছে যথাক্রমে ১০ লাখ, ৩৫ লাখ ও ২৪ লাখ। তিনজনের হিসাবে মোট ১ কোটি ৫২ লাখ টাকা জমা আছে।
এছাড়া নাঈমুল ইসলাম খানের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৪৬টি হিসাবে জমা হয়েছে ১২৭ কোটি ৬৪ লাখ টাকা। এর প্রায় পুরো টাকাই তিনি উত্তোলন করে ফেলেছেন। বর্তমানে মাত্র ২১ লাখ টাকা জমা আছে। সম্ভবত স্ত্রী ও মেয়েদের ব্যাংক হিসাব জব্দ করা হবে এমনটি তারা বুঝতে পারেন নাই। তাই ওই হিসাবগুলোয় টাকা রয়ে গেছে। না হলে সবগুলোই ফাঁকা করে দিতেন এমিরেটস সম্পাদক।
প্রতিবেদনে আরও কিছু তথ্য আছে। এতে দেখা যায়, নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী-সন্তানরা মোট ১২টি ক্রেডিট কার্ড ব্যবহার করেন। এসব কার্ডের সর্বমোট সীমা ২৮ লাখ ৩৫ হাজার ৩৬৭ টাকা ও ২২ হাজার ৫০০ ডলার। কার্ডগুলোতে বর্তমানে বকেয়া পড়েছে ৪৮ হাজার ৪০৮ টাকা ও ৩ হাজার ৫৩৯ ডলার।
>> অবস্থা দৃষ্টে একটা কথাই হয়তো এমিরেটস সম্পাদক মনে মনে বলছেন। তা হল- আগেই ভালো ছিলাম! জয় বাংলা

Collected

03/01/2025

নতুন করে Covid-19 আসতেছে নাকি? ?মানুষ কি বলতেছে এসব?

মানুষ কতটুকু অমানবিক নিষ্ঠুর হয়ে উঠেছিল হাসিনার আমলে!
03/01/2025

মানুষ কতটুকু অমানবিক নিষ্ঠুর হয়ে উঠেছিল হাসিনার আমলে!

দেশের জন্য এরিকসন এর প্রধান গবেষক চাকরি ছেড়ে বাংলাদেশ যাচ্ছেন। সিলেটের কৃতি সন্তান ডঃ ইমাদুর রহমান দীর্ঘদিন থেকে সুইডেনে...
03/01/2025

দেশের জন্য এরিকসন এর প্রধান গবেষক চাকরি ছেড়ে বাংলাদেশ যাচ্ছেন। সিলেটের কৃতি সন্তান ডঃ ইমাদুর রহমান দীর্ঘদিন থেকে সুইডেনের সনি এরিকসন কোম্পানির প্রধান গবেষক হিসেবে কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশ সরকারের, Bangladesh Satellite Company Limited এর এমডি ও সিইও হিসেবে যোগ দিয়েছে ।

তিনি টেলিকমিউনিকেশন জগতে পৃথিবীর অন্যতম শীর্ষ প্রযুক্তিবিদ । তার রয়েছে ৩০০ নিজস্ব প্যাটেন্ট বা স্বীকৃত আবিষ্কার। তাছাড়া আরো ৬০০ টি আবিষ্কার রয়েছে যেটার প্যাটেন্ট বিবেচনাধীন।

বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট প্রযুক্তিকে এগিয়ে নিতে পৃথীবির অন্যতম সেরা প্রযুক্তি প্রতিষ্ঠান সুইডেনের সনি এরিকসন কোম্পানীর প্রধান গবেষক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানীতে যোগ দিয়েছে। আমরা সুইডেন প্রবাসী বাংলাদেশীরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।।

https://www.ajkerpatrika.com/337668
27/05/2024

https://www.ajkerpatrika.com/337668

ভুল কিংবা অবহেলার ঘটনায় যখন ডাক্তার বা হাসপাতাল কোনো পক্ষের কাছ থেকেই অনুশোচনা প্রকাশ পায় না, তখন তা সার্বিকভাবে ....

Adress

Kista

Webbplats

Aviseringar

Var den första att veta och låt oss skicka ett mail när "নষ্ঠ হয়ে গেছি" postar nyheter och kampanjer. Din e-postadress kommer inte att användas för något annat ändamål, och du kan när som helst avbryta prenumerationen.

Dela