P Positive

P Positive I am an empath. A voice artist. I love Crafting, Interior decor,Aesthetic lifestyle, Cooking, Baking. Lifestyle vlogging, I am a Special mom.
(2)

এই শাড়িটি পরে আমি আমার প্রথম চাকরির প্রথম অফিস করেছিলাম। কত স্মৃতি।  কত গল্প এই শাড়ীটা তার প্রতিটি বুননে ধরে রেখেছে। আহ...
30/10/2025

এই শাড়িটি পরে আমি আমার প্রথম চাকরির প্রথম অফিস করেছিলাম। কত স্মৃতি। কত গল্প এই শাড়ীটা তার প্রতিটি বুননে ধরে রেখেছে। আহা জীবন। আহা জীবন।

Autumn, the colorful farewell of life...!
14/10/2025

Autumn, the colorful farewell of life...!

"Everything that irritates us about others can lead us to an understanding of ourselves" --Carl Gustav Jung
06/10/2025

"Everything that irritates us about others can lead us to an understanding of ourselves"
--Carl Gustav Jung

একটা বৃষ্টির অপেক্ষায়।
12/08/2025

একটা বৃষ্টির অপেক্ষায়।

Pen: Manira Sultana Papri. সেরিব্রাল পালসিতে আক্রান্ত মেঘের বয়স ১৪ বছর। ওর এখন দৌড়ানোর বয়স। মাঠে ক্রিকেট খেলার বয়স।মা...
25/07/2025

Pen: Manira Sultana Papri.
সেরিব্রাল পালসিতে আক্রান্ত মেঘের বয়স ১৪ বছর।
ওর এখন দৌড়ানোর বয়স। মাঠে ক্রিকেট খেলার বয়স।
মা'কে ধরে রাস্তা পার করবার বয়স। মেয়েদের সাথে বন্ধুত্ব করবার বয়স।
কিন্তু সে এখন স্ট্যান্ডিং ফ্রেমে দাঁড়ায়। কয়েকটা বাকল দিয়ে বাঁধা। যে জীবন সে বেছে নেয়নি।
যে জীবন কেউ বেছে নেয় না।
আসলে কি কেউ নিজের জীবনে বেছে নিতে পারে?
বেছে নেয়ার ক্ষমতা থাকলে মেঘ কি এই জীবন বেছে নিতো? কেউ কি এই জীবন বেছে নিতো?
অথচ আপনি আমি কত ছোট ছোট কারণে হা হুতাশ এবং আফসোস করি।
আমরা জানিই না, বুঝিই না, আমরা কত ব্লেসড।
শারীরিক এবং মানসিক সুস্থতা পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ।
আপনি যদি সুস্থ আছেন তবে এটাকে গ্রান্টেড ধরে নেবেন না। আল্লাহর দেয়া কোন নেয়ামতকে গ্রান্টেড ধরে নেবেন না। যা আছে, যেমন আছে, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান,
You are blessed.

25/07/2025

বাসার হেল্পিং হ্যান্ড মেয়েটা মেঘ-মগ্নকে গায়ে হাত তুলতো। মেঘের জীবন পর্ব --৬

কলম: Manira Sultana Papri.যারা পারে আর যারা পারেনা তাদের ভেতরের ফারাক কতখানি জানেন??একটা "না" এর। আপনার দেখা "পারা" মানু...
19/07/2025

কলম: Manira Sultana Papri.
যারা পারে আর যারা পারেনা তাদের ভেতরের ফারাক কতখানি জানেন??
একটা "না" এর।
আপনার দেখা "পারা" মানুষগুলো তাদের স্বপ্নগুলোকে ফেলে রাখে "না!" তাদের ছোট ছোট ইচ্ছে গুলোকে অপূর্ণ রাখে "না!", তারা দেরি করে ঘুম থেকে ওঠে " না!"
আজকের কাজটা তারা কালকের জন্য ফেলে রাখে "না!"
তারা একটু ক্লান্ত হয়ে গেলে হাল ছেড়ে দেয় "না!"
আপনি যখন ট্রল করে করে অন্যদের দেখে মোটিভেশন নেবেন কি নেবেন না ভাবছেন,
পারা মানুষ গুলো তখন অন্যের প্রোফাইল স্ক্রল করছে "না!"
ওরা তখন নিজের গ্রোথ প্ল্যান করছে, নিজের ডিসিপ্লিন প্ল্যান করছে, জীবনের স্বপ্নগুলোকে গোছাচ্ছে।
ওরা নিজেকে ফাঁকি দিচ্ছে "না!"
ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে আসলেও ওরা মাঝ পথে কোন কাজকে আপনার মত ছেড়ে দিচ্ছে "না!"
আর ঠিক এ কারণেই ওরা পারে।
আর ঠিক এই কারণ গুলোর জন্যই আপনি পারেন "না!"
পারা মানুষদের সাথে না পারা মানুষদের একটা ছোট্ট "না" এর পার্থক্য।
এই একটা "না" থেকে "না পারা" মানুষগুলো বেরুতে পারেনা বলেই তাদের কখনো পারা হয়ে ওঠে "না!"

17/07/2025

ওই ব্যাঙটা আগে খেয়ে ফেলুন। Eat that frog...!

Adress

Linköping
58216

Webbplats

Aviseringar

Var den första att veta och låt oss skicka ett mail när P Positive postar nyheter och kampanjer. Din e-postadress kommer inte att användas för något annat ändamål, och du kan när som helst avbryta prenumerationen.

Dela