18/01/2026
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের পতনের সময় সারাদেশে কোথাও প্রতিরোধ সংঘটিত না হলেও শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জে এক ধরনের প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিল আওয়ামী লীগ সমর্থকরা। ওই সময় দেশের বিভিন্ন স্থানে আক্রমণের লক্ষবস্তু হয়েছে শেখ পরিবারের নানা স্মৃতিচিহ্ন। কিন্তু গোপালগঞ্জ সে ক্ষেত্রে ছিল ব্যতিক্রম। আওয়ামী লীগ বা শেখ হাসিনাবিহীন এ নির্বাচনকে গোপালগঞ্জের মানুষজন কীভাবে দেখছেন, তা তুলে আনার চেষ্টা করা হয়েছে প্রতিবেদনে। প্রতিবেদনটি গত এক জানুয়ারি প্রকাশিত হয়।