Protichayaa - প্রতিচ্ছায়া

Protichayaa - প্রতিচ্ছায়া 🇧🇩 🇹🇭 🇲🇾 🇸🇬 🇸🇪 🇫🇮 🇳🇴 🇮🇹🇨🇭🇳🇱 🇵🇹 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 ………. These days will pass after a while but deeds will remain for eternal.
(27)

তফাৎ শুধু এতটুকুই ছিল …….
24/07/2025

তফাৎ শুধু এতটুকুই ছিল …….

23/07/2025

ভর্তা করার যন্ত্র, বিস্তারিত ও খুঁটিনাটি ゚ fans

দুর্ঘটনার পরে ফার্মেসিতে ওষুধের বাড়তি দামে বিক্রয় 🙃 এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাক তুমি 😰
23/07/2025

দুর্ঘটনার পরে ফার্মেসিতে ওষুধের বাড়তি দামে বিক্রয় 🙃 এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাক তুমি 😰

এই বিপদের সময় যারা এক বোতল পানি দুই, তিনগুণ দামে বিক্রি করছে, রিক্সা ভাড়া চার/পাঁচ গুন নিয়ে নিল। এমন অমানুষদের ভিড়ে কিছু...
22/07/2025

এই বিপদের সময় যারা এক বোতল পানি দুই, তিনগুণ দামে বিক্রি করছে, রিক্সা ভাড়া চার/পাঁচ গুন নিয়ে নিল। এমন অমানুষদের ভিড়ে কিছু মানুষ রুপে ফেরেশতা থাকে। এমন আরো অনেক পোস্ট দেখলাম ফ্রি বাইক সার্ভিস দিয়ে পাশে আছেন আপনাদের আল্লাহ ভাল রাখুক 🤲🤲🤲।

SECTION "Sky" এর কেউই আর বেঁচে ফিরে নি ❤️‍🩹।ফুলগুলো আকাশের তারা হয়ে গিয়েছে।🧚‍♂️🧚🧚🏻‍♀️👼
22/07/2025

SECTION "Sky" এর কেউই আর বেঁচে ফিরে নি ❤️‍🩹।
ফুলগুলো আকাশের তারা হয়ে গিয়েছে।🧚‍♂️🧚🧚🏻‍♀️👼

আগে 'সরকারের ভ*য়ে' মানুষ পোস্ট ডিলিট করতো আর এখন 'মানুষের ভ*য়ে' সরকার পোস্ট ডিলিট করে! 😐
22/07/2025

আগে 'সরকারের ভ*য়ে' মানুষ পোস্ট ডিলিট করতো আর এখন 'মানুষের ভ*য়ে' সরকার পোস্ট ডিলিট করে! 😐

সাদ'কে কি খুঁজে পাওয়া গেছে? সাদ’কে খুঁজে পেতে সবাই সাহায্য করুন 🙏উত্তরা মাইলস্টোন কলেজসংলগ্ন বিমান দুর্ঘটনার পর থেকে সাদ...
21/07/2025

সাদ'কে কি খুঁজে পাওয়া গেছে? সাদ’কে খুঁজে পেতে সবাই সাহায্য করুন 🙏

উত্তরা মাইলস্টোন কলেজসংলগ্ন বিমান দুর্ঘটনার পর থেকে
সাদ সালাউদ্দিন (ক্লাস থ্রি, উত্তরা মাইলস্টোন কলেজ) নিখোঁজ রয়েছে।

কেউ যদি তার কোনো খোঁজ পান বা কোথাও দেখতে পান, অবিলম্বে যোগাযোগ করুন:

01705059958

01577303401
©

রেড এলার্ট 🛑⛔উত্তরার বিমান দুর্ঘটনামাইলস্টোন স্কুলের ক্লাস রুমে এসে বিমান ব্লাস্ট হয় ।  যার যার ছোট ভাই বোন ওই খানে পড়া ...
21/07/2025

রেড এলার্ট 🛑⛔
উত্তরার বিমান দুর্ঘটনা
মাইলস্টোন স্কুলের ক্লাস রুমে এসে বিমান ব্লাস্ট হয় । যার যার ছোট ভাই বোন ওই খানে পড়া লেখা করে খবর নিন
উত্তরার সকল হসপিটালে ব্লাড প্রয়োজন
শতশত ব্যাগ রক্ত লাগবে।
সবাই এগিয়ে আসেন প্লিজ

💢ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
💢কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
💢উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
💢কুয়েত মৈত্রী হাসপাতাল
💢উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
💢মনসুরআলী মেডিকেল কলেজ
রক্তদানে আগ্রহীরা এই হাসপাতাল গুলোতে আসুন, প্রচুর রক্ত প্রয়োজন। দুর্ঘটনাস্থলে ভিড় করে উদ্ধারকাজ বাধাগ্রস্থ করবেন না প্লিজ।

20/07/2025

গরমে কি অবস্থা সবার? 😉

ছোটবেলা থেকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আর বাংলাদেশে যখন ফ্রেইট ফরওয়ার্ডিং সেক্টরে চাকুরি করে আসছি স্টেজ পারফর্মেন্স আম...
20/07/2025

ছোটবেলা থেকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আর বাংলাদেশে যখন ফ্রেইট ফরওয়ার্ডিং সেক্টরে চাকুরি করে আসছি স্টেজ পারফর্মেন্স আমার অনেক বেশি ছিল। লোকনৃত্য, আবৃত্তি, অনুষ্ঠান উপস্থাপনা এগুলাই ছিল আমার মূল লক্ষ্য। ইভেন্ট ম্যানেজ করার জন‍্য দিনরাত এক করে সময় দিতাম। অবশ‍্য আমার মা বোনেরা বাসায় ভাবত আমি ছেলেদের সাথে প্রেম করি অনুষ্ঠান হল বাহানা, এই নিয়ে বাসায় অনেক ঝামেলা যদিও আব্বা যদি থাকত এদের কারো সাহস থাকত না কথা বলার। কথায় আছে যেখানে সম্মান পায় মানুষ সেখানে চলে যায়।

আমার বিয়ের পর শুরু হল কিছু লোকের আমার চাকুরির দিকে নজর। মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরি করি অথচ বাকি বউরা সংসার করে। আমার সংসারতো টিকবেনা আমার জা এর ভাষ‍্য- ‘‍’যেই মেয়েরা চাকুরি করে তারা পরকিয়া করে তাদের সংসার টিকেনা, কারন তারা রেডিমেড খায়।’’ এরা নাকি আবার চিটাগাং ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও করা 🥱

সবার সবরকম বাধা-বিপত্তি গায়ে না মাখিয়ে আমার কাজ আমি করে গেছি, কারন আমি যথেষ্ট ঘাড় তেড়া।

সুইডেনে এসে নিজের মনের খোরাক মেটাতে ইউটিউবে একটা ছোট চ‍্যানেল আছে (বর্তমানে ১৬৪৯৯ সাবস্ক্রাইবার)।
খুবই ছোট ফেসবুক পেজে (বর্তমানে ১০৬১১ ফলোয়ারস)।
আমাকে কোনদিন এই মানুষগুলি দেখেনি। ৯৯% লোকেরা আমাকে না দেখে রেগুলার আমার পেজ আর ইউটিউবের ভিডিওগুলোতে ভালবাসা দিয়ে যায়। শুরুর দিকে কাছের কয়েকজনকে বলেছিলাম যদি একটু সাপোর্ট পাই। উত্তরে আসল ‘’তোর ওইসব ভিডিও দেখতে আমার ভালো লাগেনা।’’ 🤣। তারপরে হাতধুয়ে সোজা হাঁটা দিলাম। সামনে পড়লে বিভিন্নভাবে চেক করে আসলেই কি আমি করি বা পারি রান্না!! 😆🥴 আবার প্রশ্ন করে সারাদিন চাকরি করার পর ভিডিওর রান্না কে করে??? 👀

ক‍্যামেরার পিছনে থাকতে প্রচন্ড ভালবাসি এখন। মিলিয়ন মিলিয়ন পেইজের ভিড়ে জানি আমার Protichayaa - প্রতিচ্ছায়া কিছুইনা। কিন্তু আমার কাছে ১৬৪৯৯ সাবস্ক্রাইবার, ১০৬১১ ফলোয়ারস আমার অমূল্য রতন। যারা আমার কাজকে ভালোবাসে তাদের প্রচন্ড ভালোবাসি, নিজ বারান্দা বাগান👇থেকে ছোট লাউ গাছের ফুলের শুভেচ্ছা।

অনেক লম্বা লিখে ফেললাম দুঃখিত। মেমোরি ডিলিট করতে পারিনা কারন বারেবারে প্রমান পেয়েছি, মেয়েরাই মেয়েদের শত্রু আর বাধার কারন।

আল্লাহর রহমত না থাকলে বাধা-বিপত্তি অতিক্রম করা আমার পক্ষে অসম্ভব ছিল। 🤲

~ প্রতিচ্ছায়ার ডায়েরি থেকে

দামি সম্পর্ক
19/07/2025

দামি সম্পর্ক

Adress

Stockholm

Aviseringar

Var den första att veta och låt oss skicka ett mail när Protichayaa - প্রতিচ্ছায়া postar nyheter och kampanjer. Din e-postadress kommer inte att användas för något annat ändamål, och du kan när som helst avbryta prenumerationen.

Kontakta Affären

Skicka ett meddelande till Protichayaa - প্রতিচ্ছায়া:

Dela