20/07/2025
ছোটবেলা থেকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আর বাংলাদেশে যখন ফ্রেইট ফরওয়ার্ডিং সেক্টরে চাকুরি করে আসছি স্টেজ পারফর্মেন্স আমার অনেক বেশি ছিল। লোকনৃত্য, আবৃত্তি, অনুষ্ঠান উপস্থাপনা এগুলাই ছিল আমার মূল লক্ষ্য। ইভেন্ট ম্যানেজ করার জন্য দিনরাত এক করে সময় দিতাম। অবশ্য আমার মা বোনেরা বাসায় ভাবত আমি ছেলেদের সাথে প্রেম করি অনুষ্ঠান হল বাহানা, এই নিয়ে বাসায় অনেক ঝামেলা যদিও আব্বা যদি থাকত এদের কারো সাহস থাকত না কথা বলার। কথায় আছে যেখানে সম্মান পায় মানুষ সেখানে চলে যায়।
আমার বিয়ের পর শুরু হল কিছু লোকের আমার চাকুরির দিকে নজর। মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরি করি অথচ বাকি বউরা সংসার করে। আমার সংসারতো টিকবেনা আমার জা এর ভাষ্য- ‘’যেই মেয়েরা চাকুরি করে তারা পরকিয়া করে তাদের সংসার টিকেনা, কারন তারা রেডিমেড খায়।’’ এরা নাকি আবার চিটাগাং ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও করা 🥱
সবার সবরকম বাধা-বিপত্তি গায়ে না মাখিয়ে আমার কাজ আমি করে গেছি, কারন আমি যথেষ্ট ঘাড় তেড়া।
সুইডেনে এসে নিজের মনের খোরাক মেটাতে ইউটিউবে একটা ছোট চ্যানেল আছে (বর্তমানে ১৬৪৯৯ সাবস্ক্রাইবার)।
খুবই ছোট ফেসবুক পেজে (বর্তমানে ১০৬১১ ফলোয়ারস)।
আমাকে কোনদিন এই মানুষগুলি দেখেনি। ৯৯% লোকেরা আমাকে না দেখে রেগুলার আমার পেজ আর ইউটিউবের ভিডিওগুলোতে ভালবাসা দিয়ে যায়। শুরুর দিকে কাছের কয়েকজনকে বলেছিলাম যদি একটু সাপোর্ট পাই। উত্তরে আসল ‘’তোর ওইসব ভিডিও দেখতে আমার ভালো লাগেনা।’’ 🤣। তারপরে হাতধুয়ে সোজা হাঁটা দিলাম। সামনে পড়লে বিভিন্নভাবে চেক করে আসলেই কি আমি করি বা পারি রান্না!! 😆🥴 আবার প্রশ্ন করে সারাদিন চাকরি করার পর ভিডিওর রান্না কে করে??? 👀
ক্যামেরার পিছনে থাকতে প্রচন্ড ভালবাসি এখন। মিলিয়ন মিলিয়ন পেইজের ভিড়ে জানি আমার Protichayaa - প্রতিচ্ছায়া কিছুইনা। কিন্তু আমার কাছে ১৬৪৯৯ সাবস্ক্রাইবার, ১০৬১১ ফলোয়ারস আমার অমূল্য রতন। যারা আমার কাজকে ভালোবাসে তাদের প্রচন্ড ভালোবাসি, নিজ বারান্দা বাগান👇থেকে ছোট লাউ গাছের ফুলের শুভেচ্ছা।
অনেক লম্বা লিখে ফেললাম দুঃখিত। মেমোরি ডিলিট করতে পারিনা কারন বারেবারে প্রমান পেয়েছি, মেয়েরাই মেয়েদের শত্রু আর বাধার কারন।
আল্লাহর রহমত না থাকলে বাধা-বিপত্তি অতিক্রম করা আমার পক্ষে অসম্ভব ছিল। 🤲
~ প্রতিচ্ছায়ার ডায়েরি থেকে
゚