It's JAHAN

It's JAHAN A journey of me being myself�

সৌন্দর্যের দাসত্ব: লোটাস পায়ের অভিশপ্ত ইতিহাস!সৌন্দর্যের কত রূপ, কত ব্যাখ্যা! কখনো তা শিল্পের গভীর মুগ্ধতা, কখনো বা নির্...
18/03/2025

সৌন্দর্যের দাসত্ব: লোটাস পায়ের অভিশপ্ত ইতিহাস!
সৌন্দর্যের কত রূপ, কত ব্যাখ্যা! কখনো তা শিল্পের গভীর মুগ্ধতা, কখনো বা নির্দয় শৃঙ্খলের বন্ধন। চীনের ইতিহাসে সৌন্দর্যের এক ভয়ংকর রূপ হয়ে উঠেছিল 'ফুট বাইন্ডিং' নামে একটি প্রথা, যা কেবল বাহ্যিক সৌন্দর্য অর্জনের জন্য নয়, বরং সামাজিক অবস্থান, ক্ষমতা আর মর্যাদার প্রতীক হয়ে উঠেছিল।
এই প্রথার সূচনা হয় ১০শ শতকে সং রাজবংশের সময়, যখন সম্রাটের এক প্রিয় নর্তকী তার পায়ের আঙ্গুলগুলো বাঁধিয়ে পদ্ম ফুলের মতো আকৃতির ছোট পা তৈরি করেন এবং তার নাচ সম্রাটের মন জয় করে। এই ঘটনা দেখে রাজপরিবারের নারীরা ফুট বাইন্ডিং শুরু করেন, এবং ধীরে ধীরে প্রত্যেক উচ্চবর্ণের নারীর জন্য বাধ্যতামূলক নিয়মে পরিণত হয়।
ফুট বাইন্ডিংয়ের প্রক্রিয়া অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং ধাপে ধাপে পায়ের আকার বিকৃত করা হতো। মেয়েরা যখন ছোট থাকত, তখনই পায়ের আঙুলগুলো পেছনের দিকে মোচড়ানো হতো এবং পায়ের পাতার নিচে চেপে ধরা হতো। এরপর সেগুলো শক্ত করে কাপড়ে বাঁধা হতো, যাতে তারা কখনোই স্বাভাবিকভাবে বেড়ে উঠতে না পারে। পায়ের হাড় ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলা হতো, যাতে তা ছোট ও সরু হয়ে যায়। এটি বারবার করা হতো যতক্ষণ না পায়ের দৈর্ঘ্য মাত্র ৩-৪ ইঞ্চি হয়ে আসত। কয়েক বছর পর পায়ের আকৃতি একটি "লোটাস ফুলের" মতো হয়ে যেত, যা সমাজে কাঙ্ক্ষিত বলে মনে করা হতো।
যদি অভিজাত পরিবারে কোনো মেয়ের ফুট বাইন্ডিং করা না হতো, তবে তার বিয়ে হওয়ার সম্ভাবনা কমে যেত। এই নারীরা হাঁটতে গিয়ে শরীর দুলিয়ে রাখতেন, যা নাকি পুরুষদের আকৃষ্ট করত!
ফুট বাইন্ডিং নারীদের জন্য ছিল অসহনীয় কষ্টের প্রতীক। আজীবন ব্যথা ও পঙ্গুত্ব ছিল সাধারণ ব্যাপার। বেশিরভাগ নারী ছোট বয়সেই লাঠির সাহায্যে চলাফেরা করতেন। সংক্রমণের কারণে অনেক নারী পায়ের আঙুল হারাতেন বা পচে যেত।
১৮শ ও ১৯শ শতকে ইউরোপীয়রা যখন চীনে আসতে শুরু করল, তখন তারা এই প্রথার নিষ্ঠুরতা প্রকাশ্যে আনে। চীনের নতুন প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ১৯১২ সালে আনুষ্ঠানিকভাবে ফুট বাইন্ডিং নিষিদ্ধ করা হয়। অনেক অভিজাত পরিবার গোপনে এই রীতি চালিয়ে যেতে থাকে। ১৯৪৯ সালে, মাও সেতুং ক্ষমতায় এসে এটিকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করেন।
আজও চীনে কিছু বৃদ্ধ নারী আছেন, যাদের লোটাস পা রয়েছে। লোটাস পায়ের এই শেষ প্রজন্মের নারীরা এক নিষ্ঠুর অতীতের জীবন্ত স্মারক।

-ইতিহাস ফিসফিস কথা কয়।

নিজের যত্ন নিন—কারণ সমাজ আপনার ত্যাগ মনে রাখবে নাসম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক নারী তার স্বামীর পরকীয়ার প...
21/02/2025

নিজের যত্ন নিন—কারণ সমাজ আপনার ত্যাগ মনে রাখবে না

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক নারী তার স্বামীর পরকীয়ার প্রসঙ্গে কথা বলছেন। ভিডিওটি দেখে সত্যি বলতে আমার তার জন্য খুব খারাপ লেগেছে। দুটি সন্তান বড় করছেন, অথচ তার স্বামী অন্য একজন নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন।

কিন্তু বিষয়টা এখানেই শেষ নয়। ভিডিওর কমেন্ট সেকশনে যা দেখলাম, তা আরও বেশি হতাশাজনক। অধিকাংশ মন্তব্য ওই নারীর বাহ্যিক সৌন্দর্য নিয়ে। কেউ বলছে, "এটা দেখে মনে হচ্ছে মায়ের বয়সী!" কেউ আবার বলছে, "এমন বউ থাকলে আমিও পরকীয়া করতাম!" শুধু পুরুষরাই নয়, কিছু নারীর মন্তব্যও ছিল অবমাননাকর।

কিন্তু প্রশ্ন হলো, এই নারী বিয়ের সময় কি এমন ছিলেন? না, তিনি যথেষ্ট সুন্দরী ছিলেন, নইলে তার স্বামী তাকে বিয়ে করতেন না। তাহলে আজ তার এই অবস্থা কেন?

খুব সহজ উত্তর—সংসার, স্বামী, সন্তান সামলাতে সামলাতে তিনি নিজের যত্ন নেওয়ার সুযোগই পাননি। স্বামীর দায়িত্বহীনতা, শ্বশুরবাড়ির মানসিক চাপ, ঘর-সংসারের বোঝা কাঁধে নিয়ে হয়তো ঠিকমতো বিশ্রামও নিতে পারেননি। দিনশেষে, তার সৌন্দর্য নয়, তার পরিশ্রমকেই অবমূল্যায়ন করা হচ্ছে।

তাই, মেয়েরা—নিজেকে উপেক্ষা করবেন না!
এই সমাজ আপনার আত্মত্যাগ মনে রাখবে না। স্বামী, সন্তান, সংসার সামলানোর পাশাপাশি নিজের যত্নও নিতে হবে। সময় দিন নিজেকে, নিজের রূপচর্চায় মন দিন, নিজের ভালো থাকার জন্য কিছু করুন।

সংসারের সব টাকা ঘরের আসবাব, পর্দা, হাড়িপাতিলে ব্যয় না করে নিজের জন্য ভালো একটা ফেসওয়াশ, ময়েশ্চারাইজার নিন।
নিজের পোশাক-পরিচ্ছদের দিকেও নজর দিন। সাজগোজ করুন, নিজের সৌন্দর্যকে উপভোগ করুন।
প্রতিদিন অন্তত ১০ মিনিট নিজেকে দিন—এই সময়টা শুধু আপনার নিজের জন্য হোক।
কারণ বাস্তবতা হলো—যদি আপনি নিজেকে ভালোবাসতে না পারেন, তাহলে এই সমাজও আপনাকে ভালোবাসবে না।

নিজেকে ভালোবাসুন, নিজের যত্ন নিন—কারণ আপনি গুরুত্বপূর্ণ!

সংগৃহীত- Samia Islam

゚viralシ

19/01/2025
ফেসবুকে কোন ভাবেই ঢুকতে পারতাছিনা, ঢুকলেই ১.তাহসানের বউ ভাত খাইতাছে। ২.স্মৃতির বয়ফ্রেন্ড বাপ্পি বিদ্যএশে থেইকা স্মৃতির ...
17/01/2025

ফেসবুকে কোন ভাবেই ঢুকতে পারতাছিনা,
ঢুকলেই
১.তাহসানের বউ ভাত খাইতাছে।
২.স্মৃতির বয়ফ্রেন্ড বাপ্পি বিদ্যএশে থেইকা স্মৃতির কাছে আইয়া পড়ছে।
৩.আরেক কোন কাপল ব্লগাররা থাইল্যান্ডে যাইয়া কইতাছে" how much of this price?"

বিশ্বাস করেন আমি এদের কাউকে ফ-লো দেইনি, তারপরও ফেসবুকে একটু খানি ঢুকলেই এরা আমার সামনে আইসা লাফালাফি করতেছে।😭

বছরখানেক ধরে আমি এই রুলস গুলো কিছুটা মানি, তাই অনেকের কাছেই ভালো না!
16/01/2025

বছরখানেক ধরে আমি এই রুলস গুলো কিছুটা মানি, তাই অনেকের কাছেই ভালো না!

মিডল ক্লাস মানুষের জন্য একটা ইজি স্কেপ হলো দেশ থেকে বাইরে চলে যাওয়া। বাইরে বেশির ভাগ মানুষই মিডল ক্লাস। সেখানে মিডল ক্লা...
17/12/2024

মিডল ক্লাস মানুষের জন্য একটা ইজি স্কেপ হলো দেশ থেকে বাইরে চলে যাওয়া।

বাইরে বেশির ভাগ মানুষই মিডল ক্লাস। সেখানে মিডল ক্লাস লাইফ বেশ কম্ফোর্টেবল, গাড়ি বাড়ি কিনা সেখানে কোন বিগ ডিল না। উন্নত বিশ্বে ডিফল্ট লাইফও বাংলাদেশের মিডল ক্লাস লাইফ থেকে ফার ফার বেটার।

কিন্তু সমস্যাটা অন্যখানে। এই উন্নত জীবনটা বেশির ভাগ ক্ষেত্রেই আপনাকে একা ভোগ করা লাগবে। আপনার বাপ মা ভাই বোন দেশের নরকেই থাকবে।

মিডল ক্লাস সেন্টিমেন্টের ফ্যামিলি ভ্যালু নিয়ে বড় হওয়া যে কেউই তখন একটা অদ্ভুত গিল্টে ভোগে। সুইস আল্পে কফিতে চুমুক দিয়ে ইন্সটাগ্রাম স্টোরি দিতে প্রথম সেকেন্ডে ভাল লাগলেও, দ্বিতীয় সেকেন্ডে মনে হবে আমার আম্মা এইখানে থাকলে ভাল হইত।

থার্ড ওয়ার্ল্ড কানট্রিতে জন্ম নেয়ার মত অভিশাপ আর হয়না। আমার দেশ বদলে দেয়ার মত বড় বড় হ্যাডমওলা স্বপ্ন নাই। আমি জাস্ট বাপ মা ভাইদের নিয়ে এক সাথে একটা সুস্থ স্বাভাবিক নরমাল জীবন চাচ্ছিলাম। যেখানে জীবনের পাঁচটা ব্যাসিক নিড খুব স্বাভাবিক ভাবে ফুলফিল্ড হবে।

Is it too much to ask?

-saadnoor selehin shwapneel

যারা বিদেশে আসবেন? বিদেশে এসে বিভিন্ন ধরনের ভোগান্তি, দুর্দশা এবং বিড়ম্বনা থেকে বাঁচতে বাংলাদেশ থেকে নিম্নোক্ত জিনিস গুল...
09/12/2024

যারা বিদেশে আসবেন? বিদেশে এসে বিভিন্ন ধরনের ভোগান্তি, দুর্দশা এবং বিড়ম্বনা থেকে বাঁচতে বাংলাদেশ থেকে নিম্নোক্ত জিনিস গুলো শিখে আসবেন- দুর্দিনে টনিকের কাজ দেবে।
১/ ড্রাইভিং
২/ সবধরনের কুকিং (রেস্টুরেন্টের রান্নাবান্নার কাজ)
৩/ কম্পিউটারে বিভিন্ন ধরনের কাজ
৪/ সেলুনের কাজ(চুল কাটা, নেইল এক্সটেনশন, আইল্যাশ এক্সটেনশন)

যদি মনে করেন আপনি কখনো বাংলাদেশ ছাড়বেন? তাহলে নো মেটার পৃথিবীর যে দেশেই আসেন এই কাজগুলো শিখে এলে আপনাকে প্রবাসে এসে কঠিন দিন পার করতে হবে না।

এই কাজ শিখে আপনি এশিয়া, ইউরোপ অথবা আমেরিকার যে কোন দেশে এসে খারাপ পরিস্থিতিতেও মোটামুটি জীবিকা নির্বাহের সুযোগ পাবেন।

অনেক দেশে আপনার বাংলাদেশী কলেজের বি.এ-এম.এ, এমনকি ডাবল এম.এ ডিগ্রিও কাজ দেবে না কিন্তু এই তিনটি জিনিস আপনাকে ভিনদেশে চূড়ান্ত পরিস্থিতিতেও কাজকর্ম পেতে ভীষণরকমের সাহায্য করবে। দিস ইজ গ‍্যারান্টেড।

SHWAPNO সবজির এই কম্বো দিচ্ছে ৫০ টাকায় সবাই খুব বাহবা দিচ্ছে, অথচ বোকা বাঙালি এতটুকু বোঝার ক্ষমতা নেই যে এখানে আপনি কেজি...
07/11/2024

SHWAPNO সবজির এই কম্বো দিচ্ছে ৫০ টাকায় সবাই খুব বাহবা দিচ্ছে, অথচ বোকা বাঙালি এতটুকু বোঝার ক্ষমতা নেই যে এখানে আপনি কেজি প্রতি ১০০ টাকা দিচ্ছেন, আলুর কেজি কি ১০০ টাকা? বরবটি ১০০ টাকা?? আপনাদের আবেগ কে কাজে লাগিয়ে তারা আপনাদেরই ঠকাচ্ছে।

Adress

Stockholm
14551

Webbplats

Aviseringar

Var den första att veta och låt oss skicka ett mail när It's JAHAN postar nyheter och kampanjer. Din e-postadress kommer inte att användas för något annat ändamål, och du kan när som helst avbryta prenumerationen.

Dela