Living With Mow

Living With Mow Two cultures, one soul. A bangladeshi girl making Sweden feel like home. A journey of motherhood, migration & memories, Family chaos and Quiet moments.

Living with love, laughter & Mow 🇧🇩🇸🇪

সকালে নাশতা দিয়ে ফেসপ্যাক বানিয়েছেন স্যার😀
10/10/2025

সকালে নাশতা দিয়ে ফেসপ্যাক বানিয়েছেন স্যার😀

প্রতিদিন সময়ের সাথে লড়াই চলে—এক হাতে বাচ্চা দুটোকে দেখা, আরেক হাতে রান্না, বাসার কাজ। এর মধ্যে নিজের খাওয়া ঘুম গোসল কখন ...
09/10/2025

প্রতিদিন সময়ের সাথে লড়াই চলে—এক হাতে বাচ্চা দুটোকে দেখা, আরেক হাতে রান্না, বাসার কাজ। এর মধ্যে নিজের খাওয়া ঘুম গোসল কখন কিভাবে হারিয়ে গেছে মনে পড়ে না তেমন।আজকে খেয়াল হলো শেষ কবে চুল আছড়ানো হয়েছে মনে নেই কারণ বাইরে যাওয়ার সময় চুল ধরে খোপার মতো করে পাঞ্চ কিলিপ দিয়ে আটকে দেওয়া এখন আমার একমাত্র হেয়ার স্টাইল 😀।

যাই হোক; আজকে হঠাৎ দেখি চুলে এমন জট লেগে গেছে যে সেটা ছাড়ানো অসম্ভব মনে হলো তাই একটা কেচি এনে সরাসরি জট ধরে কেটে ফেললাম। আপাতত এটাই আমার কাছে সহজ সমাধান মনে হয়েছে।

আপনাদের কারো সাথে কি এমন কখনো হয়েছে??

তবুও এই ছোট্ট বিশৃঙ্খল জীবনটাই এখন আমার সবচেয়ে বড় সুখ।

08/10/2025

অবশেষে 6 এবং 9 এর মধ্যে পার্থক্য জুনাইরা বুঝতে পেরেছে।

একটি হেমন্তের বিকেল💙
06/10/2025

একটি হেমন্তের বিকেল💙

শুধু দামী দামী খেলনা কিনে দিয়ে বাচ্চার প্রতি দায়িত্ব শেষ করবেন না। বাচ্চার সাথে খেলুন, তাকে খেলা শিখান।আমরা একটা ভুল ধার...
05/10/2025

শুধু দামী দামী খেলনা কিনে দিয়ে বাচ্চার প্রতি দায়িত্ব শেষ করবেন না। বাচ্চার সাথে খেলুন, তাকে খেলা শিখান।
আমরা একটা ভুল ধারণা নিয়ে থাকি যে খেলনা কিনে দিলেই বাচ্চা একা খেলবে কিন্তু না। কিভাবে খেলতে হয় এটা যদি না শিখানো হয় তাহলে খেলনা যতই দামি হোক বাচ্চা ওই খেলনার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলবে।

আজকে সকালের একটা বড় সময় আমি আর জুনাইরা এই "Pet house" টা নিয়ে খেলছিলাম। আমরা দুজনেই খুব উপভোগ করেছি পুরোটা সময়।

02/10/2025

আজকের সকাল একদম অন্যরকম, অনেক আলাদা আর অনেক অনেক বেশি স্পেশাল। আজ জুনাইরার জন্মদিন।রাত জেগে আমি আর সৌম মেয়ের জন্য একটা সুন্দর সকাল উপহার দেওয়ার চেষ্টা করেছি।

সূর্যের কণা আর পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের মিলনে জন্ম নেয়া এক জাদুকরী আলো হচ্ছে এই নর্দান লাইট।সবুজ, লাল, বেগুনি রঙে সাজিয়ে...
30/09/2025

সূর্যের কণা আর পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের মিলনে জন্ম নেয়া এক জাদুকরী আলো হচ্ছে এই নর্দান লাইট।
সবুজ, লাল, বেগুনি রঙে সাজিয়ে তোলে রাতের আকাশকে।
Aurora Borealis বা Northern Lights – প্রকৃতির এক আশ্চর্য প্রদর্শনী!

লাস্ট ২৪ ঘন্টায় আমরা দিন রাত সব মিলিয়ে ৪ঘন্টাও ঘুমাইনি। বড়টা ঘুমালে ছোটটা জাগা আবার ছোটজন ঘুমালে বড়জন জাগা। এভাবে দুই ভা...
30/09/2025

লাস্ট ২৪ ঘন্টায় আমরা দিন রাত সব মিলিয়ে ৪ঘন্টাও ঘুমাইনি। বড়টা ঘুমালে ছোটটা জাগা আবার ছোটজন ঘুমালে বড়জন জাগা। এভাবে দুই ভাইবোন সারারাত বাবা মাম্মার সাথে পার্টি করেছে। না ঘুমানোটাই এখন সাধারণ অভ্যাস হয়ে গেছে। যেদিন একটানা ২-৩ ঘন্টা ঘুমাই ওইদিন দেখি শরীর উল্টো রিয়েক্ট করে🤣।
পান্ডার চোখ হয়ে গেছে, চুল আছড়ানো এখন বিশাল বড় একটা বিলাসিতা তবুও মুখের হাসিটা অবিরাম আমাদের❤️

Wrapping up the weekend with swedish delicacy .
28/09/2025

Wrapping up the weekend with swedish delicacy .

27/09/2025

জুনাইরার আমরা কিভাবে বাংলা শিখাই?

25/09/2025

সুইডেনের বাচ্চাদের খুব জনপ্রিয় একটি ইনডোর খেলার জায়গা LEO'S। জুনাইরা এক বছর বয়স থেকে এখানে যাওয়া শুরু করেছে। প্রতি বছর তার জন্মদিনের একটা বিশেষ উপহার থাকে LEO'S এর বাৎসরিক কার্ড।প্রাথমিকভাবে খরচটা একটু বেশি মনে হলেও আসলে পুরোটাই worth it.
জুনাইরার সাথে সাথে জারিবও যাওয়া শুরু করেছে এখন (১ বছরের নিচে বাচ্চাদের জন্য ফ্রি)।
আমার জানামতে সুইডেনের সব বড় শহরগুলোতে আছে LEOS এর ব্রাঞ্চ। যারা বাচ্চাদের নিয়ে বিভিন্ন activists খুজেন তারা একবার গিয়ে দেখতে পারে।

Adress

Umeå

Aviseringar

Var den första att veta och låt oss skicka ett mail när Living With Mow postar nyheter och kampanjer. Din e-postadress kommer inte att användas för något annat ändamål, och du kan när som helst avbryta prenumerationen.

Kontakta Affären

Skicka ett meddelande till Living With Mow:

Dela