29/08/2025
#আফিম_নেশার_ঘোরে_লেখা_১.
কি একটা অবস্থা।
এখন পার্ক জুড়ে ছাগলের নাদি(ছাগলের বিষ্ঠা)
বাসা থেকে কাজে যাবার পথেই ছবির এই পার্ক। ছবির এই পার্কটা রজেন্ডাল, উপ্সালা, সুইডেনে অবস্থিত। ছবির পার্ক এখন ছাগলদের জিম্মায়। রাস্তা অবরোধ করে রেখেছে। কেউ ঢুকতে পারবে না। শুনলাম এখানে একটা বিলবোর্ড দেয়া হবে, লেখা থাকবে,"এখানে শুধু ছাগল নীতি চলবে"। খুব সাবধানে এড়িয়ে গেলাম পার্কটা। ঠিক তখন একটা ছাগল জানালেন "পার্কের বাইরে দাঁড়িয়ে অনেক কিছু বলা যায়"। আমি মৃদু হেসে বললাম " তাই বলে মানুষ vs ছাগল??" বললাম তো আমি খুব সাবধানে পার্কটি এড়িয়ে চলি
যায় হোক, এই পার্কে একটা সময় নিয়ম ছিল, পথচারি ছিল, পরিবেশগত দিকথেকে একে অপরের উপর নির্ভর করে চলছিল অনেকটা বাস্তসংস্থান এর মত, এ ওরে খায়, ও এরে খায়। তবে কেউ অভারফিডিং করে না। একদিন ছাগলের দলের মনে হল এখানে একটা নিয়ম থাকা উচিত। আর পুরানো নিয়ম ভেঙে নিয়ম বানাবে ছাগলেরা নিজেই। এখন পার্ক জুড়ে ছাগলের নাদি(ছাগলের বিষ্ঠা)
নেশা কাটার আগেই পোস্ট করা দরকার।
দেখা হবে অন্য নেশার ঘোরে।
#আফিমখোর