Mohsin Kabir

Mohsin Kabir Researcher | Author | Traveller His academic journey includes roles as a Research Assistant at BUBT and a Researcher in the Advanced Machine Learning lab.

MD MOHSIN KABIR is currently pursuing a Joint Master's program in Intelligent Field Robotics Systems (IFRoS) at the University of Girona, Spain, and Eötvös Loránd University, Hungary, funded by the Erasmus Mundus Scholarship (2022-2024). Alongside his studies, he holds a position as a Lecturer in the Department of Computer Science and Engineering at Bangladesh University of Business and Technology

(BUBT), Bangladesh, where he completed his Bachelor of Science in CSE in 2021. He has also collaborated with renowned research labs worldwide, including the Computer Vision & Pattern Recognition Lab at the University of Asia Pacific, Bangladesh, and the Database System Lab at the University of Aizu, Japan. Beyond academia, he is an enthusiastic traveler, having explored countries such as Spain, Hungary, France, Switzerland, the Czech Republic, India, and more, and he possesses a passion for the culinary arts, particularly writing.

18/06/2025

টাঙ্গুয়ার হাওরে নাকি এসি ওয়ালা হাউজ বোটে কাপোল প্রতি রেন্ট এরাউন্ড ৩৬০০০ হাজার টাকা।

আর আমি মোটামুটি ২০-২৫ হাজার টাকায় ইউরোপের ২-৩ টা ক্যাপিটাল ঘুইড়া বেড়াইতাম।

রক্তচোষার দল সব।

শুধুমাত্র May মাসের প্রথম ৭ দিনেই ঢাকাতে তিনজন স্টুডেন্ট এর সুইসাইড এর কাহিনী দেখলাম সোশাল মিডিয়াতে। এরমধ্যে ইস্ট ওয়েস্ট...
07/05/2025

শুধুমাত্র May মাসের প্রথম ৭ দিনেই ঢাকাতে তিনজন স্টুডেন্ট এর সুইসাইড এর কাহিনী দেখলাম সোশাল মিডিয়াতে। এরমধ্যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির স্টুডেন্ট একজন। যে কিনা ১০০% ওয়েভার ধরে রাখতে পারবেনা, সেই প্রেশারে সুইসাইড করেছে।

ফিনানশিয়াল, সামাজিক, পারিবারিক অনেক ধরনের প্রেশার আর টেনশন আমাদের জীবনে আসবে৷ আমরা যেহেতু মানুষ, এগুলো এড়ায়ে যাওয়ার কোনো উপায় নাই। কিন্তু এই প্রব্লেম গুলারে একটু ধৈর্য্য সহকারে ডিল করতে পারলে, লাইফ কতোটা সুন্দর হইতে পারে, এটা তাদের ধারনার বাইরে।

এই ইস্ট ওয়েস্টের ছেলেটাই যদি, কোনো ভাবে সার্ভাইব করে ফেলায়তো তাইলে অনেক বছর পড়ে আমেরিকা কিংবা ইউরোপের কোনো এক লেক পাড়ে বসে মুচকি মুচকি হাসতো, ৮ মে ২০২৫ রাতে সে সুইসাইড করতে গিয়েছিলো।

আমার কাছের ফ্রেন্ডরা জানে আমি ২০২১ পর্যন্ত কী পরিমান স্ট্রাগল করেছি। দেড় হাজার টাকার একটা ট্যুর দিলেও, তিন ফ্রেন্ডের থেকে ধার করা লাগতো। আর এখন? মনের সুখে ইউরোপ ট্যুর দিয়ে বেড়াচ্ছি (আলহামদুলিল্লাহ)। তখন যদি হেড়ে যাইতাম, তাইলে নর্ডিক কান্ট্রিতে এইরকম রোড ট্রিপ কে দিতো?

When the path ends, build a bridge.

মানেন না মানেনবাংলাদেশের বর্তমান সেনাপ্রধান গত দুই দশকে আসা সবার মধ্যে সেরা।আওয়ামিলীগকে ফিরায়ে আনা অথবা নেতাদের ভাগতে দে...
09/04/2025

মানেন না মানেন
বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান গত দুই দশকে আসা সবার মধ্যে সেরা।

আওয়ামিলীগকে ফিরায়ে আনা অথবা নেতাদের ভাগতে দেয়া যতো দোষ ই দেন ওনার বিরুদ্ধে! এই লোকটাকে দেখলে আমার গুসবাম্প হয় কারন শেখ হাসিনার মতোন একজন রক্তখেকো, খুনি, সাইকোপ্যাথকে হার মানাইতে সবচেয়ে বড় ভুমিকা ছিল ওনার।

সেনপ্রধান চাইলেই আরো একটা ৫'ই মে ঘটায়ে, একরাতে ১০-২০ হাজার মানুষ খুন করে হাসিনাকে ক্ষমতায় রাখতে পারতেন। বাট উনি সেটা করেন নাই।

হাসিনা তিনদিনে সব কিছু কাভার আপ করে ফেলায়তো, সব দায় বিরোধীদের দিয়ে বিশ্ববাসীর কাছে আবার রোলমডেল দাবি করতো। বাট এগুলা করতে পারেন নাই শুধুমাত্র এই লোকটার ইথিক্সের কারনে।

হ্যাটস অফ চীফ!

09/04/2025

আমার বন্ধু কুদ্দুস আর মফিজ - প্যালে/স্টাইন গন/হ/ত্যা ইস্যু কিংবা আওয়ামিলীগের ডিক্টে/টর/শিপ নিয়ে কোনো পোস্ট শেয়ার দেয়না। ইভেন বাংলাদেশে এতোবড় একটা বিজনেস সামিট হইয়া গেলো এইটা নিয়াও তার পজিটিভ থট দেখতে পাইলাম নাহ। সে ইন্ডিয়ান উগ্র/বাদ নিয়াও চুপ।

সে শেয়ার দেয় AI জেনারেটেড দাড়ি ওয়ালা জুতা চোরের ছবি আর ক্যাপশন দেয় - "এমন বাংলাদেশ ই কী আমরা চেয়েছিলাম"?

হাইরে দচদামার!

08/04/2025

You may question the consistency of Bangladeshi young generations in regular prayers (which ofcourse we need to solve), but trust me bro, if Pales/tine were our neighboring country, more than 50% of Bengali youths would fight for them, would die for them happily. Don’t say their Iman is not strong enough. They bit the hell out of Hasina (for democracy) —imagine what they would have done to Net@ny@hu for Islam!

Isra3l is b0mb1ng innocent people—children, mothers, fathers—with no place to run, no safe ground to stand on. And yet, ...
06/04/2025

Isra3l is b0mb1ng innocent people—children, mothers, fathers—with no place to run, no safe ground to stand on. And yet, the world watches in silence. Over 8 billion people, and their governments, turn away. As if this isn't happening. As if these lives don’t matter.

Maybe soon the world will move on. The headlines will fade. But the earth will not forget.

The winds that carried the cries,
The soil soaked with innocent bl00d,
The sky that witnessed the horror—
They will remember.

“And never think that Allah is unaware of what the wrongdoers do. He only delays them for a Day when eyes will stare in horror.”
(Surah Ibrahim, 14:42)

You may silence the voices.
But not the truth.
Justice may be delayed.
But not denied.

To the people of G@za—your pain is seen. Your courage is eternal. And to those who remain silent—remember, nature will testify when the time comes.

And remember the promise of the Prophet Muhammad (peace be upon him):

“The Hour will not be established until you fIght the Jews. The stone behind which a Jew will be hiding will say, ‘O Muslim! There is a Jew hiding behind me, so k1ll him.’”
(Sahih al-Bukhari 2926, Sahih Muslim 2922)

Justice will be served.
Not by man.
But by the One who sees all.

বাংলাদেশ ফুটবলের মহা দুর্দশা ও নব্য বিপ্লব-প্রমথ চৌধুরি V25দীর্ঘকাল ধরিয়া বাংলাদেশ ফুটবল দলের অবস্থা রহিয়াছে এক হতশ্রী প...
17/03/2025

বাংলাদেশ ফুটবলের মহা দুর্দশা ও নব্য বিপ্লব-
প্রমথ চৌধুরি V25

দীর্ঘকাল ধরিয়া বাংলাদেশ ফুটবল দলের অবস্থা রহিয়াছে এক হতশ্রী পরিনামবিহীন চক্রে। প্রতিপক্ষ গোলের পর গোল করিয়া লজ্জিত করিলেও, আমাদের ফুটবলারগণ তাহা ঠেকাইবার ব্যর্থ চেষ্টা ব্যতীত কিছুই করিতে পারেন নাই। উন্নতি তো বহু দূরের কথা, জাতীয় দল প্রকারান্তরে পরিণত হইয়াছে এক চিরস্থায়ী ক্লাব, যেখানে পরিবর্তন ঘটিবার সম্ভাবনা সমানুপাতিক হারে শূন্যের দিকে ধাবিত।

এই নিরানন্দ দৃশ্যপটের মধ্যে এক নূতন সম্ভাবনার বার্তা লইয়া দেশে আসিয়াছেন ইউরোপে গড়ে ওঠা আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিভাধর খেলোয়াড়গণ—হামজা চৌধুরিরা, ফাহমিদুলরা! অথচ, বিস্ময়ের বিষয়, ইহাতে কিঞ্চিৎও আনন্দিত না হইয়া, আমাদের বহুযুগের সিন্ডিকেটভুক্ত খেলোয়াড়গণ প্রবল উৎকণ্ঠায় জর্জরিত হইয়াছেন। যেন এই আগমনে তাহাদের চিরস্থায়ী রাজত্বে ভূমিকম্প ঘটিয়াছে!

দশকের পর দশক ধরিয়া, জীবন, এমিলিরা জাতীয় দলে আসন গ্রহণ করিয়া রহিয়াছেন, এবং ফুটবল উন্নয়নের ব্যর্থ মন্ত্র উচ্চারণ করিয়াছেন। এখন, যখন প্রকৃত মেধাবী খেলোয়াড়েরা দেশের জার্সি গায়ে জড়াইতে আগ্রহী, তখন ইহারাই বিরোধিতার মঞ্চে উপস্থিত হইয়াছেন।

বাংলাদেশ ফুটবলের এই নৈরাজ্যের মূল কারণ, উন্নয়নের স্বপ্ন দেখা হইলেও, বাস্তব পদক্ষেপ গ্রহণে সকলের এক অভূতপূর্ব অনীহা। সিন্ডিকেট নামক এক অভিশাপের কারণে প্রতিভাবান খেলোয়াড়গণ সুযোগ পাইবার পূর্বেই হারাইয়া যাইতেছেন।

সুতরাং, দেশের ফুটবলে সত্যিকার বিপ্লব ঘটিবে কি না, তাহা কেবল সময়ই বলিবে। তবে একথা নির্দ্বিধায় বলা যায়—সিন্ডিকেটযুগের অবসান ব্যতীত ফুটবলের কক্ষপথ পরিবর্তন সম্ভব নয়। অতএব, প্রার্থনা একটাই, ফুটবলের রাজ্য হইতে অযোগ্যদের প্রস্থান ঘটুক, এবং প্রকৃত মেধার জয় হউক!

Alhamdulillah! Now I have over 1,500 citations on Google Scholar. For the past six years, I have dedicated my time to qu...
02/03/2025

Alhamdulillah! Now I have over 1,500 citations on Google Scholar. For the past six years, I have dedicated my time to quality research. Even with only a few years of experience, I reached this number through long nights of work, strong dedication, and collaboration with numerous Bangladeshi students I have supervised over the years. Keep me in your prayers.

20/02/2025

একটা মানুষ জাংকফুড খাবে নাকি কোকাকোলা সেটা একান্তই তার ব্যাক্তিগত ব্যাপার। কিন্তু সে যখন একটি বৈশ্বিক টূর্নামেন্টে একটা দলকে রিপ্রেজেন্ট করছে! টুর্নামেন্ট চলাকালীন সময়ে অথবা জাতীয় দলের কন্ট্রাকে থাকা অবস্থায় সে যখন কোক খাচ্ছে এটা চরম নির্লিপ্ততা, আমানের চরম খেয়ানত এবং চূরান্ত রকমের দৃষ্টিকটু কাজ।

হুমায়ুন আহমেদ বেচে থাকলে তার বই এ লিখতো -

"স্টেডিয়ামের লকার রুমে কেমন যেন একটা উৎসবের আমেজ। চারদিকে চিপসের খসখসে শব্দ, কোকের বোতলের ঢাকনা খোলার আওয়াজ, আর নরম আলোয় ফ্রেঞ্চ ফ্রাইয়ের সোনালি আভা। এক কোণে বসে রিশাদ একটু চিন্তিত মুখে তাকিয়ে আছে। তার সামনে মজাদার সব খাবার সাজানো, কিন্তু কোথাও যেন একটা অসন্তুষ্টির রেখা।

"ভাই, এইসব খাবার কি আসলেই আমাদের খাওয়ার কথা আজকে?"—সে আস্তে করে বলে।

অপরপাশে বসা তামিম হো হো করে হেসে উঠে, "ধুর ব্যাটা! লাইফটা এতো সিরিয়াস নিবি না। একটা ম্যাচই তো, এর মধ্যে ক্যালরি গুণছিস কেন?"

কোচ প্রবেশ করেন, তার চোখে ক্লান্তির ছাপ। তিনি কিছু বলেন না, শুধু একবার তাকিয়ে দেখেন প্লেটভর্তি বার্গার, ফ্রাই আর সফট ড্রিঙ্কের বিশাল বোতল। এক মুহূর্ত চুপ থেকে তিনি বলেন, "আজকে এগুলা না খেলে পারতে, না?"

একটা থমথমে নীরবতা নেমে আসে রুমে। কেউ কিছু বলে না। শুধু টেবিলের ওপরে একটা কোকের বোতল ধীরে ধীরে গড়িয়ে পড়ে, গ্যাস উঠতে থাকে—শব্দহীন বিস্ফোরণের মতো।"

18/02/2025

ইউনুস সরকারকে সর্বোচ্চ বল প্রয়োগ করতে হবে। কুয়েটে ছাত্রদের উপরে যারা হামলা করেছে, এদের প্রত্যেককে ধরে ধরে বিচারের আওতায় আনতে হবে। যদি এই ধরনের আক্রমনের সুষ্ঠ বিচারিক কালচার তৈরী করা যায়, তবে এরা এসব করার সাহস হাড়াবে।

বিএনপির প্রতি রিকোয়েস্ট ২০০২ সালে HSC পাস করা ছাত্রদের বাদ দেন। টেকনোলজিতে এডভান্সড, উন্নত চিন্তা ভাবনা, অনেস্ট এন্ড ইন্টিলিজেন্ট ছাত্রদের নিয়ে একটা ছাত্রদের সংঘষ্ঠন বানান। চাদাবাজ বুড়া গুলা আপনাদের মানিজ্জত ডুবাবে, আর কিছুই নাহ।

৫'ই আগস্ট যা করেছিলেন তার পাশে ছিলাম, কিন্তু আজকে যা করছেন?সেটার ও পাশে আছি, সূদুর সুইডেন থেকে😇[দিল্লী না ঢাকা? ঢাকা ঢাক...
05/02/2025

৫'ই আগস্ট যা করেছিলেন তার পাশে ছিলাম, কিন্তু আজকে যা করছেন?

সেটার ও পাশে আছি, সূদুর সুইডেন থেকে😇

[দিল্লী না ঢাকা? ঢাকা ঢাকা]

Adress

Västerås

Aviseringar

Var den första att veta och låt oss skicka ett mail när Mohsin Kabir postar nyheter och kampanjer. Din e-postadress kommer inte att användas för något annat ändamål, och du kan när som helst avbryta prenumerationen.

Kontakta Affären

Skicka ett meddelande till Mohsin Kabir:

Dela